১৮৯০ থেকে ১৮৯২ পর্যন্ত প্রথম তিনটি মরশুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের খেতাব জেতে সারে। কাউন্টির ইতিহাসে প্রথম ৬টি মরশুমের মধ্যে পাঁচবার চ্যাম্পিয়ন হয় তারা। মাঝে ১৯৫২ থেকে ১৯৫৮ পর্যন্ত টানা ৭টি মরশুমে কাউন্টি চ্যাম্পিয়ন হয় সারে। ঘুরে ফিরে কাউন্টির খেতাব ক্লাবের দখলে আসে আরও বেশ কয়েকবার। তবে সাম্প্রতিক সময়ে ফের একটানা কাউন্টিতে দাপট দেখাচ্ছে তারা।
২০২২ ও ২০২৩ সালের পরে এবার ফের কাউন্টির খেতাব জিতল সারে। অর্থাৎ, শেষ তিনবারের কাউন্টি চ্যাম্পিয়ন তারা। এই নিয়ে মোট ২২ বার এককভাবে কাউন্টি ক্রিকেটে বিজয় পকাতা ওড়াল সারে। ১ বার তারা যুগ্মভাবে চ্যাম্পিয়ন হয়। এবছর কাউন্টির ১৪টি ম্যাচের মধ্যে ৮টিতে জয় তুলে নেয় সারে। তারা ২টি ম্যাচে পরাজিত হয় এবং ৪টি ম্যাচ ড্র করে। সাকুল্যে ৩৩১ পয়েন্ট নিয়ে খেতাব জয় নিশ্চিত করে সারে।
১৪ ম্যাচে ৬টি জয়-সহ ২১৪ পয়েন্ট নিয়ে প্রথম ডিভিশনের দ্বিতীয় স্থানে থাকে হ্যাম্পশায়ার। উল্লেখযোগ্য বিষয় হল, ল্যাঙ্কাশায়ার ও কেন্টের এবার ১০ দলের ফার্স্ট ডিভিশন থেকে অবনমন হয়। তারা নেমে যায় দ্বিতীয় ডিভিশনে। ল্যাঙ্কাশায়ার ১৪ ম্যাচে মোটে ৩টিতে জয় পেয়েছে। কেন্ট জিতেছে ১৪ ম্যাচের মাত্র ১টিতে।
সারে তাদের শেষ কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচে ড্র করে এসেক্সের সঙ্গে। চেমসফোর্ডে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে এসেক্স। বৃষ্টির জন্য ম্যাচের প্রথম দিনে খেলা হয় মোটে ২৮.৩ ওভার। দ্বিতীয় দিনের খেলা ভেস্তে যায়। অর্থাৎ, বৃষ্টিতে বিস্তর সময় নষ্ট হওয়ায় ম্যাচের ফলাফল নির্ধারণ সম্ভব হয়নি।
আরও পড়ুন:- IPL 2025 Retention: ভালো খেলা সত্ত্বেও এই ৫ ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে KKR
এসেক্স তাদের প্রথম ইনিংসে ৮ উইকেটের বিনিময়ে ৫০৮ রান তুলে ব্যাট ছেড়ে দেয়। ২৮৪ বলে ১৮২ রান করেন ডিন এলগার। তিনি ২১টি চার মারেন। ১৯০ বলে ১৩৫ রান করেন টম ওয়েস্টলি। তিনি ২৫টি চার ও ১টি ছক্কা মারেন। ১৭১ বলে ১১২ রান করেন ম্যাট ক্রিচলে। তিনি ১৫টি চার মারেন।
সারের হয়ে এই ইনিংসে ৪১ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন রায়ান প্যাটেল। ১২৫ রান খরচ করে ২টি উইকেট নেন জেমস টেলর। ১২৮ রান খরচ করে ২টি উইকেট নেন ইউসেফ মাজিদ।
পালটা ব্যাট করতে নেমে সারে তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ২৬৭ রান তুললে ম্যাচ ড্র ঘোষিত হয়। ডমিনিক সিবলি ১৮৯ বলে ১২৫ রান করেন। তিনি ১৭টি চার ও ১টি ছক্কা মারেন। জোশ ব্লেক ১২৬ বলে ৩৮ রান করেন। তিনি ৩টি চার মারেন। এসেক্সের হয়ে সাইমন হারমার ৮৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।