২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই পাকিস্তান হতাশাজনক পারফরম্যান্স করেছে। আমেরিকার কাছে লজ্জাজনক পরাজয়ের পর, ভারতের কাছে ১২০ রান তাড়া করতে নেমে হারতে হয়েছে বাবর আজম ব্রিগেডকে। আর এর পরেই পাক কিংবদন্তি ওয়াসিম আক্রম দাবি করেছেন যে, পিসিবি-র উচিত বাবর আজম এবং শাহিন আফ্রিদির মতো খেলোয়াড়দের দলের থেকে দূরে রাখা। কারণ তাঁদের মধ্যে ঐক্যের অভাব রয়েছে।
আরও পড়ুন: পাকের বিরুদ্ধে চারে ব্যাটিং, কী ভাবে চাপ কাটালেন 'ক্যাপ্টেন' পন্তের সাহায্যে, ফাঁস করলেন অক্ষর
নিউইয়র্কে রবিবার ভারতের কাছে পাকিস্তানের ছয় রানে হেরে যাওয়ার পর স্টার স্পোর্টসের সঙ্গে কথা বলতে গিয়ে আক্রম বলেছেন, দলের দুই তারকা খেলোয়াড়- অধিনায়ক বাবর এবং অভিজ্ঞ পেসার শাহিন আফ্রিদির মধ্যে কথাবার্তা, মুখ দেখাদেখি বন্ধ। একটি সিরিজের উপর নির্ভর করে শাহিনকে নেতৃত্ব থেকে সরিয়ে বাবরকে ফের ফেরানোর পর থেকেই চলছে ঝামেলা। দলের ভিতরকার কলহ বারবার প্রকাশ্যে এসে পড়েছে। আক্রমের মতে, তার প্রভাবই বিশ্বকাপে পাকিস্তানের খেলায় পড়ছে।
আক্রম বাবর এবং শাহিনকে ইঙ্গিত করে বলেছেন, ‘দলে এমন খেলোয়াড় আছে, যারা একে অপরের সঙ্গে কথা বলতে চায় না। এটা আন্তর্জাতিক ক্রিকেট, আর তুমি তোমার দেশের হয়ে খেলছো। এই খেলোয়াড়দের দলে না রেখে, ঘরে বসিয়ে রাখা উচিত।’
আরও পড়ুন: পাক ফিল্ডিংয়ের দুরবস্থা দেখে হেসে গড়াল রোহিত, হাসি চাপার ব্যর্থ চেষ্টা কোহলির- ভিডিয়ো
উল্লেখযোগ্য ভাবে, গত নভেম্বরে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ থেকে লিগ-পর্যায়ে প্রস্থান করার পর বাবরকে সব ধরনের ফর্ম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। শাহিনকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু মাত্র একটি সিরিজ এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্বল পারফরম্যান্সের কারণে তারকা পেসারকে সরিয়ে টি২০ বিশ্বকাপের কয়েক সপ্তাহ আগে বাবরকে অধিনায়ক হিসাবে পুনর্বহাল করা হয়। যার পর থেকেই কিন্তু কোন্দল শুরু।
আরও পড়ুন: বিশ্বাস হারেনি… উইন প্রেডিকটরে ভারতের ৮% জয়ের সম্ভাবনার স্ক্রিনশট শেয়ার করে বার্তা পন্তের
সূত্রের খবর অবশ্য, দলের অধিনায়ক হিসেবে বাবরের যে সম্মান পাওয়া উচিত, তা তিনি পাচ্ছেন না। প্রয়োজনের সময় খেলোয়াড়দের কাছ থেকে পর্যাপ্ত সহায়তাও পাচ্ছেন না তিনি। ইমাদ ওয়াসিম এবং মহম্মদ আমিরকে নাকি বাবর পছন্দ করেন না। কিন্তু অবসর ভেঙে ফেরার পর তাঁদের দলেও রাখা হয়েছে, এই সিদ্ধান্ত দলের কম্বিনেশনেও প্রভাব ফেলেছে বলে দাবি করেছে সেই সূত্র। পাশাপাশি ধারাবাহিক ভাবে বাজে পারফরম্যান্সের পরেও শাদাব খান এবং ইফতেখার আহমেদের সুযোগ পাওয়া নিয়েও উঠেছে প্রশ্ন। দলের এমন বিশৃঙ্খল অবস্থার কথা নাকি পিসিবি আগে থেকেই জানত। তবে বিশ্বকাপের কারণে তাৎক্ষণিক কোনও ব্যবস্থা নেয়নি তারা। তবে এতে আদপে ডুবতে হচ্ছে টিম পাকিস্তানকে।
যাইহোক, পাকিস্তানের সহকারী কোচ আজহার মাহমুদ অবশ্য ওয়াসিম আক্রমের দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। তিনি পালটা দাবি করেছেন যে, বাবর এবং শাহিন ভালো বন্ধু। মাহমুদ বলেন, ‘ওয়াসিম এ রকম বলেছেন হয়তো, কিন্তু আমি জানি না। তবে আমি এ রকম কিছু দেখিনি। শাহিন এবং বাবর অবশ্যই কথা বলে, ওরা ভালো বন্ধু। ওরা দু’জনই পাকিস্তান দলের অংশ।’ বলেছেন মাহমুদ।