তাঁর জন্য কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দর হাঁকেনি। আর তাঁর জন্য কোনও দর না হেঁকে কেকেআর কতটা 'ভুল' কাজ করেছে, সেটা বুঝিয়ে দেওয়ার সুযোগ ছিল নীতীশ রানার কাছে। কিন্তু আইপিএলের মেগা নিলামের সময় থেকে যে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছে, তার মধ্যে চারটিতেই রান পাননি। যে একটা ম্যাচে রান পেয়েছিলেন, তাতে দুর্বল মণিপুরের বিরুদ্ধে সাত বলে অপরাজিত ২০ রান করেছিলেন। আর আজ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে প্রথম বলেই আউট হয়ে গিয়েছেন। যে বিষয়টা নিয়ে তুমুল কটাক্ষ করলেন কেকেআর সমর্থকদের একাংশ। তাঁদের বক্তব্য, কেকেআর দর না হাঁকার পরে আনুগত্য নিয়ে অনেক কথা বলা হয়েছিল। কিন্তু আদতে যে কাজটা করার, সেটাই করতে পারছেন না।
'আনুগত্যের দাম বেশি, রানের কম', কটাক্ষ KKR ফ্যানদের
এক নেটিজেন বলেন, 'কী হল রানাজি? আনুগত্য দেখা যাচ্ছে না।' অপর এক নেটিজেন আবার কটাক্ষ করে শুধু লেখেন, 'আনুগত্য।' সঙ্গে একাধিক 'লাভ' ইমোজি দেন। আবার একজন বলেন, 'আনুগত্য তো সস্তা।' একইসুরে অপর এক নেটিজেন বলেন, ‘আনুগত্যের দাম বেশি। কিন্তু স্কোর কম।’ এক নেটিজেন আবার বলেন, ‘সেই নীতীশ রানা আর নেই।’
আরও পড়ুন: রোহিতের জন্য দশ বছরের অপেক্ষা সার্থক, অবশেষে হিটম্যানের অটোগ্রাফ পেলেন ভক্ত
আর কেকেআরের ফ্যানদের একাংশ যে ‘আনুগত্য’ নিয়ে খোঁচা দিয়েছেন, সেটার নেপথ্যে আছে নীতীশের স্ত্রী'র একটি পোস্ট। আইপিএলের নিলামে কেকেআর নীতীশের জন্য দর না হাঁকার পরই সোশ্যাল মিডিয়ায় সাচ্চি মারওয়া লিখেছিলেন, ‘আনুগত্য অত্যন্ত দামি। সবাই সেই দামটা দিতে পারে না।’ তিনি কারও নাম না করলেও নেটিজেনদের একাংশের ধারণা ছিল, নীতীশ-পত্নীর নিশানায় ছিল কেকেআর। যে দলে ২০১৮ সাল থেকে ছিলেন নীতীশ।
পরপর ফ্লপ হয়ে যাচ্ছেন নীতীশ রানা
কিন্তু আইপিএলের নিলামের পর থেকে নীতীশ ব্যাট হাতে একবারও সেভাবে জবাব দিতে পারেননি। যেদিন নিলাম ছিল, সেদিন হিমাচল প্রদেশের বিরুদ্ধে তিন রান করেছিলেন। মণিপুরের বিরুদ্ধে কিছুটা রান পেয়েছিলেন। হরিয়ানার বিরুদ্ধে দু'রান করেছিলেন। দুর্বল অরুণচল প্রদেশের বিরুদ্ধে করেছিলেন মাত্র তিন রান। আর আজ প্রবল বলেই আউট হয়ে গিয়েছেন। আর তারপরই হাসাহাসি শুরু করেছেন কেকেআর ফ্যানরা।
আরও পড়ুন: Mohammed Siraj: উইকেটের জন্য ছুটিস না, এনজয় কর, বুমরাহর গুরুমন্ত্রে খরা কাটালেন সিরাজ
পৃথ্বীও ফ্লপ, কটাক্ষ নেটিজেনদের
একইরকমভাবে পৃথ্বী শ'কে কটাক্ষ করেছেন নেটিজেনদের একাংশ। যিনি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সার্ভিসেসের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়ে গিয়েছেন। এক নেটিজেন বলেন, ‘ভাই, আপনি অবসর নিয়ে নিন।’ অপর একজন নেটিজেন বলেন, 'আপনার অবসর নিয়ে নেওয়া উচিত। খেলার প্রতি কোনও আগ্রহ নেই।' এক নেটিজেন বলেন, 'দয়া করে এই খেলাটা ছেড়ে নিন।' যদিও অনেকে তাঁর পাশে দাঁড়িয়েছেন। তাঁদের বক্তব্য, পৃথ্বী ফর্মে ফিরবেন।