অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে এগিয়ে গেল ভারত। আজ অর্থাৎ শুক্রবার মোহালিতে অজিদের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্য়াচে নামে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২৭৬ রান করে অস্ট্রেলিয়া। দুর্দান্ত বল করেন মহম্মদ শামি। ৫ উইকেট নেন তিনি। আর তাতেই কার্যত ল্যাজে-গোবরে হয়ে পড়ে টিম অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে সেই রান সহজেই তুলে নিয়ে ৫ উইকেটে ম্যাচ জিতে নিয়েছেন ভারতীয় দল।
এদিন ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন এই ম্যাচের অধিনায়ক কেএল রাহুল। তিনি ৬৩ বলে করেন ৫৮ রান। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৪টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সৌজন্যে। চোট কাটিয়ে এশিয়া কাপের সুপার ফোর পর্বে ফিরেছেন রাহুল। ফিরেই শতরান করেছিলেন। এবার অজিদের বিরুদ্ধে ঘরের মাঠেও অর্ধশতরান করে দলকে জয়েক দিকে এগিয়ে দেন।
ভারতকে ম্যাচে জিততে সাহায্য করেন আরও এক ব্যাটার। তিনি হলেন সূর্যকুমার যাদব। শেষ পর্যন্ত লড়াই করে যান তিনি। ৪৯ বলে ৫০ রানের ইনিংস খেলেন সূর্য। তাঁর এই ইনিংসটি সাজানো ছিল ৫টি বাউন্ডারি এবং ১টি ওভার বাউন্ডারির সাহায্য়ে। যদিও তিনি শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি। অর্ধশতরান করেন অউট হয়ে যান সূর্য। ভারতীয় এই ব্যাটার ততক্ষণে দলকে জয়ের স্বাদ পাইয়ে দিয়েছেন। দলকে জিতিয়ে আত্মবিশ্বাসের সুর সূর্যর গলায়। ম্যাচ শেষে তিনি বলেন, 'আমি যখন এই ফরম্যাটে খেলতে শুরু করি তখন সেই স্বপ্নই দেখছিলাম। যতটা সম্ভব শেষ পর্যন্ত ব্যাট করার চেষ্টা করব এবং ক্রিজে টিকে থেকে দলকে জয়ের মুখ দেখাবো। আমি আজ তা করতে পারিনি। তবে অবশ্যই আমার নতুন ভূমিকা পছন্দ করছি।'
এখানেই থেমে তিনি আরও বলেন, 'আমার কাছে এটা একেবারেই নতুন কিছু নয়। কারণ বলের রং একই। দলগুলো একই। বোলাররাও একই রকম। ফলে আমার কোনও রকম সমস্যা হয়নি। তবে আমার কোথায় একটা মনে হয়েছে আমি একটু বেশি তাড়াহুড়ো করছিলাম। ভাবলাম, আর একটু সময় নেওয়া যাক। নিজেকে শান্ত করি। ধীরে ধীরে রান নিই এবং মন্থর ভাবে ব্যাট করার চেষ্টা করি। তবে রাহুলও খুব ভালো পারফরম্যান্স করেছে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড বিস্তারিত ক্রীড়াসূচি - এর জন্য চোখুন HT Bangla - তে