আইসিসি টি২০ বিশ্বকাপের ফাইনালের শেষ ওভারে সূর্যকুমার যাদবের একটা ক্যাচই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তাঁর আগে পর্যন্ত খেলায় রাশ ছিল দঃ আফ্রিকা দলের। চোকার্স তকমা ঘোঁচানোর ব্যাপারে এক পা এগিয়েই ছিলেন কুইন্টন ডি কক, ডেভিড মিলাররা। এনরিখ ক্লাসেন যে ইনিংস খেলে গেছিলেন তাতে তাঁদের পক্ষে ম্যাচে জেতার থেকেও ম্যাচ হারা ছিল কঠিন ব্যাপার। কিন্তু ভারতীয় বোলারদের অনবদ্য নৈপুন্য এবং ফিল্ডিং সূর্যকুমার যাদবের মাস্টার ক্লাস টেকনিকেই ম্যাচ জিতে নেয় মেন ইন ব্লুজ। সেই সঙ্গে দ্বিতীয়বার আইসিসির টি২০ বিশ্বকাপ জয় করে ভারতীয় দল। এবার নিজের নেওয়া সেরা ক্যাচ প্রসঙ্গেই মুখ খুললেন টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের ভরসা সূর্য।
আরও পড়ুন-কবে চুরমা খাওয়াবেন প্রধানমন্ত্রীকে, জানিয়ে দিলেন নীরজের মা! এবার স্পেশাল ট্রিট…
ফাইনাল ম্যাচের পর থেকেই বারবার প্রশ্ন এসেছে ভারতীয় দলের অন্দরে সূর্যকুমার যাদবের সেই ক্যাচই কি ছিল সেরা? ভারতের ফিল্ডিং কোচ বলেছিলেন অক্ষর প্যাটেলের ক্যাচেরও গুরুত্ব ছিল, মহম্মদ সিরাজের ক্যাচেরও গুরুত্ব ছিল প্রতিযোগিতার অন্য ম্যাচে, ফলে সূর্যর ক্যাচকেই সব থেকে গুরুত্বপূর্ণ মনে করেননি তিনি। এবার তাঁর সুরে সুর মিলিয়েই ফাইনাল ম্যাচে নিজের ক্যাচের থেকেও ৮ বছর আগেই পুরনো এক ক্যাচকে নিজের সেরা হিসেবে ব্যাখ্যা করলেন ভারতীয় দলের এই তারকা ব্যাটার।
আরও পড়ুন-আইপিএলের সময় টানা সমালোচনা! বিশ্বকাপ জয়ের পর হার্দিককে নিয়ে নীরবতা ভাঙলেন পাঠান
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সূর্যকুমার যাদব। সেখানে নিজের স্ত্রীর সঙ্গে বেশ কয়েকটি ছবি দিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে খেলা এই ব্যাটার। সেখানেই ৮ বছর আগে স্ত্রী হিসেবে দেবিশা শেট্টির সঙ্গে গাঁটছড়া বাঁধাকেই নিজের জীবনের সেরা ক্যাচ হিসেবে ব্যাখ্যা করেছেন সূর্য। রোহিত শর্মার স্ত্রী রিতিকার মতো দেবিশাও নিজের স্বামীর খেলা দেখতে প্রায়শই গ্যালারিতে থাকেন। ফলে সহধর্মিণীর ভরসা, বিশ্বাস বা ভালোবাসা কোনও কিছুরই অভাব টের পান না সূর্যকুমার। তাই বিশ্বকাপ ফাইনাল নয়, বরং আট বছর আগে দেবিশার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠাকেই বেশি গুরুত্বপূর্ণ ক্যাচ হিসেবে ব্যাখ্যা করলেন এক নম্বর টি২০ ব্যাটার। সেই পোস্টে দেখা যাচ্ছেন কেক কাটছেন দুজনে একসঙ্গে। তাতে লেখা রয়েছে ২০২৪ চ্যাম্পিয়ন্স, এরপর দুজন দুজনকে খাইয়েও দিলেন সেই কেক।
আরও পড়ুন-‘ওর মতো বোলার যুগে একটা আসে’!বিরাটের মন্তব্যে শুরু স্লোগান, ভিডিয়ো শেয়ার বুমরাহর
আইপিএলটা সূর্যকুমার যাদবের তেমন ভালো না গেলেও আইসিসি টি২০ বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচেই দল বিপাকে পড়ায় তিনি ত্রাতা হিসেবে অবতীর্ণ হয়েছিলেন। ২০২৩ বিশ্বকাপ হারের পর প্রচুর সমালোচিত হয়েছিলেন, ২০২৪ টি২০ বিশ্বকাপ জিতে সমালোচকদের মুখে আপাতত কুলুপ এঁটে দিয়েছেন সূর্যকুমার যাদব।