টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ৮ উইকেটে একতরফা হারের মুখোমুখি হতে হয়েছে আয়ারল্যান্ডকে। এরপরে এই ম্যাচ নিয়ে মুখ খুলেছেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং। এই ম্যাচে আইরিশ টিমের উপর টিম ইন্ডিয়ার যে আধিপত্য দেখিয়েছে সেটা মেনে নিয়েছেন স্টার্লিং। আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং স্বীকার করেছেন যে বুধবার নিউইয়র্কে তাদের ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপেনিং ম্যাচে ভারতের বিরুদ্ধে এটি একটি ‘কঠিন’ পরাজয় ছিল। স্টার্লিং যোগ করে বলেছেন যে টস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামের পিচ যে এমন আচরণ করবে সেটা দেখার জন্য তারা প্রস্তুত ছিল না।
কী বললেন আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং?
ম্যাচের লজ্জাজনক পরাজয়ের পর, আয়ারল্যান্ডের অধিনায়ক পল স্টার্লিং বলেন, ‘এটি একটি কঠিন ম্যাচ ছিল, টসটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, পিচ অনেক কিছু করেছিল এবং আমরা সেই চ্যালেঞ্জের জন্য ছিলাম না। ভারত ভালো বোলিং করে আমাদের চাপে ফেলে দিয়েছিল। এটি কীভাবে করা যায়, বোলারদের উপর চাপ ফিরিয়ে দিতে চেয়েছিল কিন্তু আমরা যা করার চেষ্টা করেছিলাম তবে ব্যর্থ হয়ে যাই। তাদের লেন্থ অসামান্য ছিল।’
আরও পড়ুন… T20 WC 2024 IND vs IRE: রোহিত-বিরাটদের বিশেষ ক্লাবে জায়গা করলেন ম্যাচের সেরা জসপ্রীত বুমরাহ
তিনি আরও বলেন, ‘আবহাওয়া মেঘলা ছিল, ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ভারতীয় বোলারদের উপর আমাদের কিছুটা চাপ সৃষ্টি করা দরকার ছিল। তারা কখনই আমাদের উপর চাপ তৈরি করাটা মিস করেনি। এর মধ্যে যে কোনও সময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা কয়েকদিন পরেই এখানে ফিরে আসব। কানাডার বিরুদ্ধে ভালো পারফর্ম করব। আশা করি শুক্রবার (কানাডার বিপক্ষে) আমরা আরও ভালো রান করব।’
আরও পড়ুন… T20 WC 2024: ও তো কপিল দেবের মত....শিবম দুবেকে নিয়ে একী বলে বসলেন স্টিফেন ফ্লেমিং
কেমন ছিল ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচ?
ম্যাচের কথা বলতে গেলে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। অধিনায়ক রোহিত শর্মা চেয়েছিলেন দলের খেলোয়াড়রা মাঠে সর্বোচ্চ সময় কাটান। তবে আইরিশ দল মাত্র ১৬ ওভারে ভারতীয় দলের কাছে আত্মসমর্পণ করে। মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড দল। হার্দিক পান্ডিয়া দলের সবচেয়ে সফল বোলার ছিলেন যিনি ৩টি উইকেট নিয়েছিলেন। যেখানে আর্শদীপ সিং এবং জসপ্রীত বুমরাহ ২টি করে সাফল্য পান। ৯৭ রানের টার্গেট তাড়া করতে নেমে টিম ইন্ডিয়া মাত্র ১২.২ ওভারে ম্যাচ জিতে নেয়। রোহিত শর্মা ৫২ রানের ইনিংস খেলেন, আর তিন নম্বরে খেলতে আসা ঋষভ পন্ত অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলেন। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন জসপ্রীত বুমরাহ। ভারতের পরের ম্যাচ ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে।