২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৯তম ম্যাচে ভারতের বিরুদ্ধে হারের জন্য ব্যাটসম্যানদের দায়ী করেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পাকিস্তান অধিনায়ক বলেন, দলের কৌশল ছিল পাওয়ারপ্লেকে স্বাভাবিক খেলার মাধ্যমে সুবিধা নেওয়া, কিন্তু তাদের উইকেট পতনের পর পাকিস্তান প্রথম ৬ ওভারের সুবিধা নিতে পারেনি। পুরো ইনিংসের সময়, পাকিস্তানও প্রচুর ডট বল খেলেছিল যা ম্যাচের পরে বাবর ইঙ্গিত করেছিলেন। আমরা আপনাকে বলি, পাকিস্তানকে জয়ের জন্য ১২০ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। এই স্কোরের বিপরীতে মেন ইন গ্রিন নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১৩ রান করতে সক্ষম হয়েছিল।
আরও পড়ুন… T20 WC 2024: ভারতের কাছে হারলেই কি পাকিস্তানের বিদায় ঘণ্টা বাজবে! কী বলছে গ্রুপ ‘A’-র অঙ্ক?
কী বললেন বাবর আজম-
ম্যাচের পর বাবর আজম বলেন, ‘আমরা ভালো বোলিং করেছিলাম। তবে ব্যাটিংয়ের সময়ে আমরা পরপর উইকেট হারিয়েছি এবং অনেক ডট বলও খেলেছিলাম। এদিন আমাদের খেলার কৌশল ছিল খুবই সহজ, শুধু স্ট্রাইক রোটেশন এবং কিছু বাউন্ডারি মেরে স্বাভাবিক খেলাটাকে ধরে রাখা। কিন্তু সেই সময়ে আমরা অনেক বেশি ডট বল খেলেছি। টেলেন্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে খুব বেশি আশা করা যায় না।’
আরও পড়ুন… ভিডিয়ো: ‘তেল লাগাও ডাবর কা, উইকেট গিরাও বাবর কা’- প্রশ্ন শুনেই হেসে ফেললেন পন্ত! কী বললেন তারপর?
তিনি আরও বলেন, ‘আমাদের মনটা ছিল ব্যাটিংয়ের দিকে, আমরা চেয়েছিলাম ব্যাটিংয়ের সময়ে প্রথম ওভারগুলোকে সবচেয়ে বেশি ব্যবহার করা। কিন্তু এক উইকেট পড়ে যাওয়ার পর আবারও আমরা প্রথম ছয় ওভারে ভালো পারফর্ম করতে পারিনি। পিচটা ভালো লাগছিল। বলটা ব্যাটে ভালো আসছিল। এটা একটু স্লো ছিল এবং কিছু বল অতিরিক্ত বাউন্স করছিল।’ এরপরে নিজেদের লক্ষ্যের কথা বলতে গিয়ে বাবর আজম বলেন, ‘আমাদের শেষ দুটি ম্যাচ জিততেই হবে, তবে তার আগে আমরা নিজেদের সঙ্গে বসব এবং ভুলটা কোথায় করেছি সেদিকটা নিয়ে আলোচনা করব। কিন্তু আমরা এখন শেষ দুটি ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি।’
আরও পড়ুন… AUS vs ENG: ফের ম্য়াচের সেরা, অশ্বিনকে টপকে T20 WC-এ ইতিহাস গড়লেন অ্যাডাম জাম্পা
চাপে রয়েছে পাকিস্তান-
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি পাকিস্তানের টানা দ্বিতীয় পরাজয়, এই পরাজয়ের পর তাদের সুপার এইটে পৌঁছানোর আশা ক্ষীণ হয়ে গিয়েছে। ভারতের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হেরে পাল্টা ধাক্কা খেতে হয়েছে পাকিস্তান টিমকে। এই মুহূর্তে পাকিস্তান দলের ভাগ্য আর তাদের হাতে নেই। এখন দলটি যদি পরের রাউন্ডে উঠতে চায়, তবে উভয় ম্যাচ জেতার পাশাপাশি তাদের ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরাজয়ের জন্যও প্রার্থনা করতে হবে এবং তাদের নেট রান রেটের দিকেও তাকিয়ে থাকতে হবে। ফলে এই মুহূর্তে বেশ চাপে রয়েছে বাবর আজমের দল।