বাংলা নিউজ > ক্রিকেট > T20 World Cup 2024: শরিফুলের হাতে ৬টি সেলাই, বিশ্বকাপ অভিযান শুরুর আগেই আশঙ্কার মেঘ টাইগার শিবিরে

T20 World Cup 2024: শরিফুলের হাতে ৬টি সেলাই, বিশ্বকাপ অভিযান শুরুর আগেই আশঙ্কার মেঘ টাইগার শিবিরে

শরিফুলের হাতে ৬টি সেলাই, বিশ্বকাপ অভিযান শুরুর আগেই আশঙ্কার মেঘ টাইগার শিবিরে।

Shoriful Islam in doubt for Sri Lanka clash: ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হাতে গুরুতর চোট লেগেছে শরিফুল ইসলামের। চোট এতটাই গভীর যে, ছ'টি সেলাই পড়েছে। ফলে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে অনিশ্চিত তিনি। কবে তাঁকে পাওয়া যাবে, তা নিয়েও জল্পনা রয়েছে।

শুভব্রত মুখার্জি: চলতি টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত অভিযান শুরু হয়নি বাংলাদেশের। অভিযান শুরুর আগেই আশঙ্কার মেঘ বাংলাদেশ শিবিরে। ইতিমধ্যেই তাদের তারকা পেসার তাসকিন আহমেদের চোট রয়েছে। তিনি বিশ্বকাপে খেলবেন কিনা, তা এখন ও স্পষ্ট নয়। তার মাঝেই এল আশঙ্কার খবর। চোটের কবলে পড়লেন তাদের আর এক তারকা পেসার শরিফুল ইসলাম। তাঁর হাতে গুরুতর চোট লেগেছে। চোট এতটাই গভীর যে, ছ'টি সেলাই পড়েছে। ফলে বিশ্বকাপে আদৌ শরিফুলকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে চিন্তায় রয়েছে টাইগার শিবির।

আরও পড়ুন: ১৩৬ রানের পুঁজি নিয়েও লড়ল পাপুয়া নিউ গিনি, তবে শেষরক্ষা হল না, ৫ উইকেটে জিতে হাঁফ ছাড়ল উইন্ডিজ

প্রসঙ্গত, বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতিও খুব একটা সুখকর হয়নি। আমেরিকার বিরুদ্ধে টি-২০ সিরিজ হারতে হয়েছে তাদের। ভারতের বিরুদ্ধে ওয়ার্ম আপ ম্যাচেও তারা ৬০ রানে হেরেছে। আর এমন আবহেই শরিফুলের এই চোট ঘুম উড়িয়ে দিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। শরিফুল ইসলামের বাঁ-হাতে চোটটা লেগেছে। ফলে টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচে অনিশ্চিত এই তরুণ বাঁহাতি পেসার। প্রসঙ্গত, বিশ্বকাপের আগেই পাজরের পাশে চোট পেয়েছিলেন তাসকিন। তার পরেও তাঁকে বিশ্বকাপ দলে নির্বাচন করা হয়। তাসকিন আহমেদ এখনও সুস্থ নন। ফলে বিশ্বকাপ শুরুর আগে ভারতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচেও খেলতে নামতে পারেননি তিনি। আর ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেই পাওয়া চোটে এখন অনিশ্চয়তা দেখা দিয়েছে অপর তারকা পেসার শরিফুলকে নিয়ে।

আরও পড়ুন: IPL-এ কোহলি যেভাবে ব্যাটিং করেছে, তাতে ওরই ওপেন করা উচিত- পালটি খেয়ে দাবি গাভাসকরের

নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ভারতের ইনিংসের শেষ ওভারে এই চোটটি পান শরিফুল। তাঁর বাঁ-হাতে চোট পান টাইগার পেসার। ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার জোরালো একটি শট বাঁচাতে গিয়ে হাতে পড়েছে ছ'টি সেলাই।

আরও পড়ুন: নরম মাঠ, স্পঞ্জি পিচ… ভারতীয় ক্রিকেটারদের চোটের সম্ভাবনা নিয়ে চিন্তায় দ্রাবিড়

ঘটনার পরে মাঠেই বেশ যন্ত্রণায় ছটফট করতে দেখা যায় শরিফুলকে। মাঠেই দেখা যায় যে, হাত থেকে থেকে রক্ত পড়ছে। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় শরিফুলকে। বিসিবির তরফে, শরিফুলের চোটের সর্বশেষ অবস্থা জানিয়েছে দলের চিকিৎসক দেবাশিষ চৌধুরি। তিনি‌ বলেছেন, ‘ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল ঠেকাতে গিয়ে বাঁ-হাতের তর্জনী এবং মধ্যমার সংযোগস্থলে চোট পেয়েছেন শরিফুল। মাঠে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে নাসাউ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর বাকি চিকিৎসা সম্পন্ন হয়েছে। তাঁর হাতে একটি ছোট সার্জারি করা হয়েছে। হাতে ৬টি সেলাই করা হয়েছে। দু'দিন পরে ড্রেসিং পাল্টানোর জন্য ফের সার্জনের কাছে যাব। তখন বোঝা যাবে, মাঠে ফেরার জন্য কত দিন আর সময় লাগতে পারে শরিফুলের।’

উল্লেখ্য, বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচে শরিফুলকে পাওয়া যাবে না বলেই ধরে নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে এর পর আগামী সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও তাঁকে পাওয়া যাবে কিনা, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

ক্রিকেট খবর

Latest News

বিয়ের পাকা কথা অতীত! ইনস্টায় পরস্পরকে আনফলো, ফের প্রেম ভাঙল ফুলকির নায়কের? কিউয়িদের কাছে বিশাল ব্যবধানে হার…খাদের কিনারায় স্মৃতিরা! সেমির রাস্তা কতটা কঠিন? পুজোর কথা মাথায় রেখে আজ থেকে বাড়তি মেট্রো গঙ্গার নীচ দিয়ে, জেনে নিন সময়সূচি ‘এভাবে বিশ্বকাপ শুরু হবে আশা করিনি,’রবিবারের পাক ম্যাচের আগে বিপর্যস্ত হরমনপ্রীত আরজি কর নিয়ে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন! ‘হাত পা ঠান্ডা হচ্ছে’, লিখলেন সুদীপ্তা ২ দশক পর দামোদর নদে ধরা পড়ল ইলিশ, নিলামে তোলা হলে কত দাম পেল সেই মাছ? ‘এটাই কামব্যাক ম্যাচ ছিল! পাওয়ালপ্লেতেই টার্গেট করে জিতেছি’! বললেন কিউয়ি অধিনায়ক নারী স্বাধীনতার মানে পতাকা নিয়ে রাস্তায় নেমে যাওয়া নয়: পাওলি দাম একা থাকতে কষ্ট হচ্ছে বলে কারা ফিরে যাবেন প্রাক্তনের কাছে? কী বলছে প্রেম রাশিফল মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.