শুভব্রত মুখার্জি: চলতি টি-২০ বিশ্বকাপে প্রায় শেষের পথে গ্রুপ পর্যায়ের খেলা। সুপার এইটের পর্ব নিশ্চিত করে ফেলেন একাধিক দেশ। ভারতে এই বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস। প্রতি ম্যাচের আগে, পরে এবং ইনিংস বিরতিতে নিয়মিত নানারকম শো নিয়ে উপস্থিত হয় তারা। থাকেন একাধিক প্রাক্তন তারকা ক্রিকেটার। এই রকম এক অনুষ্ঠানেই ঘটে গেল এক অদ্ভুত মজার ঘটনা। অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসের হয়ে একটি শো মাঠেই করছিলেন ভারত এবং পাকিস্তানের দুই কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর এবং ওয়াসিম আক্রম। সেই সময়ে মাঠে ডিজে বিভিন্ন রকম গান বাজাচ্ছিলেন।এতটাই ভালো ছিল ডিজের পারফরম্যান্স তে নিজেদেরকে আর ধরে রাখতে পারেননি গাভাসকর, আক্রম। ডিজের বাজানো গানের তালে তালে নাচতে দেখা যায় তাদের।
আরও পড়ুন… Grand Prix 2024 Boxing Tournament women's 75kg: রুপোর পদক জিতলেন ভারতের লভলিনা বরগোঁহাই
গানের ছন্দে ছন্দে তারা কোমল দোলাচ্ছিলেন। বেশ উপভোগ করছিলেন গোটা পরিবেশটা। তাদের চোখ মুখের অভিব্যক্তি বলে দিচ্ছিল কতটা উপভোগ করছিলেন তারা বিষয়টি। স্বাভাবিকভাবেই আমেরিকার পাশাপাশি ক্যারিবিয়ানভূমে ক্রিকেট ম্যাচ হলে তাতে আলাদা একটা স্বাদ যোগ করে মাঠের পরিবেশ। ক্যালিপসো গান থেকে শুরু মাঠে অস্থায়ী সুইমিং পুল সবকিছুর ব্যবস্থা থাকে। তার উপর বসছে বিশ্বকাপের আসর। ফলে ডিজের গান বাজনা থাকবে না তা কি হয়? আর তাতেই এতটা 'গ্রুভি' মিউজিক বাজাচ্ছিলেন ডিজে যে নিজেদেরকে আর ধরে রাখতে পারেননি গাভাসকর এবং আক্রম। এই দৃশ্য দেখা গিয়েছে নিউ ইয়র্কের। সেখানকার নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের মাঠে এই দুই তারকা ক্যামেরাবন্দি হয়েছেন এক ভক্তের। যিনি ভিডিয়োটি সোশ্যাল মিডিয়াতে ছাড়ার পরেই তা ভাইরাল হয়ে গিয়েছে।
আরও পড়ুন… আমি দলকে হতাশ করেছি, কাজটা শেষ করতে পারিনি- ভারতের বিরুদ্ধে হারের দায় নিলেন ইমাদ ওয়াসিম
মাঠের পাশে বাউন্ডারির দড়ির ধারে দাঁড়িয়ে অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসের হয়ে শো করছিলেন সুনীল গাভাসকর এবং ওয়াসিম আক্রাম। শো থামিয়ে হঠাৎ করেই দেখা যায় তাদেরকে ডিজের বাজানো গানের তালে তালে নাচতে।শো'র উপস্থাপিকা ও বিষয়টির বেশ মজা নিচ্ছিলেন। তাঁকে ও দেখা যায় শো বন্ধ করে নিজের মোবাইলে দুই তারকাকে ফ্রেমবন্দি করতে। উল্লেখ্য ইতিমধ্যেই ভারত সুপার এইট পর্বে পৌঁছে গিয়েছে।সেখানে পাকিস্তান দল গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে। ২ জুন এই বিশ্বকাপ শুরু হয়েছে। শেষ হবে ২৯ জুন বার্বাডোজে বিশ্বকাপ ফাইনালের মধ্যে দিয়ে।