বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভারতের একাধিক ক্রিকেটারকে অপরিচিত পজিশনে নামতে দেখা গিয়েছে। যেমন ওপেন করেছেন সঞ্জু স্যামসন। তিনে নেমেছেন ঋষভ পন্ত। এর কারণ হিসেবে রোহিত শর্মা জানিয়েছেন, তাঁদের ব্যাটিং লাইন আপ এখনও তৈরিই হয়নি। ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ভারত। তার চার-পাঁচ দিন আগেও যদি ব্যাটিং লাইন আপ তৈরি না হয়, তাহলে সেই দলের কী হাল হতে পারে!
কোহলিই ওপেন করুন
এই পরিস্থিতিতে প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথু হেডেন ভারতের ব্যাটিং অর্ডার নিয়ে একটি দৃঢ় মতামত দিয়েছেন। হেডেন বিশ্বাস করেন যে, বিরাট কোহলিরই ভারতের জন্য ইনিংস শুরু করা উচিত। তিনি উল্টে রোহিত শর্মাকে মিডল অর্ডারে ব্যাট করার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে, চার নম্বরে রোহিত আরও কার্যকরী হয়ে উঠবেন।
আরও পড়ুন: ওডিআই বিশ্বকাপে সেমির থেকে এক ধাপ দূরে ছিলাম- T20 World Cup-এ নতুন লক্ষ্য নিয়ে বড় দাবি রশিদের
কোহলির টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে যেমন দুরন্ত নজির রয়েছে, তেমন তিন নম্বরেও চোখ ধাঁধানো রেকর্ড রয়েছে। সম্প্রতি ২০২৪ আইপিএলে ওপেন করেই অসাধারণ পারফরম্যান্স করেছেন বিরাট। সর্বোচ্চ রানের মালিক হয়ে অরেঞ্জ ক্যাপ জিতেছেন। যার পর থেকে ভারতের হয়ে কোহলিকে ওপেন করানো নিয়ে সরব হয়েছেন অনেক বিশেষজ্ঞই। এর পরেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট রোহিত এবং যশস্বী জয়সওয়ালকে ওপেনার হিসেবে বেছে নিতে পারে বলে জল্পনা রয়েছে।
বাম-ডান কম্বিনেশনে জোর
ইএসপিএন ক্রিকইনফোর একটি শো-তে হেডেন বিপক্ষের লেগ-স্পিনারদের কার্যকরী ভাবে মোকাবেলা করার জন্য অর্ডারের শীর্ষে বাম-ডান সমন্বয় থাকার গুরুত্বের উপরেও জোর দিয়েছেন। তিনি বলেছেন, ‘বাম-ডান সমন্বয় তো থাকতেই হবে। আপনার কাছে পরপর পাঁচ জন ডান-হাতি ব্যাটার থাকতে পারে না। কোহলিকে ওপেন করতে হবে, নয়তো ও আমার দলে খেলবে না। কোহলি এই মুহূর্তে দারুণ ফর্মে আছে, ওরই ওপেন করা উচিত। আমার সম্ভাব্য একাদশে, আমি ব্যাটিং অর্ডারের শীর্ষে বাম-ডান সমন্বয় রাখতে চাই।’
আরও পড়ুন: আমি বিশ্বকাপ দেখতেই চাই না, যখন খেলব… অভিমানের সুর RR তারকা রিয়ান পরাগের গলায়?
চারে খেলুন রোহিত
হেডেন আরও যোগ করেছেন, ‘রোহিত ৪ নম্বরে সবচেয়ে উপযুক্ত হবে। মিডল-অর্ডারে নেতৃত্ব দেওয়ার জন্য রোহিত কার্যকরী হবে। রোহিত একজন বহুমুখী খেলোয়াড় এবং মিডল অর্ডারে ব্যাটিং করতে পিছপা হয় না। টি-টোয়েন্টি ক্রিকেটে চার নম্বরে ব্যাট করার ক্ষেত্রেও ওর রেকর্ড চমৎকার। আর ও মিডল অর্ডারকে শক্তিশালী করতে পারবে।’
তিনে সূর্য
হেডেনের দ্বারা নির্বাচিত ১১ জন খেলোয়াড়ের মধ্যে, তিনি কোহলি এবং যশস্বী জয়সওয়াকে ওপেনার হিসেবে বেছে নিয়েছেন। এতে ডান-বাম কম্বিনেশন বজায় থাকবে। হেডেনে তিন নম্বরে পছন্দ সূর্যকুমার যাদবকে। এছাড়া চারে রোহিত শর্মা, পাঁচে ঋষভ পন্ত, ছয়ে হার্দিক পান্ডিয়াকে রেখেছেন হেডেন।
আরও পড়ুন: IPL-এ কোহলি যেভাবে ব্যাটিং করেছে, তাতে ওরই ওপেন করা উচিত- পালটি খেয়ে দাবি গাভাসকরের
জাদেজার, দুবেকে একই সঙ্গে একাদশে
এছাড়াও প্রাক্তন অস্ট্রেলিয়ান কিংবদন্তি শিবম দুবেকে তাঁর পছন্দের প্লেয়িং ইলেভেনে জায়গা দিয়েছেন। দুবে ছাড়াও জাদেজাকেও বেছে নিয়েছেন তিনি। একই সময়ে, প্রাক্তন অস্ট্রেলিয়ান কিংবদন্তি কুলদীপ যাদবকে স্পিনার হিসেবে সমর্থন করেছেন। ফাস্ট বোলার হিসেবে হেডেনের পছন্দ জসপ্রীত বুমরাহ এবং আর্শদীপ সিং।
ম্যাথু হেডেনের প্লেয়িং ইলেভেন: বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, রোহিত শর্মা, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং।