শুভব্রত মুখার্জি: ক্রিকেট খেলাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। ইতিমধ্যেই ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে অন্তর্ভুক্ত হয়েছে ক্রিকেট। ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়েই এবার টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে আমেরিকার হাতে। নিউ ইয়র্কে এই বিশ্বকাপ আয়োজনের জন্য তৈরি হয়েছে নয়া নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামে ব্যবহার করা হচ্ছে ড্রপ ইন পিচ। অর্থাৎ বাইরে পিচ তৈরি করে এনে সেই পিচ বসিয়ে দেওয়া হয়েছে এই মাঠে।
আরও পড়ুন: ব্যথা রয়েছে- চোট নিয়ে মুখ খুললেন রোহিত, পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন?
সেই ২২ গজে বুধবার অর্থাৎ ৫ জুন ভারত মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ডের। আর এই মাঠের পিচ নিয়েই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। তাঁর মতে, বিশ্বকাপে খেলতে কঠোর পরিশ্রম করে সব ক্রিকেটার। তার পরে নিউইয়র্কের এই ধরনের নিকৃষ্টমানের উইকেটে খেলাটা একেবারেই মেনে নেওয়া যায় না।
আরও পড়ুন: ওপেন করতে নেমেই ব্যর্থ কোহলি, আউট হলেন ১ রানে, T20 World Cup-এ নিজের সর্বনিম্ন স্কোর বিরাটের
সোশ্যাল মিডিয়াতে বিষয়টি নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন মাইকেল ভন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন , ‘স্টেটসে (আমেরিকা) খেলাটা পণ্য হিসেবে বিক্রি করার চেষ্টা করা খুব ভালো। আমি খুব ভালো উদ্যোগ হিসেবে মনে করি। আমি এই উদ্যোগকে খুব ভালোবাসি। তবে এর পরেও একটা কথা বলব, তা হল নিউইয়র্কের এই নিকৃষ্ট মানের উইকেটে ক্রিকেটারদের খেলতে হচ্ছে, তা একেবারেই মেনে নেওয়া যায় না। বিশ্বকাপে পৌঁছতে সবাই খুব কঠোর পরিশ্রম করে। তার পর এই ধরনের উইকেটে ম্যাচ খেলা একেবারেই মানা যায় না।’
২০২৪ সালে আয়োজিত হচ্ছে নবম টি-২০ বিশ্বকাপ। এই বিশ্বকাপে এখন পর্যন্ত নিউ ইয়র্কে যে পিচগুলো ব্যবহার করা হয়েছে তা ক্রিকেট খেলার একেবারেই অযোগ্য। যেখানে রয়েছে 'স্পঞ্জি বাউন্স'। অর্থাৎ বল পড়ে হঠাৎ হঠাৎ করে বাজে ভাবে বাউন্স করছে। যা বিপজ্জনকও বলা চলে। বাউন্সের হেরফের রয়েছে উইকেটে। বল পড়ে থমকে থমকে আসছে। তবে অনেক বিশেষজ্ঞদের মতে, এই উইকেটে একটু ধৈর্য্য রেখে খেলতে হবে। প্রথম থেকেই টি-২০-র স্বাভাবিক ছন্দে মারার চেষ্টা করতে গেলে হবে না। এই ধরনের উইকেটে ১২০-১৪০ রান ম্যাচ জেতাতে পারে কোনও দলকে। বল ধরে ধরে খেলে ইনিংস গড়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শ্রীলঙ্কা এই উইকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ৭৭ রানে অলআউট হয়ে যায়। আয়ারল্যান্ড বুধবার ভারতের বিরুদ্ধে ৯৬ রানে অলআউট হয়ে গিয়েছে। এর পর নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের উইকেট সম্বন্ধে বলতে গিয়ে উইকেটকে 'সকিং উইকেট' বলেছেন ভন। এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দল ছয় জন বোলার নিয়ে ম্যাচে খেলে। যার সুফলও তারা শেষ পর্যন্ত পেয়েছে।