রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ভারতীয় দল ৮ উইকেটে সহজ জয় পেল। ভারতের এই জয়ের অনেক নায়ক ছিলেন। ফাস্ট বোলার আর্শদীপ সিং পাওয়ারপ্লেতে দুটি উইকেট নিয়ে জয়ের ভিত্তি স্থাপন করেছিলেন, যেখানে জসপ্রীত বুমরাহ নিজের কোটার ৩ ওভারে মাত্র ৬ রান খরচ করে দুটি উইকেট নিয়ে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ফাঁদটা শক্ত করেছিলেন। এরপর অধিনায়ক রোহিত শর্মার ৫২ রানের দুর্দান্ত ইনিংস ভারতের জয় নিশ্চিত করেন।
বিশেষ নজির গড়লেন জসপ্রীত বুমরাহ-
ভারত বনাম আয়ারল্যান্ড ম্যাচের পরে, সমর্থকরা জানতে খুব আগ্রহী ছিলেন যে কে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পাবে। তাই আপনাদের অবগতির জন্য, আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত বোলিংয়ের জন্য জসপ্রীত বুমরাহকে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়। এই পুরস্কার পাওয়ার ফলে বিরাট কোহলি, যুবরাজ সিং, রোহিত শর্মাদের বিশেষ ক্লাবে জায়গা পেয়ে যান জসপ্রীত বুমরাহ। এর আগে এই ক্লাবে ৬জন ভারতীয় ক্রিকেটার নিজেদের নাম লিখিয়েছেন। এবার তালিকার সপ্তম ভারতীয় ক্রিকেটার হলেন জসপ্রীত বুমরাহ।
আরও পড়ুন… T20 WC 2024: ও তো কপিল দেবের মত....শিবম দুবেকে নিয়ে একী বলে বসলেন স্টিফেন ফ্লেমিং
বিরাট-রোহিতদের পাশে জায়গা করলেন বুমরাহ-
আসলে যেই সব ভারতীয় ক্রিকেটাররা (পুরুষদের) ওডিআই ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সেই তালিকায় নাম লেখালেন জসপ্রীত বুমরাহ। এই তালিকায় যারা রয়েছেন তারা হলেন- যুবরাজ সিং, রবিচন্দ্রন অশ্বিন, জাহির খান, সুরেশ রায়না, বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ (আজ যোগ দিচ্ছেন)
টিম ইন্ডিয়ার তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ এই টুর্নামেন্টটি খুব ভালোভাবে শুরু করেছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলার ম্যাচে ১ ওভার বল করার সঙ্গে সঙ্গেই তিনি একটি বড় রেকর্ড নিজের নামে করেন।
আরও পড়ুন… MLC 2024-তে খেলবেন প্যাট কামিন্স, San Francisco Unicorns-এর সঙ্গে করলেন চার বছরের চুক্তি
ইতিহাস গড়লেন জসপ্রীত বুমরাহ
জসপ্রীত বুমরাহ একটি মেডেন ওভার দিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছেন। এই ম্যাচে মেডেন হিসেবে ইনিংসের ষষ্ঠ ওভারটি করেন তিনি। এটি টি-টোয়েন্টি ক্রিকেটে জসপ্রীত বুমরাহর ১১তম মেডেন ওভার। এর মাধ্যমে তিনি টেস্ট খেলা দেশের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি মেডেন ওভার করা বোলার হয়েছেন। ভুবনেশ্বর কুমারকে পিছনে ফেলে দিয়েছেন তিনি। ভুবনেশ্বর কুমার তার T20I ক্যারিয়ারে ১০টি মেডেন ওভার বল করেছিলেন। কিন্তু জসপ্রীত বুমরাহ এবার তার থেকে এগিয়ে গিয়েছেন।
আরও পড়ুন… IPL 2024 এর মতো T20 WC 2024-এও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ট্র্যাভিস হেড- কামিন্সের বড় মন্তব্য
আর্শদীপ সিংয়ের বিস্ফোরক শুরু
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা আর্শদীপ সিং এবারও ভালো শুরু করেছেন। পাওয়ারপ্লেতে নিয়েছেন ২ উইকেট। এর সঙ্গে, তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ারপ্লেতে সর্বাধিক উইকেট নেওয়া দ্বিতীয় ভারতীয় বোলার হয়েছেন। জসপ্রীত বুমরাহকে পিছনে ফেলেছেন তিনি। T20I পাওয়ারপ্লেতে জসপ্রীত বুমরাহের নামে ২৫টি উইকেট রয়েছে। একই সঙ্গে পাওয়ারপ্লেতে ২৬টি উইকেট শিকার করেছেন আর্শদীপ সিং। ভুবনেশ্বর কুমার ৪৭টি উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে রয়েছেন।