দুবাইয়ের মাঠে ‘সিরিয়াস’ ক্রিকেট চলছিল। আর হিন্দি কমেন্ট্রি বক্স যেন পুরোপুরি পিকনিকের মেজাজে ছিল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও পাকিস্তানের মহারণের সময় হিন্দি কমেন্ট্রি বক্সে একের পর এক মন্তব্য করা হল, যা শুনে চমকে গেলেন নেটিজেনরা। ভাইরাল হয়ে গেল সেইসব মন্তব্যের ভিডিয়ো। এমন এমন সব মন্তব্য করলেন তাঁরা, যেগুলি শুনে ভ্যাবাচাকা খেয়ে গিয়েছে নেটপাড়াও। আর সেরকমভাবেই সুরেশ রায়নার একটি মন্তব্যের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
আল্লাহের কাছে প্রার্থনা রিজওয়ানের
আসলে রবিবার দুবাইয়ে ম্যাচ শুরুর পরে পাকিস্তানের অধিনায়ক মহম্মদ রিজওয়ানকে ড্রেসিংরুমে বসে থাকতে দেখা যায়। সেইসময় তাঁর হাতে কিছু একটা ছিল। তা দেখে কমেন্ট্রি বক্সে থাকা আকাশ চোপড়া বলতে থাকেন, ‘ও কী করছে? কিছু পাঠ করছেন।’ সেইসময় পাকিস্তানের ধারাভাষ্যকার জানান যে আল্লাহের কাছে প্রার্থনা করছেন। আল্লাহের নাম নিচ্ছেন। আর সেটা করা উচিত বলেও জানান পাকিস্তানের ধারাভাষ্যকার।
আরও পড়ুন: Kohli vs Afridi: কোহলির শতরান আটকাটে ‘ইচ্ছা করে’ ওয়াইড বল, শাহিনকে 'লুজার' বলে বিদ্রুপ নেটিজেনদের
মহাদেবের ভক্ত বিরাট, জানালেন রায়না
তারপরই ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সুরেশ রায়না জানান যে রোহিত শর্মা, বিরাট কোহলিরাও একইভাবে ঈশ্বরের শরণাপন্ন হন। প্রার্থনা করেন ঈশ্বরের কাছে। রায়না বলেন, ‘ওদিকে রোহিত শর্মা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়ছে।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘বিরাট কোহলি মহাদেবের ভক্ত।’
বিরাট ফর্মে না থাকলেই পাকিস্তানের বিরুদ্ধে নামিয়ে দেওয়া হোক! উঠল দাবি
আর সেইসব আলোচনার মধ্যেই রবিবাব ক্রিকেট দেবতার আশীর্বাদ পেয়েছেন বিরাটরা। ভারতের তারকা নিজে দুর্দান্ত শতরান করেছেন। শেষ বলে চার মেরে নিজের শতরান পূরণ করার পাশাপাশি ভারতকে ছয় উইকেটে জিতিয়েছেন। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। আর সেই ইনিংস দেখে অনেকের তো বক্তব্য, বিরাটকে ঘুম থেকে তুলে বলে দিন যে পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে হবে। সেখান থেকেই জিতিয়ে দেবেন। কেউ-কেউ আবার বলেছেন যে বিরাট যখনই অফ-ফর্মে থাকবেন, রান পাবেন না, তখন পাকিস্তানের সঙ্গে খেলানো উচিত ভারতীয় তারকাকে।
আর তাঁরা যে কোনওরকম ভুল বলেননি, তা পরিসংখ্যান থেকেই স্পষ্ট হয়ে যাবে। বিশ্বের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একই দলের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শতরান, ৫০ ওভারের বিশ্বকাপে সেঞ্চুরি এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে অর্ধশতরানের নজির গড়েছেন বিরাট। এতদিন সেই রেকর্ড ছিল রোহিত শর্মার ঝুলিতে। তিনি বাংলাদেশের বিরুদ্ধে সেই নজির গড়েছিলেন। আর বিরাট নিজের সম্ভবত প্রিয় প্রতিপক্ষের বিরুদ্ধে সেই দুর্দান্ত রেকর্ড গড়েছেন।
তবে ব্যক্তিগত রেকর্ডের থেকেও বিরাট যে বিষয়টায় খুশি হবে, সেটা হল ভারতের জয়। রবিবার প্রথমে ব্যাটিং করে ২৪১ রান করে পাকিস্তান। জবাবে ৪২.৩ ওভারেই ম্যাচটা জিতে যায় ভারত। ৫২ বলে ৪৬ রান করেন শুভমন গিল। ১১১ বলে অপরাজিত ১০০ রান করেন বিরাট। ৬৭ বলে ৫৬ রান করেন শ্রেয়স আইয়ার। ১৫ বলে ২০ রান করেন রোহিত। আর ভারতের হয়ে তিনটি উইকেট নেন কুলদীপ যাদব। দুটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। একটি করে উইকেট নেন হর্ষিত রানা, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা।