২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আমেরিকায় কিন্তু বেশ চাপেই রয়েছে বাংলাদেশ। মেগা টুর্নামেন্ট শুরুর আগে আমেরিকার বিরুদ্ধে টাইগাররা তিন ম্যাচের প্রস্তুতি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল। এর পর দু'টি প্রস্তুতি ম্যাচের প্রথমটি বৃষ্টিতে ভেস্তে যায়, যেটি আমেরিকার বিরুদ্ধেই ছিল। শনিবার ভারতের বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচে বাজে ভাবে ৬০ রানে হারে তারা। ব্যাটে, বলে সবেতেই ব্যর্থ হয় বাংলাদেশ। তবে প্রস্তুতি ম্যাচ হারের পর বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের ব্যাটিং পারফরম্যান্সের তীব্র সমালোচনা করেছেন।
শান্ত ব্যাট হাতে নিজেও ব্যর্থ হয়েছেন। দ্বিতীয় ইনিংসের শুরুতেই ভারতের তারকা পেসার মহম্মদ সিরাজের বলে শূন্য রানে আউট হন তিনি। ম্যাচের পর, শান্ত মূল বিশ্বকাপে ভালো কিছু করারই প্রতিশ্রুতি দিয়েছেন।
ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমার মনে হয় না সব কিছু পরিকল্পনা অনুযায়ী ঘটেছে। কিন্তু বোলাররা দারুণ ছিলেন। শরিফুল এবং রিশাদ যেভাবে ওই দুই ওভার বোলিং করেছে, সেটা নিয়ে সত্যিই খুশি। কিন্তু আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। আশা করি, বিশ্বকাপের মূল খেলায় বিশেষ কিছু করব।’
প্রস্তুতি ভালো না হলেও, মূল বিশ্বকাপে কী ভাবে ভালো করবে বাংলাদেশ? এর ব্যাখ্যা দিয়ে শান্ত বলেছেন, ‘আগে কী হয়েছে, সেটা নিয়ে আমরা ভাবছি না। আমরা সবাই জানি আমাদের সামর্থ্য কতটা। আমাদের সাহসী হতে হবে এবং পরিকল্পনার বাস্তবায়ন করতে হবে।’
আরও পড়ুন: জন্মদিনের দিনই আবেগঘন বার্তা দিয়ে ক্রিকেটের মাঠ ছাড়লেন দীনেশ কার্তিক
এদিকে বাংলাদেশকে চিন্তায় ফেলে দিয়েছে শরিফুল ইসলামের চোট। ম্যাচে নিজের শেষ ওভারটি করার সময়ে হার্দিক পান্ডিয়ার শট আটকাতে গিয়ে নিজের বোলিং হাতে চোট পান শরিফুল। সেই সময়ে আর বোলিং করতে পারেননি। ৩.৫ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নিয়ে মাঠ ছাড়েন তিনি।
আরও পড়ুন: পাকিস্তানের চেয়ে ভারত এগিয়ে রয়েছে ঠিকই, কিন্তু… রোহিতদের কোন বিষয়ে সতর্ক করলেন সৌরভ?
ম্যাচ শেষে শরিফুলকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে। শরিফুলের হাতে ৬টি সেলাই পড়েছে। স্বাভাবিক ভাবেই শ্রীলঙ্কার বিপক্ষে ৮ জুন নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের এই বাঁহাতি পেসারের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। শরিফুলকে নিয়ে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল বলেছিলেন, ‘ও এখনও পর্যবেক্ষণে আছে। এখন হাসপাতালে রয়েছে। খুব সম্ভবত ও ঠিক হয়ে যাবে।’
শরিফুলের চোটের সর্বশেষ অবস্থা সম্পর্কে বিসিবি-র তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। যেখানে দলের চিকিৎসক দেবাশিস চৌধুরি বলেছেন, ‘শরিফুল তাঁর শেষ ওভারে একটি বল আটকাতে গিয়ে বাঁ-হাতের তর্জনী এবং মধ্যমার মাঝে যে জায়গা রয়েছে, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়েছে। মাঠে প্রাথমিক পরিচর্যার পর ওকে ম্যাচ শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে ওর হাতে ছ'টা সেলাই পড়েছে। ২দিন বাদে বোঝা যাবে, ওর ফিরতে কত সময় লাগবে।’