ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে বড় দাবি করলেন পাকিস্তান ক্রিকেট দলের ফাস্ট বোলার নাসিম শাহ। তিনি বলেছেন, কেউ যদি বলেন ভারত বনাম পাকিস্তান ম্যাচে কোনও চাপ নেই তাহলে তিনি মানুষই নন। নাসিম শাহ বলেছেন, দুই দলেই চমৎকার কিছু খেলোয়াড় রয়েছে। এছাড়া অনেক দেশের সমর্থকরা এই ম্যাচগুলো নিয়ে আগ্রহ দেখান। ফাস্ট বোলার বলেছেন যে তিনি নিজের চোখে দেখতে পাচ্ছেন যে ভারতীয় খেলোয়াড়রাও চাপ অনুভব করছেন।
আরও পড়ুন… T20 WC 2024 IND vs PAK- বাবরদের বাড়তি মোটিভেশনের দরকার নেই: পাকিস্তানের হেড কোচ গ্যারি কার্স্টেন
ভারত বনাম পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ ম্যাচটি আজ রবিবার, ৯ জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে। এই ম্যাচ নিয়ে দুই দেশের ভক্তদের মধ্যেই আগ্রহ বেড়ে চলেছে। এর মাঝেই দুই দেশের মধ্যে চাপ তৈরি হচ্ছে। একদিকে আমেরিকার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ হেরে কিছুটা চাপে রয়েছে পাকিস্তান। অন্যদিকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের গ্রুপ লিগের প্রথম ম্যাচ জিতে কিছুটা চাপ মুক্ত টিম ইন্ডিয়া।
আরও পড়ুন… খারাপ পিচ ও আউটফিল্ড নিয়ে উঠেছে বিতর্কের ঝড়, নিউইয়র্ক থেকে কি বাকি ম্যাচ সরিয়ে নেবে ICC?
কী বললেন নাসিম শাহ?
এর মাঝেই উঠে এসেছে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ বিতর্ক। এই অবস্থায় কে বাজি জেতে তার দিকে তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। এমন আবহে এই ম্যাচ নিয়ে দ্য ক্রিকেট মান্থলি ম্যাগাজিনের সঙ্গে কথা বলেছেন নাসিম শাহ। এই সাক্ষাৎকারে তিনি ভারত বনাম পাকিস্তান ম্যাচের চাপ সম্পর্কেও কথা বলেছেন। নাসিম শাহ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে এই মুহূর্তে দুই দেশের খেলোয়াড়দের মানের মধ্যে বড় পার্থক্য রয়েছে। কিন্তু কেউ যদি দাবি করে যে এই ম্যাচে কোনও চাপই নেই, তাহলে আমি বলব, ভারত-পাকিস্তান ম্যাচের বাড়তি চাপ অনুভব করতে হলে দুই দেশের ভক্তদের দেখুন। এরফলে খেলোয়াড়দের ওপরেও অনেক চাপ থাকে। যদি আপনার উপর এই ম্যাচের কোনও চাপ না থাকে তাহলে তো আপনিও মানুষই নন।’
আরও পড়ুন… পাকিস্তানের বিরুদ্ধেও কি তিন নম্বরে ব্যাট করবেন ঋষভ পন্ত? উত্তর দিলেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ
চাপে থাকে টিম ইন্ডিয়াও-
নাসিম শাহ আরও বলেন, ‘এটা এমন নয় যে চাপটা শুধু পাকিস্তানের ওপর থাকে, ভারতের ওপর নয়। কারণ আমরা নিজের চোখেই দেখতে পারি তারাও কতটা চাপ অনুভব করে। সেদিন আপনি কেমন পারফরম্যান্স করেন সেটাই গুরুত্বপূর্ণ, কারণ দুই দলেরই বিশ্বের সেরা কিছু খেলোয়াড় আছে। আমি মনে করি এটিই একমাত্র ম্যাচ যেখানে দুই দেশের ভক্তেরা জড়িত থাকে এবং এখানে আপনি কোনও বলেই বিশ্রাম নিতে পারবেন না এবং আপনি কীভাবে এটি পরিচালনা করবেন সেটাই হল গুরুত্বপূর্ণ।’