বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজের আগে জোর কদমে প্রস্তুতি চলছে ভারতীয় শিবিরে। চেন্নাইয়ে প্রথম ম্যাচের আগে নিজের বোলিংকে আরও উন্নত করায় মনোনিবেশ করেছেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে অনুরাগীদের উদ্দেশে সেই ছবি পোস্ট করেছিলেন তিনি। এবার তা নিয়ে মজা করলেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তিনি জসপ্রীতের ব্যাটিংয়ের ছবি দেখার জন্য অপেক্ষায় রয়েছে বলে জানান। সূর্যকুমার যাদব পোস্টে কমেন্ট করে লেখেন, ‘আহ্হ্হ….. ব্যাটিংয়ের ছবি দেখার জন্য মুখিয়ে আছি’।
জসপ্রীত বুমরাহ দীর্ঘদিন পর ফের জাতীয় দলের হয়ে খেলবেন। শেষ জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছিলেন তিনি। উল্লেখ্য, ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ চ্যাম্পিয়ন হয়। এই জয়ের পিছনে জসপ্রীতের অবদান ছিল বিরাট। তাঁর অসামান্য পারফরম্যান্সের জন্য তিনি বিশ্বকাপের মঞ্চে প্লেয়ার অফ দ্য সিরিজ নির্বাচিত হন। প্রায় ২ মাস ছুটি কাটিয়ে ফের দেশের জার্সি গায়ে চাপাবেন বুমরাহ। যদিও প্রথমে শোনা যাচ্ছিল বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে হয়তো দেখা যাবে না তাঁকে খেলতে, কিন্তু পরবর্তীতে দলে রাখা হয়। এখনও পর্যন্ত ভারত লাগাতার ১০টি টেস্ট ম্যাচ খেলবে এই মরশুমে বলে খবর। প্রথমে বাংলাদেশের বিরুদ্ধে ২টি, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩টি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫টি টেস্ট খেলবে। এই ক্ষেত্রে জসপ্রীতের ভূমিকা যে উল্লেখযোগ্য হবে তা বলার থাকে না। শামি চোটের কারণে বাইরে থাকায় তাঁর উপর যে বাড়তি দায়িত্ব থাকতে চলেছে তা বলাইবাহুল্য।
আসন্ন ১০টি টেস্ট ম্যাচ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারত বর্তমানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে শীর্ষ স্থানে রয়েছে। আগামীতেও তারা সেই স্থান ধরে রাখতে চাইবে। তাই বাংলাদেশের বিরুদ্ধেও বেশ শক্তিশালী দল বেছে নিয়েছে ভারত। জসপ্রীত ছাড়াও দলে বিরাট কোহলি, রোহিত শর্মা, জাদেজা এবং আশ্বিনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন। একই সঙ্গে দলে সুযোগ পেয়েছেন কেএল রাহুল ও ঋষভ পন্ত। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজ হারার পর এবার ঘুরে দাঁড়ানোর পালা ভারতের কাছে। কোচ হিসেবে গম্ভীরের কাছেও এটি একটি নতুন চ্যালেঞ্জ। দলের দায়িত্ব গ্রহণের পর এটাই তাঁর প্রথম টেস্ট ম্যাচ।