গত ২৭ নভেম্বর ত্রিপুরার বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচে মাত্র ২৮ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন গুজরাটের উইকেটকিপার-ব্যাটার উর্ভিল প্যাটেল। তিনি মাত্র ১ বলের জন্য টি-২০ ক্রিকেটে দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড হাতছাড়া করেন। বৃহস্পতিবার সেই মুস্তাক আলির মঞ্চে উর্ভিলের মতোই অল্পের জন্য বিশ্বরেকর্ড হাতছাড়া হয় অভিষেক শর্মার।
বৃহস্পতিবার রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে সৈয়দ মুস্তাক আলি ট্রফির এ-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে পঞ্জাব ও মেঘালয়। এই ম্যাচেই ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান পঞ্জাব দলনায়ক অভিষেক শর্মা। তিনি ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে মাত্র ১৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন।
অভিষেক ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকান মাত্র ২৮ বলে। সাহায্য নেন ৭টি চার ও ১১টি ছক্কার। সৈয়দ মুস্তাক আলি ট্রফির ইতিহাসে এটি যুগ্মভাবে দ্রুততম শতরানের রেকর্ড। এই নিরিখে উর্ভিলের রেকর্ডে ভাগ বসান অভিষেক।
উল্লেখ্য, টি-২০ ক্রিকেটে সব থেকে কম বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ড রয়েছে এস্তোনিয়ার সাহিল চৌহানের নামে। তিনি ২০২৪ সালেই সাইপ্রাসের বিরুদ্ধে মাত্র ২৭ বলে শতরান করেন। অর্থাৎ, উর্ভিলের মতোই মাত্র ১ বলের জন্য সাহিলের বিশ্বরেকর্ড ছোঁয়া হয়নি অভিষেকের। টি-২০ ক্রিকেটে দ্রুততম শতরানকারীদের তালিকায় উর্ভিলের সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে জায়গা করে নেন তিনি।
টি-২০ ক্রিকেটে দ্রুততম শতরান
১. সাহিল চৌহান (এস্তোনিয়া)- ২৭ বলে (বনাম সাইপ্রাস, ২০২৪)।
২. উর্ভিল প্যাটেল (গুজরাট)- ২৮ বলে (বনাম ত্রিপুরা, ২০২৪)।
৩. অভিষেক শর্মা (পঞ্জাব)- ২৮ বলে (বনাম মেঘালয়, ২০২৪)।
৪. ক্রিস গেইল (আরসিবি)- ৩০ বলে (বনাম পুণে, ২০১৩)।
৫. ঋষভ পন্ত (দিল্লি)- ৩২ বলে (বনাম হিমাচলপ্রদেশ, ২০১৮)।
মেঘালয়ের বিরুদ্ধে দাপুটে জয় পঞ্জাবের
শুরুতে ব্যাট করে মেঘালয় নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪২ রান সংগ্রহ করে। অর্পিত ৩১ ও যোগেশ তিওয়ারি ২০ রান করেন। পঞ্জাবের হয়ে ২ ওভারে ১৮ রান খরচ করে ২টি উইকেট নেন রমনদীপ সিং। অভিষেক শর্মা ৪ ওভারে ২৪ রান খরচ করে ২টি উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে পঞ্জাব ৯.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৪৪ রান তুলে ম্যাচ জিতে যায়। অভিষেক শর্মা ৮টি চার ও ১১টি ছক্কার সাহায্যে ২৯ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন। ১টি ছক্কার সাহায্যে ৪ বলে ৮ রান করে নট-আউট থাকেন রমনদীপ। ৬৩ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে পঞ্জাব।