শনিবার চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস ম্যাচে ২ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া। ১৬৬ রান তাড়া করতে নেমে বেশ সমস্যায় পড়ে সঞ্জু স্যামসনরা। তবে এদিনের ম্যাচে ব্যাট হাতে অনবদ্য পারফরম্যান্স করেন তিলক বর্মা। এই ২২ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটার ৫৫ বলে ৭২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। আর এই তরুণ ক্রিকেটারের সেই অবদানকে কুর্নিশ জানান অধিনায়ক সূর্যকুমার যাদব। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। এদিনও নিজেদের দাপট অব্যাহত রেখেছিল বরুণ চক্রবর্তী-অক্ষর প্যাটেলরা। যেই কারণে ২০ ওভারের শেষে মাত্র ১৬৫ রান তুলতেই সক্ষম হয় ইংল্যান্ড।
রান তাড়া করতে নেমে বেশ সমস্যায় পড়ে ভারত। শুরুতেই অল্প রানে আউট হয়ে যান দুই ওপেনার- অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। ৩ নম্বরে ব্যাট করতে আসেন তিলক বর্মা। একটা এন্ডে শক্ত হাতে হাল ধরে রাখেন তিনি। অপর এন্ড থেকে উইকেট পড়তে থাকে নিয়মিত। রান করতে ব্যর্থ হন ধ্রুব জুরেল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়ারা। মাঝে ষষ্ঠ উইকেটের জন্য গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন তিলক এবং ওয়াশিংটন। ১৯ বলে ২৬ রান করেন ওয়াশিংটন। এরপর শেষে রবি বিষ্ণোইয়ের সঙ্গে মিলে দলকে জয়ের পথে নিয়ে যান তিলক বর্মা। ম্যাচ শেষে তিলকের এই লড়াইকে সম্মান জানান অধিনায়ক সূর্যকুমার। একটি ভিডিয়োতে দেখা যায় ম্যাচ শেষে এই বাঁ-হাতি ব্যাটারের সামনে গিয়ে মাথানত করে কুর্নিশ জানাচ্ছেন সূর্য। তিলকও পাল্টা মাথানত করে সম্মান জানাচ্ছেন দলের অধিনায়ককে।
এই সময়ে কমেন্ট্রিতে থাকা হর্ষ ভোগলে বলেন যে দক্ষিণ আফ্রিকা সিরিজে তিলক গিয়ে সূর্যকে বলেছিলেন যে তিনি তিন নম্বরে ব্যাট করতে চান। সূর্যকুমার অবলীলায় সেই আবদার পূর্ণ করেন তরুণ ব্যাটারের। উল্লেখ্য, এর আগে তিন নম্বের নামতেন সূর্য। খুব সফলও হয়েছেন, কিন্তু নিজের জুনিয়রের মনের ইচ্ছা পূর্ণ করতেন সেই জায়গাটি ছেড়ে দিতে তিনি দ্বিতীয়বার ভাবেননি।
ম্যাচ শেষে তিলকের প্রশংসা করে সূর্য বলেন, ‘আমি খুশি তিলক যেই ভাবে ব্যাট করেছে তা দেখে। ওর মতো এমন একজনকে দায়িত্ব নিতে দেখে ভালো লাগছে।’ উল্লেখ্য, টি-২০ ক্রিকেটে অসাধারণ ফর্মে রয়েছেন তিলক বর্মা। শেষ ৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে অপরাজিত ছিলেন তিনি। শেষ ৪টি কুড়ি ওভারের ম্যাচে ৩১৮ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটার। ৪ ইনিংসে তাঁর সংগ্রহ যথাক্রমে ১০৭*, ১২০*, ১৯* এবং ৭২*। ম্যাচ শেষে তিনি এই জন্য গৌতম গম্ভীরকে ধন্যবাদ জানান। তিলক জানিয়েছিলেন যে কোচের পেপ টকেই কামাল করে দেখিয়েছেন তিনি। এনিয়ে ৫ ম্যাচের টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। এর আগে ইডেনে ৭ উইকেটে জয় পেয়েছিল সূর্যরা। ভারতের পরবর্তী ম্যাচ রয়েছে ২৮ জানুয়ারি, বুধবার।