শুভব্রত মুখার্জি:- ভারতীয় ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটেও এই মুহূর্তে সাদা বলের ফর্ম্যাটে, ৩৬০ ডিগ্রি ক্রিকেটার বলতে যাকে বোঝায় তিনি সূর্যকুমার যাদব। সম্প্রতি ভারতীয় টি-২০ দলের অধিনায়কত্বও পেয়েছেন তিনি। জানা গেল এবার ভারতীয় টি-২০ দলের অধিনায়ক ঘরোয়া ক্রিকেটে ঐতিহ্যবাহী বুচিবাবু টুর্নামেন্টে মুম্বইয়ের হয়ে খেলবেন তিনি। তবে দলের অধিনায়কত্ব তিনি করবেন না। তিনি এই বিষয়টি নিয়ে নির্বাচকদের সঙ্গেও কথা বলেছেন। তাদেরকে অনুরোধ করেছেন যাতে দলের অধিনায়ক হিসেবে কিপার ব্যাটার সরফরাজ খানকেই রাখা হয়।বুধবার মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচক কমিটির প্রধান সঞ্জয় পাতিলের সঙ্গে তাঁর কথা হয়েছে। সেখানেই তিনি নাকি সঞ্জয় পাতিলকে এই অনুরোধ করেছেন।
আরও পড়ুন… PAK vs BAN Test Series: কাটা হল শাহিন আফ্রিদির ডানা! দল থাকলেও টেস্টের সহ-অধিনায়ক হলেন সউদ শাকিল
বুচিবাবুর জন্য ইতিমধ্যেই ১৭ সদস্যের মুম্বই দল ঘোষণা করা হয়েছে। সরফরাজ খানের নেতৃত্বে এই ঘরোয়া টুর্নামেন্টে মুম্বই তাদের অভিযান শুরু করছে ১৫ অগস্ট। এই বিষয়ে বলতে গিয়ে সূর্যকুমার যাদব জানিয়েছেন, ‘আমি বুচিবাবু টুর্নামেন্টে খেলছি। কারণ এখানে খেললে তা আমার জন্য খুব ভালো অনুশীলন হবে। আমি ২৫ তারিখে মুম্বই দলের সঙ্গে যোগ দেব। মুম্বইয়ের হয়ে খেলতে আমি সব সময়ে ফ্রি। মুম্বইয়ের ক্লাব দলের জন্যও চিত্রটা এক।’ আশা করা হচ্ছে ২৭ সেপ্টেম্বরের ম্যাচে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে খেলবেন তিনি। সালেমে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্তা জানিয়েছেন, ‘ও (সূর্য) আমাদেরকে জানিয়েছে যে বুচিবাবু টুর্নামেন্টে ও মুম্বইয়ের হয়ে খেলতে রাজি। মুম্বইয়ের যে স্কোয়াড তাতে ওঁর নাম নথিভুক্ত করব। সূর্য যখন ফ্রি থেকেছে তখনই ও আমাদের হয়ে ঘরোয়া টুর্নামেন্টে খেলেছে। সত্যি বলতে একমাত্র ক্রিকেটার যিনি ক্লাব ম্যাচে মুম্বই ময়দানেও খেলেন।’ শ্রীলঙ্কা সিরিজের পরে প্রায় এক মাসের আন্তর্জাতিক বিরতি পাচ্ছে ভারতীয় দল। ফলে এই সময়ে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা দিলীপ ট্রফি খেলতে দেখতে পাওয়া যেতে পারে ভারতীয় দলের তারকা ক্রিকেটারদের। সাধারণত এই বুচিবাবু টুর্নামেন্টের হাত ধরেই সূচনা হয় ঘরোয়া ক্রিকেটের মরশুমের।