বাংলা নিউজ > ক্রিকেট > All Teams Prize Money: ভারতের আয় সব থেকে বেশি, T20 বিশ্বকাপ থেকে ২০টি দল কত টাকা করে পুরস্কার পেল, দেখুন সম্পূর্ণ তালিকা

All Teams Prize Money: ভারতের আয় সব থেকে বেশি, T20 বিশ্বকাপ থেকে ২০টি দল কত টাকা করে পুরস্কার পেল, দেখুন সম্পূর্ণ তালিকা

এবারের টি-২০ বিশ্বকাপ থেকে ভারতের আয় সব থেকে বেশি। ছবি- এএনআই।

T20 World Cup 2024, All 20 Teams Prize Money: এবারের টি-২০ বিশ্বকাপ থেকে সব থেকে কম পুরস্কার অর্থ পেয়েছে ওমান ও পাপুয়া নিউ গিনি। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান কত টাকা করে পেয়েছে জানতে চোখ রাখুন তালিকায়।

আইসিসি এবছর টি-২০ বিশ্বকাপে রেকর্ড পরিমাণ প্রাইজ মানি দেয়। আগের কোনও টি-২০ বিশ্বকাপে এত বেশি পরিমাণ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হয়নি। তার যথাযথ কারণও অবশ্য রয়েছে। কেননা এবছর টি-২০ বিশ্বকাপে অংশ নেয় রেকর্ড ২০টি দল। বেশি দল বিশ্বকাপে অংশ নেওয়ার ফলে ম্য়াচ সংখ্যাও বেশি হয়।

আপাতত দেখে নেওয়া যাক টি-২০ বিশ্বকাপ ২০২৪ থেকে কোন দল পুরস্কার মূল্য হিসেবে কত টাকা করে পেল। আইসিসি মার্কিন ডলারে প্রাইজ মানি নির্ধারণ করলেও এক্ষেত্রে ভারতীয় মুদ্রায় পুরস্কার মূল্যের পরিমাণ উল্লেখ করা হল। স্বাভাবিকভাবেই প্রতি দলের প্রাপ্ত অর্থের অতি সামান্য হেরফের হওয়া স্বাভাবিক।

আইসিসির প্রাইজমানি বণ্টন:-

চ্য়াম্পিয়ন দল: ভারতীয় মুদ্রায় প্রায় ২০ কোটি ৩৭ লক্ষ টাকা।

রানার্স দল: ভারতীয় মুদ্রায় প্রায় ১০ কোটি ৬৪ লক্ষ টাকা।

সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল: ভারতীয় মুদ্রায় প্রায় ৬ কোটি ৫৫ লক্ষ টাকা করে।

সুপার এইট থেকে বিদায় নেওয়া ৪টি দল: ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি ১৮ লক্ষ টাকা করে।

৯ থেকে ১২ নম্বরে শেষ করা দল: ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৬ লক্ষ টাকা করে।

১৩ থেকে ২০ নম্বরে শেষ করা দল: ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৮৭ লক্ষ টাকা করে।

সেমিফাইনাল ও ফাইনাল বাদে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ জয়ের জন্য: ভারতীয় মুদ্রায় প্রায় ২৬ লক্ষ টাকা করে।

আরও পড়ুন:- T20 WC 2024 Best XI Announced: বিশ্বকাপের সেরা দলে রোহিত-সহ ভারতের ৬, হাহাকার প্রোটিয়াদের, হাসছে আফগানিস্তান

টি-২০ বিশ্বকাপ ২০২৪ থেকে কোন দল কত টাকা পেল:-

১. ভারত: চ্যাম্পিয়ন হওয়ার জন্য ২০ কোটি ৩৭ লক্ষ ও ম্যাচ জয়ের বোনাস ১ কোটি ৬৯ লক্ষ মিলিয়ে টিম ইন্ডিয়া পকেটে পোরে ভারতীয় মুদ্রায় প্রায় ২২ কোটি ৬ লক্ষ টাকা।

২. দক্ষিণ আফ্রিকা: রানার্স হওয়ার জন্য ১০ কোটি ৬৪ লক্ষ ও ম্যাচ জয়ের বোনাস ২ কোটি ৮ লক্ষ মিলিয়ে দক্ষিণ আফ্রিকার আয় ভারতীয় মুদ্রায় প্রায় ১২ কোটি ৭২ লক্ষ টাকা।

৩. ইংল্যান্ড: সেমিফাইনালে ওঠার ৬ কোটি ৫৫ লক্ষ ও ম্যাচ জয়ের বোনাস ১ কোটি ১৭ লক্ষ মিলিয়ে ব্রিটিশ দল পকেটে পোরে ভারতীয় মুদ্রায় প্রায় ৭ কোটি ৭২ লক্ষ।

৪. আফগানিস্তান: সেমিফাইনালে ওঠার ৬ কোটি ৫৫ লক্ষ ও ম্যাচ জয়ের বোনাস ১ কোটি ৩০ লক্ষ মিলিয়ে আফগানিস্তান পকেটে পোরে ভারতীয় মুদ্রায় প্রায় ৭ কোটি ৮৫ লক্ষ।

আরও পড়ুন:- T20 WC 2024 All Stats And Records: সর্বোচ্চ রান, সর্বাধিক উইকেট, সব থেকে বেশি ছক্কা, টি-২০ বিশ্বকাপের যাবতীয় পরিসংখ্যান

৫. অস্ট্রেলিয়া: সুপার এইটে ওঠার ৩ কোটি ১৮ লক্ষ ও ম্যাচ জয়ের বোনাস ১ কোটি ৩০ লক্ষ মিলিয়ে অস্ট্রেলিয়া পকেটে পোরে ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি ৪৮ লক্ষ।

৬. বাংলাদেশ: সুপার এইটে ওঠার ৩ কোটি ১৮ লক্ষ ও ম্যাচ জয়ের বোনাস ৭৮ লক্ষ মিলিয়ে বাংলাদেশ পকেটে পোরে ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি ৯৬ লক্ষ।

৭. ওয়েস্ট ইন্ডিজ: সুপার এইটে ওঠার ৩ কোটি ১৮ লক্ষ ও ম্যাচ জয়ের বোনাস ১ কোটি ৩০ লক্ষ মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ পকেটে পোরে ভারতীয় মুদ্রায় প্রায় ৪ কোটি ৪৮ লক্ষ।

৮. আমেরিকা: সুপার এইটে ওঠার ৩ কোটি ১৮ লক্ষ ও ম্যাচ জয়ের বোনাস ৬৫ লক্ষ মিলিয়ে আমেরিকা পকেটে পোরে ভারতীয় মুদ্রায় প্রায় ৩ কোটি ৮৩ লক্ষ।

আরও পড়ুন:- Top 10 Run Getters: এবারের T20 বিশ্বকাপে সর্বাধিক রান, সেরা ১০-এ আছেন ভারতের দুই

৯ থেকে ১২ নম্বরে থাকে পাকিস্তান (২ কোটি ৫৮ লক্ষ), স্কটল্যান্ড (২কোটি ৭১ লক্ষ), নিউজিল্যান্ড (২ কোটি ৫৮ লক্ষ) ও শ্রীলঙ্কা (২ কোটি ৪৫ লক্ষ)।

১৩ থেকে ২০ নম্বরে থাকে কানাডা (২ কোটি ২৬ লক্ষ), আয়ারল্যান্ড (২ কোটি), নমিবিয়া (২ কোটি ১৩ লক্ষ), ওমান (১ কোটি ৮৭ লক্ষ), উগান্ডা (২ কোটি ১৩ লক্ষ), পাপুয়া নিউ গিনি (১ কোটি ৮৭ লক্ষ), নেদারল্যান্ডস (২ কোটি ১৩ লক্ষ) ও নেপাল (২ কোটি)।

ক্রিকেট খবর

Latest News

পুজোয় বাধা দিলে ছাড়ব না, দুর্গোৎসবের আগেই মৌলবাদীদের সতর্ক করল বাংলাদেশ সরকার ১৫ কিমি মানববন্ধনে 'মিশে গেল' শ্যামবাজার থেকে সোদপুর, ‘দিদির’ বিচার চাইছে খুদেরা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াডে ঢুকলেন আকাশ দীপ-যশ দয়াল, ফিরলেন পন্ত ‘ওঁর নতুন স্বামীই তো বলেছেন..’, সোহিনী-দীপ্সিতাকে দু'পাশে নিয়ে হাঁটতে চান কল্যাণ ভাদ্রপদের শেষ একাদশীতে পক্ষ পরিবর্তন করে শ্রীহরি, জেনে নিন তিথি ও পুজোর শুভ সময় 'ডাক্তারদের আন্দোলনের জন্য আমার ভাই চিকিৎসা পেল না, প্রাণটা গেল, জাস্টিস চাই' ১২ রানে আউট হয়েও সাঙ্গাকারার দুরন্ত রেকর্ড ভাঙলেন জো রুট, এলিট লিস্টে উঠলেন ছয়ে 'কেন ৩০ মিনিটের মধ্যে…' পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে আর কী প্রশ্ন করা হয়েছিল? ‘অত্যাচারের সময় আমার মেয়েটা যখন মা-মা করে কাঁদছিল, সেই কান্নাটা রোজ কানে বাজে…’ পন্তের টেস্ট স্কোয়াডে ফেরা কার্যত পাকা, সোমবারই সুখবর পেতে পারেন বাংলার আকাশ দীপ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.