বাংলা নিউজ > ক্রিকেট > India's best fielder in WC Final: কেউ নমিনেশনই পেল না, সোজা SKY-কে সেরা ফিল্ডারের পদক দিলেন ‘সম্মানীয় নেতা’ জয় শাহ

India's best fielder in WC Final: কেউ নমিনেশনই পেল না, সোজা SKY-কে সেরা ফিল্ডারের পদক দিলেন ‘সম্মানীয় নেতা’ জয় শাহ

জয় শাহের থেকে সেরা ফিল্ডারের পদক পাওয়ার পরে সূর্যকুমার যাদব। (ছবি সৌজন্যে BCCI)

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সেরা ফিল্ডারের মেডেল পেলেন সূর্যকুমার যাদব। ডেভিড মিলারের সেই অবিশ্বাস্য ক্যাচ ধরার জন্য তাঁকে সেরা ফিল্ডারের মেডেল পরিয়ে দেন ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ। উচ্ছ্বাসে ভেসে যান সূর্য-সহ ভারতীয় ক্রিকেটাররা।

অন্যদিন 'নমিনেশন' থাকে। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সূর্যকুমার যাদব যে ক্যাচটা নেন, তাতে ‘নমিনেশন’ রাখলে বেকারই সময় নষ্ট করা হত। ওই সময় বরং বিশ্বকাপ জয়ের জন্য উচ্ছ্বাসে মেতে ওঠা ঢের ভালো বিকল্প। আর সেই বিকল্পই বেছে নিলেন ভারতীয় দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। কোনও নমিনেশনই রাখলেন না। কোনও সময় নষ্ট না করে সেরা ফিল্ডার হিসেবে একদম সোজাসুজি সূর্যের নাম ঘোষণা করে দিলেন। তাঁকে সেরা ফিল্ডারের মেডেল পরিয়ে দেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসআই) তথা ‘সম্মানীয় নেতা’ সচিব জয় শাহ। আর সেই মেডেল পাওয়ার পরে সূর্য বলেন, ‘জয় স্যারের থেকে এই মেডেলটা নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য দিলীপ স্যারকে ধন্যবাদ।’ তারপর বিশ্বকাপ জয়ের মেডেল এবং সেরা ফিল্ডারের পদক দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। মেডেলে চুমুও খেয়ে নেন সূর্য। বাকিরা মেতে ওঠেন তুমুল উচ্ছ্বাসে।

'থ্যাঙ্ক ইউ' সূর্য, ১৯ নভেম্বরে পরিণত হল না ২৯ জুন

আর ২৯ জুন যে দৃশ্যটার সাক্ষী থাকল পুরো বিশ্ব, সেটা ২০২৩ সালের ১৯ নভেম্বরও দেখার আশায় বিভোর ছিলেন সকলে। কিন্তু বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ায় সেদিনের ভারতীয় ড্রেসিংরুমটা পুরোপুরি থমথমে হয়েছিল। আগের ১০টি ম্যাচে যেভাবে সেরা ফিল্ডারের মেডেল নিয়ে ভারতীয় খেলোয়াড়রা উচ্ছ্বাসে ভেসে গিয়েছিলেন, সেটা ফাইনালের পরে দেখা যায়নি। একটা হালকা হাসি ছিল সকলের মুখে। হালকা হাততালি দিয়েছিলেন তাঁরা। 

আরও পড়ুন: Bumrah hugs wife Sanjana: অনেক হয়েছে ইন্টারভিউ! বউকে জড়িয়ে ধরে আলিঙ্গন বুমরাহের, লজ্জা পেয়ে হাসি সঞ্জনার

২৯ জুনও হয়ত সেটার পুনরাবৃত্তি হতে পারত, যদি না ওই ক্যাচটা ধরতেন ‘সেরা ফিল্ডার’ সূর্য। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে জয়ের জন্য শেষ ওভারে ১৬ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। ডেভিড মিলারের আয়ত্তের বাইরে বলটা রাখতে গিয়ে ফুলটস দিয়ে বসেন হার্দিক পান্ডিয়া। ঠিকভাবে টাইমিং করতে না পারলেও মিলার নিশ্চিতভাবে ভেবেছিলেন যে তিনি ছক্কা পেয়ে গিয়েছেন। কিন্তু সূর্যের অবিশ্বাস্য ফিল্ডিংয়ে আউট হয়ে যান তিনি।

আরও পড়ুন: Row over SKY catch: মিলারের ক্যাচ ধরার সময় বাউন্ডারি লাইনে পা ঠেকে গিয়েছিল সূর্যের? দাবি SA ফ্যানদের

SKY-র অবিশ্বাস্য ক্যাচ

মিলারের শটটা ঠিক বাউন্ডারি লাইনের ওপারে পড়ার আগে দৌড়ে এসে বলটা ধরে নেন সূর্য। কিন্তু বাউন্ডারি লাইনের এত কাছে ছিলেন যে শরীরের মুভমেন্ট তাঁকে সেদিকে টেনে নিয়ে যাচ্ছিল। বাউন্ডারি লাইনের বাইরে চলে যাবেন বুঝতে পেরে ডানহাত দিয়ে বলটা শূন্যে ভাসিয়ে দেন। ঢুকে যান বাউন্ডারি লাইনের ভিতরে। তারপর লাফিয়ে বাউন্ডারি লাইন থেকে বেরিয়ে এসে দুর্দান্ত ক্যাচ ধরেন। সেই অবিশ্বাস্য ক্যাচের সুবাদে ড্রেসিংরুমে ফিরে যেতে হয় মিলারকে। সেখান থেকে দক্ষিণ আফ্রিকার জয়ের সব আশা শেষ হয়ে যায়।

আরও পড়ুন: Hardik emotional speech after T20 WC: গত ৬ মাস আমার সঙ্গে অন্যায় হয়েছে, ১টাও কথা বলিনি, পতাকা হাতে আবেগতাড়িত হার্দিক

ক্রিকেট খবর

Latest News

মানুষের হাসপাতালে তৃণমূল নেতার কুকুরের চিকিৎসা! বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর মা হওয়ার গুঞ্জনের মাঝেই একসঙ্গে লাঞ্চ ডেটে রাজকুমার রাও ও পত্রলেখা... ‘আমি চিটিংবাজ নই’, নিজের হোটেলে বসেই গলা চড়ালেন নন্দিনী দিদি, কেন বললেন এমন কথা একটা জাস্টিস পাওয়ার জন্য আমি বাংলার মানুষের সঙ্গে অবিচার করতে পারি না: দেব পর্দার পেছনে ডার্ক লর্ড! চালান স্বাস্থ্যভবন,কে সেই প্রভাবশালী? বিস্ফোরক শুভেন্দু 'এখনই প্রতিরোধ না হলে আরও অনেক তিলোত্তমাকে এভাবে চলে যেতে হতে পারে' আনোয়ার তুমি কার! সকালে ইস্টবেঙ্গলে, দুপুরে মোহনবাগানে! রাজধানীতে চূড়ান্ত নাটক… United Arab Emirates Women বনাম Zimbabwe Women ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? ব্যবসায়ীদের আর্জি খারিজ, চাহিদার কথা জানিয়ে ইলিশ রফতানিতে না বাংলাদেশ সরকারের ওষুধ দিয়ে সঞ্জয়ের পেট থেকে কথা বের করতে চাইছিল CBI! এই নারকো টেস্ট হয়েছিল কাসভের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.