শুভব্রত মুখার্জি:- ক্রিকেট খেলাকে বিশ্ব ব্যাপী ছড়িয়ে দিতে কোন কিছুর খামতি রাখতে চাইছে না নিয়ামক সংস্থা আইসিসি। সেই লক্ষ্যেই তারা আসন্ন টি-২০ বিশ্বকাপের আয়োজক হিসেবে দায়িত্ব দিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রকে।বেসবল, বাস্কেটবল, মেজর লিগ সকারের দেশ আমেরিকার মধ্যে দিয়ে বিশ্বের তথাকথিত কম ক্রিকেট খেলিয়ে দেশগুলোতে খেলাটাকে ছড়িয়ে দিতে চায় আইসিসি।
সেই কারণেই আসন্ন বিশ্বকাপের সবথেকে হাইভোল্টেজ ম্যাচ অর্থাৎ ভারত বনাম পাকিস্তান ম্যাচের আয়োজনের দায়িত্বও দেওয়া হয়েছে আমেরিকাকে। এই ম্যাচ এবং বিশ্বকাপের বাকি ম্যাচ আয়োজনের লক্ষ্যেই নয়া স্টেডিয়াম গড়ে তোলা হয়েছে নিউ ইয়র্কে। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামটি তৈরির কাজ সম্পূর্ণ রূপে সম্পন্ন হয়েছে। এরপরেই আনুষ্ঠানিকভাবে এই স্টেডিয়ামের উদ্বোধন করা হল বুধবার।
আরও পড়ুন… IPL 2024: বুমরাহকে টপকে বেগুনি টুপির দখল নিলেন হার্ষাল! কমলা টুপির দৌড়ে রিয়ান-সঞ্জুর লম্বা জাম্প
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির হাত ধরে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই স্টেডিয়ামটির উন্মোচন করা হয়েছে। এই স্টেডিয়ামের দর্শকধারন ক্ষমতা ৩৪,০০০। ইতিমধ্যেই এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা ভারত বনাম পাকিস্তান ম্যাচের সব টিকিট বিক্রিও হয়ে গিয়েছে। কানায় কানায় পূর্ণ থাকবে এই স্টেডিয়াম আশা বিশেষজ্ঞদের। এই স্টেডিয়ামের যা পরিকাঠামো তার সঙ্গে মিল রয়েছে লাস ভেগাসের ফর্মুলা ওয়ান রেসিং কারের সার্কিটের সঙ্গে। পাশাপাশি এই মাঠে বসানো হয়েছে ড্রপ ইন পিচ। এই পিচ গুলো তৈরি হয়েছে ফ্লোরিডা শহরে। এই পিচে স্বাভাবিক ঘাসের সঙ্গে পাঁচ শতাংশ সিন্থেটিক ফাইবার মেশানো হয়েছে। যাতে এর দৃঢ়তা বজায় থাকে।
আরও পড়ুন… রাহুলের উপরে কি সত্যি রেগে গিয়েছিলেন গোয়েঙ্কা? ঘটনার ৬ দিন পরে মুখ খুললেন LSG কোচ, সামনে এল আসল কারণ
এবারের টুর্নামেন্ট খেলবে ২০ টি দেশ। যার মধ্যে আটটি ম্যাচ খেলা হবে এই নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। যার মধ্যে রয়েছে ৯ জুন ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ দ্বৈরথ। আমেরিকাতে যে ম্যাচগুলো খেলা হবে তা অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক, ফ্লোরিডা এবং ডালাসে। আইসিসির তরফে জানানো হয়েছে আমেরিকা সহ আশেপাশের সমস্ত দেশে ক্রিকেটকে ছড়িয়ে দিতে এই স্টেডিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উল্লেখ্য দীর্ঘ লড়াইয়ের পরে সাফল্য পেয়েছে আইসিসি। ২০২৮ সালে লস এঞ্জেলেসে বসছে অলিম্পিক গেমসের আসর। সেখানে জায়গা করে নিয়েছে ক্রিকেট।