টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ -এর সুপার এইট ম্যাচে নামার আগে বেশ সতর্ক ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। তিনি জানিয়েছেন আফগানিস্তানকে কোনও ভাবেই হালকাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া। এর কারণও তিনি ব্যাখ্যা করেছেন। গ্রুপ লিগের খেলায় অপরাজিত থেকে সুপার এইটে প্রবেশ করেছে ভারত। এবার কেনসিংটন ওভালে আফগানিস্তানের মুখোমুখি হতে তৈরি ভারত। এই ম্যাচ সম্পর্কে দ্রাবিড় ভালো করেই জানেন।
আফগানিস্তান দলকে কেন হালকা ভাবে নিচ্ছেন না দ্রাবিড়-
আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামার আগে রাহুল দ্রাবিড় বলেছেন, ‘আমরা জানি আফগানিস্তান এই ফর্ম্যাটে কতটা বিপজ্জনক দল।’ তিনি আরও বলেছেন, ‘এই বিশ্বকাপে আফগানিস্তান দল নিজেদের পারফরম্যান্স দিয়ে সকলকে বুঝিয়েছে যে তারা কতটা ভয়ঙ্কর।’ এরপরে আফগানিস্তান দলের শক্তি নিয়ে কথা বলতে গিয়ে দ্রাবিড় জানান, ‘খেলার অন্যান্য ফর্ম্যাটে তাদের অনেক আন্তর্জাতিক অভিজ্ঞতা নাও থাকতে পারে, কিন্তু তাদের অনেক খেলোয়াড় অনেক টি-টোয়েন্টি লিগে খেলে, আসলে আমাদের কিছু খেলোয়াড়ের চেয়ে তারা বেশিই এই ফর্ম্যাটে খেলে। সুতরাং, এই ফরম্যাটে অবশ্যই তারা হালকাভাবে নেওয়ার মতো দল নয়। তারা সুপার এইটের যোগ্য দল।’
নিউজিল্যান্ডকে ৭৫ রানে অলআউট করেছিল এই আফগানিস্তান-
আফগানিস্তান সেমিফাইনালে যাওয়ার মতো দল। এর আগেই তারা এটা প্রমাণ করেছে। এই প্রতিযোগিতার আগে নিউজিল্যান্ডকে ৮৪ রানে হারিয়েছিল আফগানিস্তান। রশিদ খানের দুর্দান্ত স্পিন বোলিং ও তাঁর অভিজ্ঞতা এই আফগানিস্তান দলের সবথেকে বড় শক্তি। রশিদ খান গায়ানায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৭ রানে চার উইকেট নিয়েছিলেন। যাইহোক, একই ম্যাচে বাঁহাতি ফাস্ট বোলার ফজলহক ফারুকিও ১৭ রানে চার উইকেট শিকার করেছিলেন। নিউজিল্যান্ডকে মাত্র ৭৫ রানে অলআউট করেছিল তারা।
আরও পড়ুন… Euro 2024: শাকিরির গোলে ঘুরে দাঁড়াল সুইজারল্যান্ড, জার্মানির হার ভুলে লড়াইয়ে ফিরল স্কটল্যান্ড
আফগানিস্তান ভারতের সামনে চ্যালেঞ্জ তৈরি করবে-
রাহুল দ্রাবিড় বলেন, ‘তাদের সবদিক দিয়ে ভালো বোলিং আক্রমণ আছে। এমনকি তাদের দুই পেসারও বেশ অভিজ্ঞ। ফারুকি এবং নবীন-উল-হক দুজনেই প্রচুর ক্রিকেট খেলেছেন, তারা দুজনেই বল সুইং করাতে পারেন। আমি মনে করি তাদের বোলাররা বিশ্বজুড়ে এই ফর্ম্যাটে সবচেয়ে বেশি খেলা বোলার। আমরা বুঝতে পারি যে এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করতে চলেছে এবং এই ম্যাচে আমাদের ভালো খেলতে হবে।’
আরও পড়ুন… এখানে অনেক খেলেছি, জানি কীভাবে জিততে হয়: WI-এ T20 WC 2024 Super 8-এ শুরুর আগে আত্মবিশ্বাসী রোহিত
নিজের দলের ব্যাটিং অর্ডার নিয়ে কী বললেন দ্রাবিড়?
রাহুল দ্রাবিড় আরও বলেছিলেন যে ভারত তার ব্যাটিং অর্ডারে নমনীয় হবে এবং পরিস্থিতি অনুযায়ী এতে পরিবর্তন করবে। রাহুল দ্রাবিড় বলেন, ‘প্রতিটি পরিস্থিতি আলাদা। এটা একেবারেই সেট করা যাবে না. আমি নমনীয়তায় বিশ্বাস করি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে আমরা অক্ষরকে (প্যাটেল) উপরে পাঠিয়েছিলাম। ঋষভকে (পন্ত) উপরে (তিন নম্বরে) নিয়ে যাওয়া হয়েছিল, অনেক চিন্তাভাবনা করা হয়েছিল। আমি মনে করি না টেস্টে (ক্রিকেট) আমাদের এই নমনীয়তা থাকবে। টি-টোয়েন্টিতে আপনি ব্যাটিংয়ে আরও নমনীয়তা দেখতে পারেন।’