বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের আগে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রায় সব তারকাকেই দলীপ ট্রফিতে নামানোর সিদ্ধান্ত নেয় বিসিসিআই। বাংলাদেশ সিরিজের আগে প্রস্তুতি তো বটেই, সেই সঙ্গে কয়েকটি জায়গার জন্য একাধিক দাবিদারের মধ্যে কে যথাযথ হবেন, তা যাচাই করাই উদ্দেশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের।
তবে দলীপ ট্রফিতে নামার আগেই লাল বলের ক্রিকেটে প্রাক মরশুম প্রস্তুতির জন্য সূর্যকুমার যাদব মাঠে নামেন বুচি বাবু আমন্ত্রণী টুর্নামেন্টে। মুম্বইয়ের হয়ে মাঠে নেমে সেই প্রস্তুতি মঞ্চেই চোট পেয়ে বসেন সূর্যকুমার। ফলে দলীপের প্রথম রাউন্ডের ম্যাচে মাঠে নামা হচ্ছে না টিম ইন্ডিয়ার নতুন টি-২০ ক্যাপ্টেনের।
সূর্যকুমারকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং তিনি বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন বলে খবর ইএসপিএন ক্রিকইনফোর। অবশ্য বিসিসিআইয়ের তরফে সূর্যকুমারের ছিটকে যাওয়ার কথা এখনও জানানো হয়নি। সঙ্গত কারণেই এখনও দলীপে তাঁর পরিবর্ত ক্রিকেটারের নাম ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য, জাতীয় নির্বাচকরা দলীপ ট্রফির জন্য প্রাথমিকভাবে তারকাখচিত চারটি স্কোয়াড ঘোষণা করে। তবে ধীরে ধীরে সেই জৌলুস কমছে বলা যায়। কেননা অসুস্থতার জন্য দলীপের প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ সিরাজ ও উমরান মালিক। প্রথম রাউন্ডের ম্যাচ থেকে সরিয়ে নেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকে। এবার চোটের জন্য ছিটকে গেলেন সূর্যকুমার।
অবশ্য সিরাজ ও উমরানের পরিবর্ত ক্রিকেটারের নাম জানিয়ে দিয়েছেন জাতীয় নির্বাচকরা। সিরাজের বদলে বি-টিমে ঢুকেছেন নভদীপ সাইনি। উমরানের বদলে সি-টিমে ঢুকেছেন গৌরব যাদব। যদিও জাদেজার কোনও পরিবর্ত ঘোষণা করা হয়নি। সূর্যকুমারের রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন সি-টিমের হয়ে দলীপের প্রথম রাউন্ডের ম্যাচে মাঠে নামার কথা ছিল।
গত সপ্তাহে বুচি বাবু টুর্নামেন্টে মুম্বইয়ের হয়ে তামিলনাড়ুর বিরুদ্ধে মাঠে নামেন সূর্যকুমার যাদব। তিনি প্রথম ইনিংসে আগ্রাসী মেজাজে ৩০ রান করে সাজঘরে ফেরেন। তবে চোটের জন্য দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেননি তিনি। সূর্য ম্যাচে এক ওভার হাতও ঘোরান।
সূর্যকুমার ভারতের টি-২০ ক্যাপ্টেন্সি হাতে পেলেও টেস্টে কামব্যাক করাই তাঁর লক্ষ্য। যদিও তিনি এক বছরের বেশি সময় ধরে লাল বলের ক্রিকেটে মাঠে নামেননি। সেই কারণেই এবছর বুচি বাবু টুর্নামেন্ট থেকেই প্রস্তুতি শুরু করার সিদ্ধান্ত নেন তিনি। যদিও শুরুতেই চোটের জন্য ধাক্কা খায় তাঁর লাল বলের ক্রিকেটের প্রস্তুতি।