বাংলা নিউজ > ক্রিকেট > T20 WC 2024: আমেরিকা ক্রিকেটের 'সেনসেশান' সৌরভ নেত্রাভালকার! চিনে নিন তাঁর তারকা স্ত্রী'কে

T20 WC 2024: আমেরিকা ক্রিকেটের 'সেনসেশান' সৌরভ নেত্রাভালকার! চিনে নিন তাঁর তারকা স্ত্রী'কে

চিনে নিন সৌরভ নেত্রাভালকারের তারকা স্ত্রী'কে (ছবি-ইনস্টাগ্রাম Saurabh Netravalkar)

সৌরভ নেত্রাভালকারের স্ত্রী'র নাম দেবি স্নিগ্ধা মুপপালা। নিজের কেরিয়ারে সৌরভের মতোই বিভিন্ন ক্ষেত্রে তিনি একাধিক জিনিস অ্যাচিভ করেছেন। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন মুম্বইয়ের সর্দার পাটেল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। পরবর্তীতে তিনি তাঁর মাস্টার্স করেছেন আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ে।

শুভব্রত মুখার্জি: ২০২৪ টি-২০ বিশ্বকাপের সবথেকে বড় চমকটা দিয়েছে যৌথ আয়োজক দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বে তারা গতবারের রানার্স আপ তথা ২০০৯ সালের চ্যাম্পিয়ন দল পাকিস্তানকে হারিয়ে দেয়। টানটান উত্তেজনার ম্যাচে সুপার ওভারে পাকিস্তানকে হারিয়ে চমকটা দিয়েছিল তারা। এর আগের ম্যাচেই কানাডাকে হারায় তারা। এরপর বৃষ্টিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ার পরেই প্রথমবারের মতন সুপার এইট পর্যায়ে চলে গিয়ে ইতিহাস গড়ে আমেরিকা দল। পাশাপাশি আগামী ২০২৬ টি-২০ বিশ্বকাপের জন্য ও তারা সরাসরিভাবে কোয়ালিফাই করে যায়।

আরও পড়ুন… T20 WC 2024: শৃঙ্খলাভঙ্গের কারণে দেশে ফিরছেন শুভমন-আবেশ? সাফাই দিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর

আমেরিকার এই দুরন্ত সাফল্যের পিছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মুম্বই এবং ভারতের হয়ে খেলা সৌরভ নেত্রালভাকারের। পেশায় ওরাকেলে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)ইঞ্জিনিয়ার সৌরভ। ইঞ্জিনিয়ার থেকে ক্রিকেটার। একেবারে মাল্টি ট্যালেন্টেড ব্যক্তিত্ব সৌরভ। তবে সৌরভের স্ত্রীও কিন্তু কম যান না। তিনিও সৌরভের মতোই বিভিন্ন ক্ষেত্রে তাঁর মুন্সিয়ানার ছাপ রেখেছেন। আসুন একনজরে চিনে নেওয়া যাক তারকা ক্রিকেটারের তারকা স্ত্রী'কে।

আরও পড়ুন… T20 WC 2024: কাউকে দোষ দেওয়া নয়, আমরা দলগত ভাবে ব্যর্থ হয়েছি, আর এটাকে মানতে হবে- ইমাদ ওয়াসিম

সৌরভের স্ত্রী'র নাম দেবি স্নিগ্ধা মুপপালা। নিজের কেরিয়ারে সৌরভের মতোই বিভিন্ন ক্ষেত্রে তিনি একাধিক জিনিস অ্যাচিভ করেছেন তিনি। সৌরভ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন মুম্বইয়ের সর্দার পাটেল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। পরবর্তীতে তিনি তাঁর মাস্টার্স করেছেন আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ে। আমেরিকা যুক্তরাষ্ট্রের হয়ে পার্ট টাইম ক্রিকেট খেলেন সৌরভ। তিনি‌ নিয়মিতভাবে কাজ করেন ওরাকেলে। সেখানে তিনি কাজ করেন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হিসেবে।

আরও পড়ুন… Euro 2024: ২৩ সেকেন্ডে গোল! এগিয়ে গিয়েও হারল আলবেনিয়া, জিতেও চিন্তা বাড়ল ইতালির

সৌরভের মতোই দেবি স্নিগ্ধা মুপপালা কর্নেল ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। তিনিও কাজ করেন ওরাকেলে। সেখানে তিনি রয়েছেন প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার হিসেবে। বেশ ভালো কথ্যক নাচ ও নাচতে পারেন তিনি। এই দিকটিতে হাতিয়ার করে আমেরিকাতে বলিউড স্টাইল একটি প্রোগ্রামও শুরু করেছেন তিনি। যেখানে বেশ কয়েকশো ছাত্র-ছাত্রী রয়েছে তাঁর। আমেরিকাতে নাচের অনুষ্ঠানও করেন দেবি সিং মুপপালা।ব্যক্তিগত এবং প্রফেশনাল দুই দিক থেকেই একাধিক মিল রয়েছে স্বামী-স্ত্রীর। তাঁর বলিউড থিমড নাচের স্কুলের নাম 'বলি এক্স' । ২০২০ সালে বিয়ে হয়েছিল সৌরভ এবং দেবির। দক্ষিণ ভারতীয় এবং মহারাষ্ট্রীয় আচার অনুষ্ঠান মেনেই বিয়েটা হয়েছিল‌ তাদের।

ক্রিকেট খবর

Latest News

লালবাগচার দর্শনে গিয়ে হেনস্থার শিকার অভিনেত্রী সিমরন! বললেন, ‘ধাক্কা দিয়ে…’ সংস্কারের পথে কালিম্পং-এর মর্গ্যান হাউস, পুরনো ঐতিহ্য বজায় থাকছে কি ধরনামঞ্চে হামলার চক্রান্ত, অডিয়ো ক্লিপের সূত্রে গ্রেফতার হলেন CPIM নেতা! পুজোর আগে চিন্তা দূর বাংলার বহু সরকারি কর্মীর, নয়া বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের অনুদান ফেরানো পুজো কমিটিগুলির ‘বন্ধু’ হতে চায় বিজেপি? প্রথম বলটা আত্মবিশ্বাসের সঙ্গে খেলবে- রোহিতের সেই কথা আজও ভোলেননি ধ্রুব জুরেল মেয়ের বয়সী তরুণীকে আটকে রেখে ২ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা রান্নাপুজোয় পাতে থাকবে না ইলিশ, মনখারাপ ছড়িয়েছে বাঙালির রান্নাঘরে ধেয়ে আসছে দুর্যোগের কালো মেঘ, কলকাতা থেকে মাত্র ১০০ কিমি দূরে গভীর নিম্নচাপ পুলিশ আমাকে ডেকেছিল, পুলিশই টাকা মিটিয়েছে, দাবি সেদিন শববাহী গাড়ির চালকের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.