বিরাট কোহলি কবে, কখন নিউ ইয়র্কে অন্যান্য ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে যোগ দেবেন? এই নিয়ে তীব্র জল্পনা রয়েছে। আপাতত এর কোনও সুনির্দিষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি। কোহলি ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের একমাত্র ক্রিকেটার, যিনি এখনও মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছাননি। চার রিজার্ভ সহ বাকি ১৮ জন ক্রিকেটার ইতিমধ্যে বুধবার নিউইয়র্কে তাদের প্রশিক্ষণ সেশন শুরু করে দিয়েছেন।
কেন দলের সঙ্গে যোগ দেননি কোহলি?
কোহলিকে সম্প্রতি মুম্বইতে স্ত্রী অনুষ্কা শর্মা এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খানের সঙ্গে দেখা গিয়েছে। দুই মাস টানা আইপিএল খেলার পরে অন্যরা বিশ্বকাপের দলে যোগ দিলেও, কোহলি নাকি কিছুটা দীর্ঘ বিরতির জন্য অনুরোধ করেছেন।
আরও পড়ুন: বেড়েছে দল, বদলেছে নিয়ম, 2024 T20 World Cup কী ফর্ম্যাটে খেলা হবে? জানুন বিস্তারিত
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ‘বিসিসিআই-এর তরফে থেকে এখনও পর্যন্ত কোহলির আমেরিকায় যাওয়ার অবস্থান সম্পর্কে কোনও আপডেট পাওয়া যায়নি।’ প্রাক্তন ভারত অধিনায়ক শেষ বার ২২ মে আইপিএল এলিমিনেটরে খেলেছিলেন। রাজস্থান রয়্যালসের কাছে হেরে তাঁর দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টুর্নামেন্ট থেকে ছিটকে যায়।
সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, শুক্রবার নিউইয়র্কে পৌঁছতে পারেন কোহলি। তারা আবার দাবি করেছে, ‘আরসিবি আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর, কোহলি ব্যক্তিগত কাজের জন্য বিরতি নিয়েছেন এবং তিনি শুক্রবারের মধ্যে দলে যোগ দেবেন।’
আরও পড়ুন: ডেটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু মাঠে অধিনায়কই বস- গম্ভীরকে নিয়ে হইচইয়ের মাঝে বড় দাবি KKR কোচের
বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ নাও খেলতে পারেন বিরাট
তবে এমনটা মোটামুটি ভাবে আগে থেকেই শোনা যাচ্ছিল যে, রবিবার (১ জুন) বাংলাদেশের বিপক্ষে ভারতের একমাত্র প্রস্তুতি ম্যাচে কোহলিকে না পাওয়া যাওয়ার সম্ভাবনাই বেশি। পিটিআই লিখেছে, ‘এটা এখনও পরিষ্কার নয় যে, কোহলি দীর্ঘ উড়ানের পর শনিবার বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে অংশ নিতে পারবেন কিনা!’
আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে জঙ্গি হামলার হুমকি, বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা
১৫৪.৭০ স্ট্রাইক রেটে ১৫ ম্যাচে ৭৪১ রান করার পর, কোহলি তাঁর ক্যারিয়ারে দ্বিতীয় বারের মতো অরেঞ্জ ক্যাপ জিতেছেন। এদিকে ভারতীয় ক্রিকেটাররা বিভিন্ন ভাগে নিউইয়র্কে পৌঁছে গিয়েছেন। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে প্রথম ব্যাচ ২৫মে মুম্বই থেকে যাত্রা করেছিল। রাজস্থান রয়্যাল ক্রিকেটার সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চাহাল এবং যশস্বী জয়সওয়ালরা কয়েক দিন পরে পৌঁছেছেন। কারণ তাঁদের আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার খেলতে হয়েছে।
ভারতের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে ৫ জুন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ৯ জুন তাদের পরের ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। বাকি দু'টি ম্যাচ যথাক্রমে আমেরিকা (১২ জুন) এবং কানাডার (১৫ জুন) বিরুদ্ধে।