কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আইপিএল জিততেই বিরিয়ানিতে আলু রেখে দিল সুইগি। যে ‘আলু’ নিয়ে ‘লড়াইটা’ ফাইনালের আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। অনেকে তো বলতে শুরু করেছিলেন, আইপিএল ট্রফিটা তো স্রেফ বাহানা। আসল লড়াইটা বিরিয়ানিতে ‘আলু’ থাকা নিয়ে। আর সেই বিষয়টির রেশ ধরেই বিরিয়ানিতে কলকাতার ‘প্রিয়’ আলু রেখে দিয়েছেন সুইগি। তবে শুধু সুইগি নয়, কেকেআর আইপিএল জেতার পরেই একাধিক সংস্থার তরফে মজাদার মন্তব্য করা হতে পারে। সেরকমই মজা করে জোম্যাটো মিষ্টি খাইয়ে মিচেল স্টার্ককে আনফিট করে তোলার পরামর্শ দিল, যাতে তিনি বিশ্বকাপে নামতে না পারেন।
আরও পড়ুন: SRK hugs Suhana: কেকেআর জিততেই ছেলেমেয়েদের জড়িয়ে কান্না শাহরুখের! ‘এবার খুশি তো?’ বাবাকে বলল সুহানা
বিভিন্ন সংস্থার তরফে কী কী বলা হল?
জোম্যাটোর তরফে বলা হয়, 'কলকাতা, দয়া করে স্টার্ক এতই মিষ্টি খাইয়ে দাও যে বিশ্বকাপের ফিটনেস টেস্টে পাশ করতে না পারেন।' ব্লিঙ্কইটের তরফে আবার রসগোল্লার ছবি পোস্ট করে লেখা হয়, 'কেকেআরকে (মিষ্টি) ডেলিভারি দেওয়ার জন্য আমাদের ছেলেরা বেরিয়ে পড়েছেন।' অপর সংস্থা জেপটোর তরফে বলা হয়, 'স্কোয়াড: পার্পলের রাইডার্সরা। অর্ডার: কাপ। স্টেটাস: ডেলিভারড।'
তারইমধ্যে কলকাতার 'দিল'-টা ছোঁয়ার চেষ্টা করেছে সুইগি। কেকেআরের প্রাক্তন টিম ডিরেক্টর জয় ভট্টাচার্যের টুইটের (আপনার বিরিয়ানিতে আলু থাকবে) রেশ ধরে অনলাইন ফুড ডেলিভারি সংস্থার তরফে বিরিয়ানির ছবি পোস্ট করা হয়। লেখা হয়, ‘সংবেদনশালী কনটেন্ট। এই রিলটা সানরাইজার্স ফ্যানদের হতাশ করে দিতে পারে।’ আর রিলে দেখা যায় যে বিরিয়ানির মধ্যে একাধিক আলু রেখে দেওয়া হচ্ছে।
কেকেআরের আইপিএল জয়
২০১২ সাল এবং ২০১৪ সালের পরে তৃতীয়বার আইপিএল জিতল কেকেআর। রবিবার চিপকে প্রথমে ব্যাট করে ১৮.৩ ওভারে ১১৩ রানে অল-আউট হয়ে যায় সানরাইজার্স হায়দরাবাদ। তিনটি উইকেট পান আন্দ্রে রাসেল। দুটি করে উইকেট নেন মিচেল স্টার্ক এবং হর্ষিত রানা। একটি করে উইকেট পান বৈভব অরোরা, সুনীল অরোরা এবং বরুণ চক্রবর্তী। জবাবে ৫৭ বল বাকি থাকতেই জিতে যায় কেকেআর। ২৬ বলে অপরাজিত ৫২ রান করেন বেঙ্কটেশ আইয়ার। প্রথম কোয়ালিফায়ারের মতোই ম্যাচের ফাইনালের সেরা নির্বাচিত হয়েছেন স্টার্ক।