রবিবার গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ টি-২০ ম্যাচ রয়েছে। তার আগে নেটে প্রস্তুতি জোর দিলেন ভারতীয় ক্রিকেটাররা। বোলিং-ব্যাটিং-ফিল্ডিং কোনও বিভাগেই খামতি রাখতে নারাজ কোচ গৌতম গম্ভীর। তবে ক্রিকেটাররা এই অনুশীলনকে বেশ মজার ছলেই নিচ্ছেন। সম্প্রতি বিসিসিআই-এর তরফে প্রকাশ করা এক ভিডিয়োতে তেমনই দেখা গেল। দেশকে টি-২০ বিশ্বকাপ দেওয়ার পর এই ফরম্যাট থেকে অবসর নেন রোহিত শর্মা। দলের নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব। তাঁর অধিনায়কত্বে শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করে ভারত। এখন সূর্যকুমারের লক্ষ্য বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয়।
ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে নেটে ব্যাট হাতে অনুশীলন করছেন ভারতের ক্রিকেটাররা। সেখানে রয়েছেন ওয়াশিংটন সুন্দর, রিঙ্কু সিং-রা। বেশ কিছু বড় শট খেলার প্রয়াস করতে দেখা যাচ্ছে তাঁদের। সামনেই দাঁড়িয়ে রয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি বেশে মজা নিচ্ছেন অনুশীলনের। একই সঙ্গে প্রশংসা করছেন ক্রিকেটারদের। সেখানেই ওয়াশিংটন সুন্দরকে ‘গাব্বা’ বলে সম্বোধন করেন সূর্যকুমার। এই নাম শুনে বেশ মজা পেয়েছেন নেটিজেনরা। সূর্যকুমারকে ‘নাজাকাত সে’, ‘ব্রুটাল শট’ ইত্যাদি বলে ক্রিকেটারদের প্রশংসা করতেও দেখা যায়। সব মিলিয়ে বেশ চনমনে ভারতীয় শিবির। এই ভিডিয়ো প্রমাণ করে ভারতীয় ক্রিকেটের অন্দরে বর্তমানে ক্রিকেটারদের মধ্যে কত ভালো সম্পর্ক রয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে যে ভারত পাওয়ার হিটিংয়ে ফোকাস করছে তা এই ভিডিয়ো থেকে স্পষ্ট। তবে গোয়ালিয়রের এই মাঠে দীর্ঘ ১৪ বছর পর কোনও ম্যাচ অনুষ্ঠিত হবে। নবরূপে নির্মাণের পর এটিই প্রথম ম্যাচ। এই কারণে পিচ সম্পর্কে সেই রকম কোনও ধারণা নেই ক্রিকেটারদের। তাই নেট প্র্যাক্টিস করে পিচ বুঝে নেওয়ার চেষ্টায় দু’দলের ক্রিকেটাররা। উল্লেখ্য, ভারত-বাংলাদেশ নিজেদের মধ্যে ২টি টেস্ট এবং ৩টি টি-২০ ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছিল। টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। প্রথম টেস্টে ২৮০ রানের জয়ের পর দ্বিতীয় টেস্টেও ৭ উইকেটে জয় পায় রোহিতরা। এখন টার্গেট টি-২০ সিরিজ। টেস্ট ক্রিকেট এবং টি-২০ ক্রিকেট যে সম্পূর্ণ আলাদা তা ভালোভাবেই জানেন কোচ গৌতম গম্ভীর, তাই কোনও ধরণের খামতি রাখতে নারাজ। টাইগারদের সহজ ভাবে নিতে চাইছে না ভারত। তাই শুধুই ফোকাস কঠোর অনুশীলনে। রবিবার গোয়ালিয়রে প্রথম টি-২০ ম্যাচটি জিততে মরিয়া সূর্যকুমার যাদবও, তাই সেই লক্ষ্যে এগিয়ে চলেছে দল।