সোমবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালের ছবিটা পরিষ্কার হয়ে গেল। কোন আটটি দল শেষ আটে উঠল সেই ছবিটা সামনে এসে গেছে। এর পাশাপাশি কোন দল কার বিরুদ্ধে খেলতে নামবে তাও জানা গিয়েছে এদিন। চলুন দেখে নেওয়া যাক কোন দল কাদের বিরুদ্ধে খেলতে নামবে।
বারোদা বনাম বাংলা (Baroda vs Bengal)
প্রাথমিক কোয়ার্টার ফাইনালে বাংলা জিতেছে ৩ রানে। চণ্ডীগড়ের বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনাল ম্য়াচে তিন রানে জিতেছে বাংলা। টস জিতে প্রথমে বাংলাকে ব্যাট করার আমন্ত্রণ জানায় চণ্ডীগড়। বাংলা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৯ রান তোলে। লক্ষ্য তাড়া করতে গিয়ে চণ্ডীগড় ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৫৬ রান করতে পারে। শামি চার ওভারে ২৫ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন। ব্যাট হাতে ১৭ বলে ৩২ রানের ইনিংস খেলেছিলেন মহম্মদ শামি। কোয়ার্টার ফাইনালে বাংলার মুখোমুখি হবে বারোদা। গ্রুপ ‘বি’-র গ্রুপ লিগ থেকেই কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েগিয়েছিল বারোদা।
আরও পড়ুন… ১৩ বছরের বাচ্চা কি এমন ছক্কা মারতে পারে? বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে পাক প্রাক্তনীর প্রশ্ন
দিল্লি বনাম উত্তর প্রদেশ (Delhi vs Uttar Pradesh)
প্রাথমিক কোয়ার্টার ফাইনাল ম্যাচে অন্ধ্রকে চার উইকেটে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৪-এর কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে উত্তর প্রদেশ। ভুবনেশ্বর কুমারের নেতৃত্বে এই দলের হয়ে ২৭ রান করে অপরাজিত ছিলেন রিঙ্কু সিং। কিন্তু বিপ্রজ নিগম অত্যন্ত বিস্ফোরক প্রমাণিত হন। শেষ ওভারগুলোতে বিপ্রজ মাত্র ৮ বলে ২৭ রানের ইনিংস খেলে ইউপির জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এখন ১১ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে দিল্লির মুখোমুখি হবে উত্তর প্রদেশ। দিল্লি আগেই গ্রুপ ‘সি’ থেকে কোয়ার্টার ফাইনাল খেলার ছাড়পত্র পেয়েগিয়েছিল।
মধ্যপ্রদেশ বনাম সৌরাষ্ট্র (MP vs Saurashtra)
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৪-এর কোয়ার্টার ফাইনালে কোয়ার্টার ফাইনালে মধ্যপ্রদেশ খেলবে সৌরাষ্ট্রের বিরুদ্ধে। গ্রুপ ‘বি’-র গ্রুপ লিগ থেকেই কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েগিয়েছিল সৌরাষ্ট্র। মধ্যপ্রদেশ গ্রুপ ‘এ’ থেকে কোয়ার্টার ফাইনাল খেলার ছাড়পত্র পেয়েছে। ১১ ডিসেম্বর কোয়ার্টার ফাইনালে নামবে দুই দল।
আরও পড়ুন… Pink Ball Test: মাঠের মধ্যে লড়াইয়ের খেসারত দিলেন সিরাজ-হেড! দুই ক্রিকেটারকে ২ রকম শাস্তি দিল ICC
মুম্বই বনাম বিদর্ভ (Mumbai vs Vidarbha)
সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৪-এর কোয়ার্টার ফাইনালে মুম্বইয়ের মুখোমুখি হবে বিদর্ভ। টুর্নামেন্টের গ্রুপ ‘ই’ থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছিল মুম্বই। টুর্নামেন্টের গ্রুপ ‘ডি’ থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছিল বিদর্ভ। এবার তারা ১১ নভেম্বর একে অপরের মুখোমুখি হবে।