আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ ভারত বনাম পাকিস্তানের ম্যাচটিতে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের দৌলতে জয়ী হয় টিম ইন্ডিয়া। খুব কম স্কোরিং ম্যাচে পাকিস্তানকে ছয় রানে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। এর ফলে বিশ্বকাপে ফের জয় পেয়েছে ভারত। টিম ইন্ডিয়ার কম স্কোরকে বিবেচনা করে অনেকেই ভেবেছিলেন টিম ইন্ডিয়ার জয়টা কঠিন হতে পারে। তবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয়ের পর ভারত থেকে আমেরিকা পর্যন্ত ইন্ডিয়া.. ইন্ডিয়া… স্লোগান শোনা যেতে থাকে। অন্যদিকে পাকিস্তানের আরেকটি শোচনীয় পরাজয়ের কারণে পাক ক্রিকেটপ্রেমীদের মধ্যে খারাপ লাগাটা বিরাজ করে।
আরও পড়ুন… IND vs PAK: এ কেমন পোশাক! বিরাট থেকে বাবর, গেইলের বিশেষ ব্লেজারে সই করলেন দুই দেশের ক্রিকেটাররা
এই ম্যাচকে ঘিরে, দিল্লি পুলিশও ক্রিকেট বিশ্বকে একটি মজার বার্তা দেন। ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের পরাজয়ের পর দিল্লি পুলিশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ একটি মজার পোস্ট করা হয়। এই পোস্টে ভারত বনাম পাকিস্তান ম্যাচকে ঘিরে একটি মজা বার্তা লেখা হয়েছে। তবে এই পোস্টের মাধ্যমে পাকিস্তান সমর্থকদের খোঁচা দেওয়া হয়েছে। এর পরে আরও অনেক নেটিজেনই এই মন্তব্যে নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন এবং পোস্টটি শেয়ার করেছেন এবং তারা তাদের নিজস্ব স্টাইলে এর নানা উত্তর দিয়েছেন।
কী বার্তা দিল দিল্লি পুলিশ-
নিউ ইয়র্ক পুলিশকে ‘এক্স’-এ ট্যাগ করে দিল্লি পুলিশ লিখেছে, ‘হাই, @NYPDnews আমরা দুটি উচ্চ আওয়াজ শুনতে পারছি। একটি হল ‘ইন্ডিয়া..ইন্ডিয়া!’ এবং দ্বিতীয় শব্দটি সম্ভবত হল একটি টেলিভিশন ভাঙার আওয়াজ। আপনারা কি এই বিষয়টা নিশ্চিত করতে পারেন?’ যা দেখে সকলেই বেশ উপভোগ করছেন।
আসলে একটা সময় বলা হত, ভারত বনাম পাকিস্তান ম্যাচে উত্তেজনা এতটাই থাকত যে দুই দেশের ক্রিকেট ভক্তেরা নিজেদের মতো করেই এই ম্যাচকে উফভোগ করতেন। তবে যদি পাকিস্তান দল হেরে যেত তাহলে পাকিস্তানে একাধিক টিভি ভাঙা হত। মনে করা হত রেগে গিয়ে নিজেদের টেলিভিশন ভেঙে ফেলতেন পাক সমর্থকেরা। সেই ঘটনাকে সামনে রেখেই এদিন দিল্লি পুলিশ এমন একটি বার্তা লিখেছেন।
আরও পড়ুন… IND vs PAK: একটা সময়ে মনে হয়েছিল পিছিয়ে রয়েছি, তারপর… কীভাবে ম্যাচ ঘুরল? কী বললেন বুমরাহ?
রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারিয়েছে ভারত
আমরা আপনাকে বলি যে রবিবার আমেরিকার নিউইয়র্ক সিটির নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত বনাম পাকিস্তান ম্যাচে ঋষভ পন্ত (৪২) এবং অক্ষর প্যাটেলের (২০) দুর্দান্ত ইনিংসের সুবাদে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ১১৯ রান তুলে ১৯ ওভারেরই অলআউট হয়ে যায়। ভারতের দেওয়া মাত্র ১২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৩ রান করে পাকিস্তান। জসপ্রীত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়ার তীক্ষ্ণ বোলিংয়ে পাকিস্তান দল নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে পাকিস্তান তোলে ১১৩ রান। জসপ্রীত বুমরাহ ১৪ রানে ৩ উইকেট নেন, হার্দিক পান্ডিয়াও ২৪ রানে ২ উইকেট নেন। এই জয়ের ফলে চাপে পড়ে গিয়েছে পাকিস্তান। তারা কি সুপার এইটে উঠতে পারবে? এখন এই প্রশ্নটাই ঘুরছে।