আইসিসির টি-২০ ব্যাটারদের ক্রমতালিকায়, শেষ কয়েক মাস ধরে টানা শীর্ষে রয়েছেন ভারতের ডানহাতি ব্যাটার সূর্যকুমার যাদব। ভক্তরা তাঁকে আদর করে 'স্কাই' বলে ডাকেন। চলতি টি-২০ বিশ্বকাপে আইসিসির বিচারে শীর্ষ ব্যাটার সূর্যর উপর প্রত্যাশার চাপ রয়েছে প্রবল। গ্রুপ পর্বে তিনি আমেরিকার বিরুদ্ধে ম্যাচে নিউ ইয়র্কের কঠিন উইকেটে অর্ধশতরান করে ফর্মে থাকার একটা ইঙ্গিত দিয়েছিলেন। সুপার এইট পর্বের প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিরুদ্ধে এক মারকাটারি ইনিংস খেলে তিনি বুঝিয়ে দিলেন টি-২০ ফর্ম্যাটে কতটা গুরুত্বপূর্ণ ব্যাটার তিনি। আর বৃহস্পতিবারের এই ইনিংস খেলে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এক অনন্য নজির গড়ে ফেলেছেন সূর্য। পিছনে ফেলে দিয়েছেন শাহিদ আফ্রিদি, এবি ডি'ভিলিয়ার্সের মতো তারকাদের।
আরও পড়ুন: আফগানিস্তানের বিরুদ্ধে কালো আর্মব্যান্ড পরে খেলতে নেমেছেন রোহিতরা, কিন্তু কেন?
এদিন ব্রিজটাউন কেনসিংটন ওভালে সুপার এইটের ম্যাচে ভারত মুখোমুখি হয়েছিল আফগানিস্তানের। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত। আর প্রথম ইনিংসে ব্যাট করে টি২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি স্ট্রাইক রেটে রান করার নজির গড়েছেন সূর্যকুমার যাদব। এদিন ভারতের ব্যাটিং অর্ডারে চার নম্বরে ব্যাট করতে আসেন তিনি। এসেই প্রথম থেকে বিধ্বংসী মেজাজে ব্যাটিং শুরু করেন তিনি। মাত্র ২৮ বলে ৫৩ রানের একটি মারকাটারি ইনিংস উপহার দিয়েছেন তিনি। তিনি এদিন ব্যাট করেছেন ১৮৯.২৮ স্ট্রাইক রেটে। তবে টি২০ বিশ্বকাপে প্রথম ইনিংসে সূর্য ১৮৩ স্ট্রাইক রেটে রান করার নজির গড়েছেন। সেই সঙ্গে তিনি ছাপিয়ে গিয়েছেন সকলকে।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে অনন্য নজির ফারুকির, ভাঙলেন ১০ বছর আগের রেকর্ডও
টি২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম ইনিংসে ব্য়াট করতে নেমে অন্তত ১৫০ বল খেলা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইকরেটের রেকর্ডের মালিক সূর্যকুমার যাদবই। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শহিদ আফ্রিদি। প্রথম ইনিংসে ব্যাট করার সময়ে তাঁর স্ট্রাইক রেট ছিল ১৬৪। ১৫৩ স্ট্রাইক রেটে ব্যাট করে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন এবি ডি'ভিলিয়ার্স। চতুর্থ স্থানে থাকা জস বাটলারের স্ট্রাইক রেট ১৪৯। তাঁর সঙ্গে যুগ্ম ভাবে চতুর্থ স্থানে রয়েছেন স্বদেশীয় কেভিন পিটারসেন। এদিন আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে সূর্যকুমার যাদবের ইনিংস সাজানো ছিল পাঁচটি চার এবং তিনটি ছয়ে। ফজলহক ফারুকির বলে মারতে গিয়ে তিনি মহম্মদ নবির হাতে ক্যাচ দিয়ে আউট হন। মূলত তাঁর ইনিংসে ভর করেই ভারত এদিন ৮ উইকেটে ১৮১ রান করে। জবাবে ১৩৪ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। ফলে ৪৭ রানের বড় ব্যবধানে জিতে সুপার এইটের যাত্রা শুরু করল ভারত। তাদের পরবর্তী ম্যাচ রয়েছে ২২ জুন বাংলাদেশের বিরুদ্ধে।