সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে দুরন্ত ব্যাটিং পঞ্জাব কিংসের নতুন ক্রিকেটার সূর্যাংশ শেডগের। বুধবার কোয়ার্টার ফাইনালে বিদর্ভের মুখোমুখি হয়েছিল মুম্বই। সেখানেই দুরন্ত ব্যাটিং করেন এই তরুণ ক্রিকেটার। বিধ্বংসী মেজাজে ব্যাট হাতে ১২ বলে ৩৬ রান করেন তিনি। এবার IPL ২০২৫-এর মেগা অকশনে সূর্যাংশকে ৩০ লক্ষ টাকার বিনিময় কেনে প্রীতি জিন্টার দল। কোয়ার্টার ফাইনালে শুরুতে ব্যাট করে বিদর্ভ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২২১ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে মুম্বই। তাদের হয়ে ভীত গড়ে দেন অজিঙ্কা রাহানে। ৪৫ বলে ৮৪ রান করেন তিনি। এছাড়াও ২৬ বলে ৪৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন পৃথ্বী শ।
এতো মারকাটারি ব্যাটিংয়ের পরেও শেষ ২৯ বলে ৬৫ রান বাকি ছিল মুম্বইয়ের। এরকম অবস্থায় ১৬ তম ওভারে আউট হয়ে যান রাহানে। তখনই ব্যাট হাতে ক্রিজে আসেন সূর্যাংশ। শুরু থেকেই দুরন্ত ছন্দে দেখা যায় তাঁকে। ১৭ তম ওভারে তিনি ৫ বল খেলেন, যেখানে ৩টি ছক্কা হাঁকান এবং একটি চার মারেন। মুম্বইয়ের জয়ের জন্য তখন প্রয়োজন ছিল ১২ বলে ৩০ রানের। এরপর ১৮ তম ওভারে ব্যাট হাতে জ্বলে ওঠেন শিবম দুবে, যিনি টি-২০ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। তিনি ওভারে দুটি ছক্কা মারেন, এরপর ১৯ তম ওভারের প্রথম বলেও একটি চার মারেন। তারপর শেষে ৪ মেরে মুম্বইকে জয় এনে দেন সূর্যাংশ।
সূর্যাংশ কে?
২১ বছর বয়সী মুম্বইয়ের ব্যাটারের এই বছরের শুরুতে ইডেন গার্ডেন্সে বাংলার বিরুদ্ধে ম্যাচে দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল। অক্টোবরে চলতি রঞ্জি ট্রফি টুর্নামেন্টে ত্রিপুরার বিরুদ্ধে ৯৯ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। এরপরেই জনপ্রিয় হয়ে ওঠেন শেডগে। এরপরে ঘরের মাঠে ওড়িশার বিরুদ্ধে অপরাজিত ৭৯ রানও করেছিলেন তিনি। যদিও লাল-বলের ফরম্যাটে শুরুটা ঠিক ছিল না তাঁর। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খারাপ শুরু করেছিলেন তিনি। তবে শেষ দুটি ম্যাচে ভালো খেলেছেন তিনি। বিদর্ভের বিরুদ্ধে ম্যাচের আগে রাউন্ড অফ ১৬-এ অন্ধ্রের বিরুদ্ধে ৮ বলে ৩০* রান করে অধিনায়ক এবং ম্যানেজমেন্টের বিশ্বাসের প্রতিদান দেন এই যুব তারকা। সেই ম্যাচেও ২০০ রান তাড়া করতে হয়েছিল মুম্বইকে। ধীরে ধীরে প্রত্যাশার পারদ চড়বে, কীভাবে তিনি সামাল দেন সেটাই দেখার।