শুভব্রত মুখার্জি:- ১৭ তম আইপিএলের আসর শেষ হয়েছে বেশ কয়েকদিন হল। এই আসরে একেবারেই ভালো পারফরম্যান্স ছিল না মুম্বই ইন্ডিয়ান্সের। পাঁচ বারের আইপিএল ট্রফি জয়ী রোহিত শর্মাকে সরিয়ে দলের দায়িত্ব দেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। তাঁর অধিনায়কত্বে মুম্বই গ্রুপ পর্বে একেবারে তলার দিকে শেষ করে। সেই সময়ে জনসমক্ষে না বললেও অনেকেই মনে করেছিলেন হার্দিক পান্ডিয়া এবং রোহিত শর্মার সম্পর্কের অবনতি হয়েছে। এরপর টি-২০ বিশ্বকাপের দলে ও একসঙ্গে রয়েছেন দুই তারকা। সেখানে সেই 'সম্ভাব্য' দূরত্ব যে ঘুচে গিয়েছে তা বারবার বোঝা গেল। ৫ জুন ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তার আগে অনুশীলনে মত্ত ছিলেন রোহিতরা। সেখানেই সমস্ত 'তিক্ততা' ভুলে রোহিত এবং হার্দিককে নেটে একসঙ্গে গা ঘামাতে দেখা গেল। ভারত অধিনায়কের সঙ্গে দীর্ঘক্ষণ নেট চলাকালীন আলোচনাও করতে দেখা গেল ভারতের সহ অধিনায়ককে।
বিশেষজ্ঞদের মতে ভারতকে টি-২০ বিশ্বকাপ জেতানোই মূল লক্ষ্য দুই তারকার। আর সেই কারণকে সামনে রেখেই একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ শুরু করেছেন দুই তারকা। আইপিএলে দুই তারকাই ব্যক্তিগতভাবে ও খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি। ফলে তারা ও যে ভালো পারফরম্যান্স করতে মুখিয়ে থাকবেন তা বলাই যায়। মুম্বই সমর্থকদের ও রোষের শিকার হতে হয়েছিল হার্দিককে। দুই তারকা নাকি সাজঘরে একে অপরের সঙ্গে কথা বলা তো দূর চোখাচুখিও নাকি করছিলেন না। তবে সেই গুমট পরিস্থিতি কেটেছে। হেড কোচ রাহুল দ্রাবিড়ের উপস্থিতিতে এই দুই তারকা এখন মুম্বই ইন্ডিয়ান্সের পর্বকে পিছনে যে ফেলেছেন তা বোঝা গেল তাদের অনুশীলন দেখে। সোমবার অনুশীলন করে ভারতীয় দল। সেই অনুশীলনে রোহিতের বিরুদ্ধে নিজের পূর্ণ শক্তি দিয়ে বল করতে দেখা গিয়েছে হার্দিককে। আবার মাঝেমধ্যে কথা বলতে ও দেখা গিয়েছে তাদের।
আরও পড়ুন… Norway Chess tournament: রমেশবাবু প্রজ্ঞানন্দের বড় সাফল্য! হারালেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নকে
প্রাক্তন ক্রিকেটাররা অনেকেই মনে করেন আইপিএল অতীত। তাই রাহুল দ্রাবিড় বা অন্য কারুর উচিত নয় ভারতীয় সাজঘরে আইপিএলের কোন কথা তোলা। দেশের স্বার্থে,ব্যক্তির স্বার্থে এটা করা উচিত বলেই মনে করেছেন ইরফান পাঠান ও। প্রসঙ্গত ভারত ইতিমধ্যেই একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে। বাংলাদেশের বিরুদ্ধে সেই ম্যাচে তারা জিতেছে ৬০ রানে। তাদের এই ম্যাচের পরে তারা প্রথম অনুশীলন করল সোমবার। ৫ জুন আয়ারল্যান্ড ম্যাচের পরে ৯ জুন রয়েছে হাইভোল্টেজ পাকিস্তান ম্যাচ। এরপর ভারতীয় দল ১২ তারিখ আমেরিকা এবং ১৫ তারিখ কানাডার বিরুদ্ধেও খেলবে।