শুভব্রত মুখার্জি: চলতি টি-২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে রবিবার মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন ৩৪ হাজার দর্শক। পাশাপাশি দুই দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত একাধিক কর্তা ব্যক্তিও উপস্থিত ছিলেন এই ম্যাচকে চাক্ষুষ দেখতে। ম্যাচে ভারত , পাকিস্তানের বিরুদ্ধে ৬ রানের ব্যবধানে জয় পায়। এমন আবহেই ভারতীয় ক্রিকেটে নেমে এল শোকের ছায়া। দুর্ভাগ্যজনক ভাবে ভারত বনাম পাকিস্তানের মহারণ দেখতে আমেরিকাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) সভাপতি অমল কালে।
বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ, সভাপতি রজার বিনিও এদিনের ম্যাচ দেখতে নিউ ইয়র্কে উপস্থিত হন। তাঁদের সঙ্গেই এই ম্যাচ দেখতে এসেছিলেন অমল কালে। সেখানেই তাঁর সঙ্গে ঘটে গিয়েছে এই দুর্ভাগ্যজনক ঘটনা। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে এদিন এমসিএ-র একাধিক কর্তাকে সঙ্গে নিয়ে ম্যাচ লাইভ উপভোগ করেন কালে। মহারাষ্ট্রের ডেপুটি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশের বেশ ঘনিষ্ঠ ব্যক্তি তিনি। কালের সঙ্গে খেলা দেখতে নিউ ইয়র্কে এসেছিলেন এমসিএর সেক্রেটারি অজিঙ্কা নায়েক, অ্যাপেক্স কাউন্সিল সদস্য সুরাজ সামাত। ২০২২ সালে এমসিএর নির্বাচন হয়েছিল। এই নির্বাচনে সভাপতি হওয়ার জন্য লড়াই করেছিলেন অমল কালে এবং বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় এবং মুম্বইয়ের ক্রিকেটার সন্দীপ পাটিল। সন্দীপ পাটিলকে হারিয়ে জয়ী হন তিনি।
আরও পড়ুন: পাক ফিল্ডিংয়ের দুরবস্থা দেখে হেসে গড়াল রোহিত, হাসি চাপার ব্যর্থ চেষ্টা কোহলির- ভিডিয়ো
মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি থাকাকালীন ৪৭ বছর বয়সী অমল কালে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। আসন্ন ২০২৪-২৫ মরশুমে ঘরোয়া ক্রিকেটে লাল বলের ফর্ম্যাটে বিসিসিআইয়ের সমান ম্যাচ ফি মহারাষ্ট্রের ক্রিকেটারদের দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। মহারাষ্ট্রের নামী ব্যবসায়ী কালে। ২০২২ সালের অক্টোবর মাসে এমসিএ-র দায়িত্ব নেন তিনি। ১৯ মাস এই দায়িত্ব সামলান তিনি। তার পরেই ঘটে দুর্ভাগ্যজনক ঘটনা। প্রধানত নাগপুরের মানুষ হলেও তিনি ছিলেন মহারাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাশ করেন। জেকে সলিউশনস প্রাইভেট লিমিটেড এবং অর্পিতা এন্টারপ্রাইজের এক্সিকিউটিভ অফিসার ছিলেন তিনি। ওয়াংখেড়েতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ তাঁর সময়কালে আয়োজন করা হয়েছে। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম নিউজিল্যান্ডের ম্যাচটি ওয়াংখেড়ে স্টেডিয়ামে সুষ্ঠু ভাবে আয়োজন করেছিল কালের নেতৃত্বাধীন এমসিএ।