আজ থেকে শুরু হচ্ছে ভারত-দঃ আফ্রিকা টি২০ সিরিজ। চার ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচ হবে কিংসমেডে। খেলা শুরু ভারতীয় সময় সন্ধে সাড়ে আটটায়। সূর্যকুমার যাদবের নেতৃত্বে এখনও পর্যন্ত টি২০ সিরিজে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিরুদ্ধে অপরাজিত থেকেছে ভারত। প্রোটিয়াদের বিপক্ষেও সেই একই ট্র্যাক রেকর্ড বজায় রাখতে চাইবেন এই মুম্বইকর ব্যাটার।
আরও পড়ুন-‘যখন হওয়ার তখনই হবে, এখন বলা যাবে না’! টেস্ট খেলা নিয়ে মন্তব্য সূর্যর…
সূর্যকুমারের কঠিন চ্যালেঞ্জ-
টিম ইন্ডিয়া টি২০ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরই ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণ থেকে অবসর নিয়েছিলেন রোহিত শর্মা। এরপরই অধিনায়ক পদে আসেন সূর্যকুমার যাদব। যেমন নাম, তেমনই কাজ। শ্রীলঙ্কা, বাংলাদেশের বিরুদ্ধে সূর্যের তেজেই জ্বলে পুড়ে গেছে প্রতিপক্ষ। তবে এবার লড়াই সিংহের ডেরায়। সেখানে ভারতীয় অধিনায়কের অস্ত্র অনেক আনকোরা ক্রিকেটার। যদিও হিম্মত হারছেন না স্কাই।
আরও পড়ুন-ক্রিকেট মাঠে অসভ্যতা! বরদাস্ত করল না উইন্ডিজ বোর্ড! নির্বাসিত আলজারি জোসেফ…
রমনদীপ সিং-বিজয়কুমারদের অভিষেকের সম্ভাবনা-
ভারতীয় দলের হয়ে এই সিরিজে অভিষেক হতে পারে রমনদীপ সিংয়ের। খেলতে দেখা যেতে পারে তরুণ পেসার বিজয়কুমার ভাইশাককেও। আজ থেকে দশ বছর আগে হলে, একই সঙ্গে এত নতুন ক্রিকেটারকে জাতীয় দলে দেখা যেত না। কিন্তু বর্তমানে ভারতীয় দল একাধিক সিরিজ একসঙ্গে খেলছে। তাই দুটি স্কোয়াড পুরো আলাদা করতে হয়েছে। যেমন বর্ডার গাভাসকর সিরিজে গেছেন হর্ষিত রানারা, আর দঃ আফ্রিকায় এসেছেন যশ দয়ালরা।
হঠাৎই রান্না করছেন সূর্যকুমার যাদব, ভাইরাল ভিডিয়ো-
এরই মধ্যে উঠতি দুই প্রতিভাকে তারকা বানানোর প্রক্রিয়াই বলে দিলেন সূর্যকুমার যাদব। বিসিসিআইয়ের দেওয়া ভিডিয়োতে ভারতের টি২০ অধিনায়ক জানিয়ে দিলেন, ঠিক কিভাবে ভারতীয় দলের দুই নতুন প্রতিভাকে পেশ করা হবে। আর তাঁদের মধ্যেই বা কি কি মশলা মজুত রয়েছে, ভবিষ্যৎের তারকা হওয়ার। অনেকটা রান্নার স্টাইলেই সূর্য দিলেন মজাদার বিবরণ।
আরও পড়ুন-‘সিরিজ হেরেছে বলেই ওরা বাজে দল হয়ে যায়নি’! ভারতের কামব্যাক নিয়ে আশাবাদী টম লাথাম…
ফাস্ট বোলার হওয়ার প্রক্রিয়া জানালেন অধিনায়ক-
প্রথমে পেসার বিজয়কুমার ভাইশাককে নিয়ে সূর্যকুমার বললেন, কীভাবে একজন ফাস্ট বোলারকে তৈরি করতে হয়। সেখানে ভারত অধিনায়ক বলছেন, ‘আজ আমরা ক্রিকেট ময়দানের দুটো স্পেশাল রেসিপি বলব, প্রথমেই বলব কিভাবে ফাস্ট বোলার তৈরি হয়। ফাস্ট বোলার তৈরি করতে গেলে ফূর্তি, শক্তি, সাহস আর গতির প্রয়োজন। যত গতি, তত ভালো। প্রথমে হিম্মত দিতে হবে, তারপর ফিটনেস আর ধৈর্য দিতে হবে। সঙ্গে মন আর মস্তিষ্কের মশা দিতে হবে। আর তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের জোরে বোলার ’।
আরও পড়ুন-অবশেষে যুগের পতন! প্রায় ৫০ দেশের বিরুদ্ধে খেলা মহম্মদ নবির অবসর ঘোষণা! কবে শেষ ওডিআই?
নাইট ব্যাটারের বিবরণ দিলেন সূর্য-
এরপর নাইট রাইডার্সের ক্রিকেটারকে ব্যাটিং অলরাউন্ডার বানানোর প্রক্রিয়াও জানালেন স্কাই। তাঁর কথায়, ‘ এর জন্য দরকার একটু ধৈর্য,আত্মবিশ্বাস আর চালাকি। প্রথমে ধৈর্য দিতে হবে। তাঁরপর ফুটওয়ার্কের মশলা দিতে হবে। এরপর আত্মবিশ্বাস আর টাইমিংয়ের পাওডার দিতে হবে। কারণ ক্রিকেটে টাইমিং আর আত্মবিশ্বাস ঠিকঠাক থাকলেই ভালো ফল পাওয়া যায়। এরপর এদেরকে ট্রেনিংয়ের ওভেনে ঢোকাতে হবে, তাহলেই দেখতে পাওয়া যাবে ময়দানে তাঁদের জাদু। এভাবেই তৈরি হবে আমাদের ব্যাটার’।