শুভব্রত মুখার্জি:- বিশ্বের যে কোন প্রান্তেই ভারত বনাম পাকিস্তান ম্যাচ হোক না কেন সেই ম্যাচকে ঘিরে সবসময়ে একটা আলাদা উত্তেজনা, উন্মাদনা কাজ করে। দুই দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটার কারণে যেহেতু দুই দেশ এখন আর দীর্ঘদিন দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ফলে আইসিসি ইভেন্টের এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উৎসাহের পারদ চড়তে থাকে চড়চড় করে। আসন্ন টি-২০ বিশ্বকাপে ও এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী গ্রুপ পর্বে মুখোমুখি হবে একে অপরের।
এবারের বিশ্বকাপে এই হাইভোল্টেজ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র। নবনির্মিত আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে হবে এই ম্যাচ। আর এই ম্যাচে ভারতীয় দলকে সাপোর্ট করতে গ্যালারিতে উপস্থিত থাকবেন বলেই জানা যাচ্ছে কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। যা খবর পাওয়া গিয়েছে সেই খবর অনুযায়ী আইসিসির এক বড় স্পন্সর সচিনের ও স্পন্সর। আর তাদের আমন্ত্রণেই নিউ ইয়র্কে উপস্থিত হচ্ছেন সচিন তেন্ডুলকর। এমনটাই জানা গিয়েছে।
আরও পড়ুন… কোহলির সমালোচনা করে বিতর্কের মুখে রায়ডু! CSK-র প্রাক্তনীর পাশে দাঁড়ালেন কেভিন পিটারসেন
ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিট ইতিমধ্যেই শেষ। ম্যাচ টিকিট নিয়ে সামনে এসেছে লক্ষ লক্ষ টাকার দুর্নীতিও। এমন আবহে স্টেডিয়ামের গ্যালারি যে সে দিন কানায় কানায় পূর্ণ থাকবে তা বলাই যায়। আর সমর্থকদের মাঝে সে দিন যদি উপস্থিত থেকে সচিন তেন্ডুলকর ভারতীয় দলের হয়ে গদা ফাটান তাহলে নিঃসন্দেহে এটা বলাই যায় যে ভারতীয় ক্রিকেটারদের আত্মবিশ্বাসকে তা বাড়িয়ে দেবে। প্রসঙ্গত আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারত,পাকিস্তানের মুখোমুখি হবে আগামী ৯ জুন। আর নিউ ইয়র্কের এই ম্যাচেই রোহিত শর্মার দলকে তাতাতে মাঠে উপস্থিত থাকবেন সচিন তেন্ডুলকর। বিষয়টি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে ও নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন… T20 WC 2024: ভেঙে গেল টিভি স্ক্রিন, ঝড়ে লন্ডভন্ড স্টেডিয়াম! বাতিল BAN vs USA-র প্রস্তুতি ম্যাচ
আইসিসির স্পন্সরদের অন্যতম এক সংস্থার বাণিজ্যিক দূত সচিন তেন্ডুলকর। সেই সংস্থা তাঁকে অনুরোধ জানিয়েছে টি-২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ভারত-পাক ম্যাচে মাঠে উপস্থিত হতে। তাদের আমন্ত্রণেই নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি মাঠের নতুন ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হবেন সচিন তেন্ডুলকর। এই মাঠটি একেবারে নতুন তৈরি করা হয়েছে। ব্যবহার করা হয়েছে ড্রপ ইন পিচ।মাঠের দর্শকধারনের ক্ষমতা ৩৪০০০। মুম্বইয়ের জনপ্রিয় মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রায় সমান আয়তনের মাঠ এই নাসাউ কাউন্টির মাঠ।
আরও পড়ুন… Happy International Burger Day: এই বাচ্চাটাকে চিনতে পারছেন? সে এখন বিশ্বের সেরা ক্রিকেটার
আইসিসির তরফে নিশ্চিত করা হয়েছে ভারত-পাক ব্লকবাস্টার এই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আমেরিকাতে ক্রিকেটের প্রসার ঘটাতে উদ্যোগী আইসিসি। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে ও অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট।তার আগে এই দেশে ক্রিকেটকে জনপ্রিয় করতে কোন কার্পণ্য করছে না আইসিসি। তার অঙ্গ হিসেবেই ভারত বনাম পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম।