রিঙ্কু সিং যেখানে থাকবেন, সেখানে মজাদার কিছু হবে না, সেটা দুষ্কর বিষয়। আর রবিবার তো আইপিএল জিতেছেন। তাই রিঙ্কু একদম চেনা মেজাজে ছিলেন। কতটা মেজাজে ছিলেন রিঙ্কু, সেটা বোঝানোর জন্য বলতে হবে যে ‘পুরো মুডে ছিলেন’। আর রিঙ্কুর সেই ‘মুড’ যেন সংক্রামিত হল সুরেশ রায়না, পার্থিব প্যাটেলদের মধ্যেও। বিশেষত রায়না তো রিঙ্কুর ইংরেজি বলা নিয়ে খুব আওয়াজ দিলেন। মজা করতে ছাড়েননি পার্থিবও। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। রিঙ্কুও সেই মুহূর্তটা উপভোগ করতে থাকেন।
রিঙ্কুকে আওয়াজ রায়নার
যাবতীয় ঘটনা ঘটেছে আইপিএলের ফাইনালের দিনে। গতবার যেখানে আইপিএলের দুনিয়ায় রিঙ্কুর বিস্ফোরণ ঘটেছিল, এবার সেখানে কেকেআরের টপ-অর্ডার এতটাই ভালো খেলেছেন যে তিনি সেভাবে ব্যাটিংয়ের সুযোগই পাননি। যে কয়েকদিন সুযোগ এসেছে, সেই কয়েকদিন টুকটাক খেলতে হয়েছে। ফলে পরিসংখ্যান দিয়ে তাঁকে এবার সেই মরশুমে বিবেচনা করা যাবে না। সার্বিকভাবে ১৫ ম্যাচে ১৬৮ রান করেছেন। আর সেই বিষয়টি নিয়েই রিঙ্কুকে প্রশ্ন করতে থাকেন রায়না, পার্থিবরা। যা থেকে মজা শুরু হয়।
কী কথোপকথন হয় রায়না, পার্থিব এবং রিঙ্কুর?
পার্থিব: বাইরে বসে দেখছিলাম যে ইংরেজিটা আগের থেকে অনেকটা ভালো হয়ে গিয়েছে।
রিঙ্কু: (হাসিতে ফেটে পড়েন) ইংরেজি, আরও ভালো করতে হবে ইংরেজি (হাসি)।
রায়না: বাইরে থেকে যে এত বার্তা আসছে, সেগুলিকে কি সামলাচ্ছিস? বাইরের জগতের অনেকেরই তো নজরে আছিস রিঙ্কু।
রিঙ্কু: (হাসি) না, আমি ওসব জিনিসে বেশি পাত্তা দিই না। সাধারণত....মানে..... (লাজুক হাসি)।
রায়না: (রিঙ্কুর কথা শেষ হওয়ার আগেই) উফ!!! হু!!! (খোঁচা দিয়ে)।
নেটিজেনদের প্রতিক্রিয়া
সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এক নেটিজেন বলেন, ‘লর্ড রিঙ্কু।’ অপর এক নেটিজেন বলেন, ‘রিঙ্কু এবং (বিরাট) কোহলি -- হাহা। উত্তর ভারতের ছেলেদের একসঙ্গে রাখলে মজাটা আলাদা লেভেলরই হয়।’ একইসুরে এক নেটিজেন বলেন, ‘রিঙ্কু অন ফায়ার। রিঙ্কু সেরা, রিঙ্কু সেরা। কোনও কথা হবে না।’ একজন আবার বলেন, ‘ড্র্যাগন বলের গোকু হলেন রিঙ্কু। বেশি মাথা খাটিয়ে সময় নষ্ট করেন না। একদম মজায় থকেন। আর মাথায় থাকে পাওয়ার হিটিংয়ের।’