ICC T20 WC 2024 Super 8 Group 2 Points Table: ইংল্যান্ড আগেই মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ-2 থেকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সেমিফাইনালের টিকিট বুক করেছিল। এবার টিকিট পেয়ে গেল দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে আট উইকেটে ১৩৫ রান করে, কিন্তু বৃষ্টি দক্ষিণ আফ্রিকার ইনিংসকে ব্যাহত করে। এর পরে দক্ষিণ আফ্রিকা ১৭ ওভারে ১২৩ রানের লক্ষ্য পায়। শেষ পর্যন্ত তিন উইকেটে জেতে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ড আগেই মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ-2 থেকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সেমিফাইনালের টিকিট বুক করেছিল, এবার দ্বিতীয় দল হিসাবে সেমিতে উঠল দক্ষিণ আফ্রিকা।
আরও পড়ুন… IND vs AUS Live Streaming: কখন, কোথায়, কীভাবে ফ্রি-তে দেখতে পাবেন T20 WC 2024 Super 8-এর এই ম্যাচ
চলুন দেখে নেওয়া যাক টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইটের গ্রুপ-2 এর পয়েন্ট টেবিল-
সবার আগে এই গ্রুপ থেকে সেমির টিকিট পাকা করেছে ইংল্যান্ড। তিন ম্যাচে ২টিতে জিতে চার পয়েন্ট নিয়ে সবার আগে শেষ চারে প্রবেশ করেছে ইংল্যান্ড। মার্কিন যুক্তরাষ্ট্র এই গ্রুপ থেকে সবার আগেই ছিটকে গিয়েছিল। লড়াইটা চলছিল দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। শেষ পর্যন্ত সুপার এইটের রোমাঞ্চকর ম্য়াচ জিতে শেষ চারের টিকিট পাকা করল দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপের শীর্ষে থাকল দক্ষিণ আফ্রিকা। গ্রুপের তিন ম্যাচে তিনটিতেই জিতে সেমিতে পৌঁছাল দক্ষিণ আফ্রিকা। ৬ পয়েন্ট ও +0.599 নেট রান রেট ছিল তাদের পকেটে। তালিকার দুই নম্বরে থাকল ইংল্যান্ড। তিন ম্যাচে চার পয়েন্ট ও +1.992 নেট রান রেট নিয়ে দুই নম্বরে রয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজ ২ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে থাকল। টেবিলের শেষে রইল মার্কিন যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন… অশ্বিনের টাইমলাইনে পাক সাংবাদিকের অপপ্রচার! ইলন মাস্কের কাছে ভারতীয় স্পিনারের বিশেষ আবেদন
চলুন দেখে নেওয়া যাক টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইটের গ্রুপ-1 এর পয়েন্ট টেবিল-
এই গ্রুপে এখনও পর্যন্ত শীর্ষে রয়েছে ভারত। ২ ম্যাচে চার পয়েন্ট পেয়ে টেবিল টপার রোহিত অ্যান্ড কোম্পানি। টেবিলের দুই নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। ২ ম্যাচে ২ পয়েন্ট ও +0.223 নেট রান রেট নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছে তারা। এই গ্রুপের তিনে রয়েছে আফগানিস্তান। ২ ম্যাচে ২ পয়েন্ট ও -0.650 নেট রান রেট নিয়ে তালিকার তিনে রয়েছে রশিদ খানরা। ২ ম্য়াচে দুটোতে হেরেই তালিকার একেবারে শূন্য পয়েন্ট নিয়ে রয়েছে বাংলাদেশ।
আরও পড়ুন… SA vs WI: কাজে এল না রস্টন চেসের অলরাউন্ড লড়াই, ৩ উইকেটে জিতে সেমিতে দক্ষিণ আফ্রিকা
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ সেমিফাইনালের সমীকরণ-
যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইটের গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা সেহেতু তারা টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইটের গ্রুপ-1 এর পয়েন্ট টেবিলের দুই নম্বর দলের বিরুদ্ধে খেলতে নামবে। এবং যেহেতু টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইটের গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে ইংল্যান্ড সেহেতু তারা টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইটের গ্রুপ-1 এর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেলতে নামবে। যদি সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত জয় পায় তাহলে তারা টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইটের গ্রুপ-1 এর পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে ভারত। সেক্ষেত্রে সেমিফাইনালে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ হবে ইংল্যান্ড। অন্যদিকে টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সুপার এইটের গ্রুপ-1 থেকে যেই দল অর্থাৎ আফগানিস্তান অথবা অস্ট্রেলিয়া সেমিতে উঠবে তারা যদি দুই নম্বরে থাকে, তাহলে তারা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।