পাকিস্তান ম্যাচে ব্যর্থ হয়ে তুমুল কটাক্ষের মুখে পড়লেন সূর্যকুমার যাদব। এমনিতেই তাঁর বদনাম আছে যে গুরুত্বপূর্ণ ম্যাচে রান পান না। সেটা গত বছর ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনাল হোক বা ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হোক। সেই বদনাম ঘোচানোর সুযোগ রবিবার পেয়েছিলেন সূর্য। কিন্তু নিউ ইয়র্কে বাজে শট খেলে আউট হওয়ার পরেই নেটিজেনরা একেবারে তুলোধোনা করলেন ভারতীয় তারকাকে। সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা বয়ে গেল।
কী কী মিম ছড়িয়েছে সূর্যকে নিয়ে?
ভারত-পাকিস্তান ম্যাচের দিনই তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানের রেশ ধরে এক নেটিজেন লেখেন, '(সূর্যকুমার যাদব শপথ নিচ্ছেন যে) আমি সূর্যকুমার যাদব, ঈশ্বরের নামে শপথ নিচ্ছি যে আমি বিশ্বকাপে কোনওদিন রান করব না।' সেইসঙ্গে সূর্যের মুখ বসানো একটি সুপার-ইম্পোজ করা ছবি পোস্ট করেছেন এক নেটিজেন। অপর একজন আবার লিখেছেন, '(কামব্যাককে সূর্যকুমার বলছেন) যে এখন প্রত্যাবর্তন হচ্ছে না। তুই পরে দেখা করিস।'
এক নেটিজেন আবার একটি ভিডিয়ো পোস্ট করেন। তাতে তিনজনকে দেখানো হয়েছে। সেখানে দেখা গিয়েছে যে একটি বাচ্চার হাত ধরে টানছেন এক মহিলা। আর দূর থেকে দাঁড়িয়ে দেখছেন একজন। ওই নেটিজেনের বক্তব্য, গুরুত্বপূর্ণ ম্যাচে রান না পেলেও সূর্যের হাত ধরে টানছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচকরা। আর দূর থেকে যিনি দাঁড়িয়ে দেখছেন, তিনি হলেন সঞ্জু স্যামসন।
তুমুল বিরক্তি প্রকাশ করে এক নেটিজেন বলেন, 'লোকজনকে বুঝতে হবে যে ৩৬০ ডিগ্রি হল আদতে শূন্য ডিগ্রি।' অপর একজন বলেন, 'সূর্যকুমার যাদব এবং শিবম দুবের ইনিংস তো শুরু হতে-হতেই শেষ হয়ে গেল।' অপর এক নেটিজেন বলেন, ‘বড় ম্যাচে হতাশ করার ধারাটা অব্যাহত রেখেছেন সূর্যকুমার যাদব।’
সূর্যের ব্যাটিং ব্যর্থতা
রবিবার সূর্যের সামনে ভালো সুযোগ থাকলেও ব্যর্থ হন। আট বলে সাত রানে আউট হয়ে যান। হ্যারিস রউফের বলটা তিনি মিড-অফের উপর দিয়ে মারতে যান সূর্য। কিন্তু সেটা পারেননি। মহম্মদ আমির সহজ ক্যাচ ধরেন। ৮৯ রানে তাঁর উইকেট পড়ার পরেই ভারতীয় ইনিংসে ধস নামে। সেই পরিস্থিতিতে তাঁর শট নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরকম গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হওয়ার যে ট্রেন্ড তৈরি হয়েছে, তাতে উদ্বিগ্ন ভারতীয় ফ্যানরা।