বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে প্রস্তুতি ম্যাচ চলাকালীন মাঠে ভক্তের অনুপ্রবেশ করা নিয়ে মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা। মঙ্গলবার তাঁকে প্রাক-ম্যাচ সংবাদিক সম্মেলনে এই সম্পর্কে প্রশ্ন করা হলে, রোহিত হাতাশাই প্রকাশ করেছেন। তাঁর মতে, এই ভাবে ভক্তদের এই ভাবে মাঠে প্রবেশ করা কখনও-ই উচিত নয়।
গত শনিবার (১ জুন) নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে ঘটনাটি ঘটেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত তাদের একমাত্র প্রস্তুতি ম্যাচে যখন বাংলাদেশের মুখোমুখি হয়েছিল, সেই সময়ে। একজন ভারতীয় সাংবাদিক রোহিতকে জিজ্ঞেস করেছিলেন, ‘ওয়ার্ম আপ খেলা চলাকালীন, একজন ভক্ত হঠাৎ মাঠে ঢুকে পড়েছিলেন। নিরাপত্তারক্ষীরা তাঁকে যেভাবে ধরেছিলেন, আপনি সেই ভক্তকে সহজ ভাবে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিলেন। আপনি কি সেই সময়ের আবেগ সম্পর্কে আমাদের বলতে পারেন?’
আরও পড়ুন: প্রত্যাবর্তনটি দেখার মতো হবে… বল হাতে অনুশীলন শুরু,২২ গজে ফেরার বড় ইঙ্গিত শামির- ভিডিয়ো
রোহিত অবিলম্বে তাঁর হতাশা প্রকাশ করেছেন এবং জোর দিয়ে বলেছেন যে, এই ধরনের ঘটনাগুলিকে উৎসাহিত করা উচিত নয় বা অযথা মনোযোগ দেওয়া উচিত নয়। ভারত অধিনায়কের দাবি, ‘প্রথমেই বলবো, কেউ এভাবে মাঠে অনুপ্রবেশ করবেন না। এটা ঠিক নয় এবং এই প্রশ্নটাও ঠিক ছিল না। কারণ এই বিষয়টি প্রচার করার নয় যে, মাঠে একজন ভক্ত ঢুকে পড়ে দৌড়াচ্ছে। খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভাবুন। হ্যাঁ, এখানে যাঁরা আসছেন, তাঁদের জন্য এটা গুরুত্বপূর্ণ যে, প্রতিটি দেশের যে নিয়মকানুন আছে সেগুলি মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। বড় স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে, যাতে আপনি ভালো ভাবে ম্যাচ দেখতে পারেন, মাঠের মধ্যে ঢুকে দৌড়াদৌড়ি করার দরকার নেই।’
আরও পড়ুন: ভারতীয় দলকে নিঃসন্দেহে কোচিং করাতে পছন্দ করব- এবার নিজের মনের ইচ্ছের কথা প্রকাশ করলেন সৌরভ
রোহিত আমেরিকার নিয়ম-কানুন মেনে চলার প্রয়োজনীয়তার বিষয়ে বিস্তারিত কথা বলেছেন। এবং ভক্তদের অনুরোধ করেছেন, খেলায় ব্যাঘাত না ঘটিয়ে স্ট্যান্ড থেকে খেলা উপভোগ করতে।
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের রান তাড়া করার সময়ে ঘটনাটি ঘটে। একজন ভক্ত রোহিতের সঙ্গে দেখা করতে নিরাপত্তা লঙ্ঘন করে মাঠে ঢুকে পড়েন। নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে ফেলার আগেই, রোহিতকে সেই ভক্ত আলিঙ্গন করে ফেলেছিলেন। এবং তাঁর সঙ্গে হাতও মিলিয়েছিলেন। পরে নিরাপত্তারক্ষীর সেই ভক্তকে চেপে ধরে মাটিতে ফেলে হাতকড়া পরিয়ে মাঠ থেকে পরে বের করে নিয়ে যান। সেই সময়ে রোহিত নিরাপত্তারক্ষীদের অনুরোধ করেছিলেন, ভক্তকে না মেরে তাঁকে যেন শুধু মাঠ থেকে বের করে দেওয়া হয়।
এই ধরনের ঘটনাগুলি খেলোয়াড়দের মনোসংযোগ নষ্ট করে কিনা, জিজ্ঞেস করা হলে, রোহিত উদ্বেগকে উড়িয়ে দিয়ে বলেন, ‘এগুলো প্লেয়ারদের মনোসংযোগ নষ্ট করে না ঠিকই, কারণ প্লেয়ারদের পুরো ফোকাসই ম্যাচে থাকে। কিন্তু এমনটা ঘটা উচিত নয়।’ টিম ইন্ডিয়া বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের তাদের প্রথম ম্যাচ খেলবে। এর পর ৯ জুন পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।