টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম সংস্করণ শুরু হওয়ার অপেক্ষা। উন্মাদনা বাড়তে শুরু করেছে। এবার আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ যৌথ ভাবে বিশ্বকাপ আয়োজন করছে। ১ জুন আমেরিকা এবং কানাডার ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হতে চলেছে। এবারের বিশ্বকাপে একেবারে চারটি জল বেড়ে গিয়েছে। দলের সংখ্যা বাড়ায় নিয়মও বদলেছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন নিয়মগুলি কী জানেন?
২০ দলে হবে এবারের বিশ্বকাপ
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েছে ১৬টি দল। কিন্তু এবার তা এক লাফে বেড়ে হয়েছে ২০। অর্থাৎ চারটি অতিরিক্ত দল অংশ নেবে এবারের বিশ্বকাপে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেক হবে আমেরিকা, কানাডা এবং উগান্ডার। এছাড়াও আমেরিকা, কানাডা, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান, পাপুয়া নিউ গিনি, উগান্ডা, নেদারল্যান্ডস এবং নেপাল- ন'টি অ্যাসোসিয়েট দেশ এবারের মেগা টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
কী ফরম্যাটে হবে বিশ্বকাপ?
২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপে রয়েছে পাঁচটি করে দল। তারা একে অপরের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে। এবার পয়েন্টের বিচারে, প্রতিটি গ্রুপ থেকে প্রথম দু'টি দল সুপার এইটের জন্য যোগ্যতা অর্জন করবে। এবার সুপার এইটের ক্ষেত্রেও আটটি দলকে দু'টি গ্রুপে ভাগ করা হবে। সেখানেও একটি গ্রুপের প্রতিটি দল একে অপরের সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। সেখানেও প্রতিটি গ্রুপ থেকে প্রথম দু'টি দল সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে। সেমিফাইনালে জয়ী দুই দল ফাইনালে উঠবে।
আরও পড়ুন: ডেটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কিন্তু মাঠে অধিনায়কই বস- গম্ভীরকে নিয়ে হইচইয়ের মাঝে বড় দাবি KKR কোচের
ম্যাচ ড্র হলে বা কোনও কারণে ভেস্তে গেলে কী হবে?
যে কোনও ম্যাচের ক্ষেত্রেই যদি সেটি ড্র হয়ে যায় বা অমীমাংসিত ভাবে শেষ হয়, তবে সুপার ওভার খেলা হবে। তাতেও নিষ্পত্তি না হলে, আর একটি সুপার ওভার খেলা হবে। এদিকে গ্রুপ পর্ব বা সুপার এইটের কোনও ম্যাচ আবহাওয়ার কারণে ভেস্তে গেলে, তবে বিজয়ী ঠিক করার জন্য প্রতিটি দলকে অন্তত পাঁচ ওভার করে খেলতে হবে। নক আউট ম্যাচের ক্ষেত্রে দুই দলকেই অন্তত ১০ ওভার করে খেলতে হবে।
সেমিফাইনাল এবং ফাইনালের ক্ষেত্রে বৃষ্টি হলে অতিরিক্ত ১৯০ মিনিট অপেক্ষা করা হবে। তার মধ্যে ম্যাচ শুরু করা গেলে পুরো ২০ ওভারই খেলা হবে। প্রথম সেমিফাইনাল এবং ফাইনালের ক্ষেত্রে রিজার্ভ ডে থাকলেও, দ্বিতীয় সেমিফাইনালে নেই।
আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে জঙ্গি হামলার হুমকি, বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা
আইপিএলের থেকে বিশ্বকাপের যে নিয়মগুলি আলাদা:
ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম থাকছে না- এই নিয়ম অনুসারে টসের সময়ে প্লেয়িং ইলেভেন ঘোষণা করার ক্ষেত্রে দলের অধিনায়ককে আরও পাঁচ জন খেলোয়াড়ের নাম দিতে হয়। যাঁদের তিনি ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করতে চান। তার পর ম্যাচ চলাকালীন যে কোনও দলের অধিনায়ক প্লেয়িং ইলেভেন থেকে একজন খেলোয়াড়কে বাদ দিয়ে ইমপ্যাক্ট প্লেয়ারের অপশনের জন্য দেওয়া নাম থেকে একজন খেলোয়াড়কে ডাকতে পারেন। আইপিএল ২০২৪-এ সমস্ত দল এই নিয়মের সুবিধা নিয়েছে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ম প্রযোজ্য হবে না।
নো বল এবং ওয়াইডের জন্য মিলবে না ডিআরএস- আইপিএলে খেলোয়াড়রা ম্যাচ চলাকালীন ওয়াইড বল এবং নো বলের জন্য ডিআরএস নেওয়ার সুযোগ পেতেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে তা হবে না। সেখানে খেলোয়াড়রা ওয়াইড এবং নো বলের জন্য ডিআরএস নিতে পারবেন না।
বোলাররা শুধুমাত্র একটি বাউন্সার করতে পারবেন- আইপিএল ম্যাচে প্রত্যেক বোলার ১ ওভারে ২টি বাউন্সার করতে পারেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে এর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। এমতাবস্থায়, টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে একজন বোলার ১ ওভারে মাত্র ১টি বাউন্সার করতে পারেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনও স্ট্র্যাটেজিক টাইম আউট থাকবে না- আইপিএলে প্রতিটি ইনিংসে আড়াই মিনিটের ২ বার স্ট্র্যাটেজিক টাইম আউট উপলব্ধ থাকে। অর্থাৎ, একটি ম্যাচে মোট চাপ বার স্ট্র্যাটেজিক টাইম আউট হয়। কিন্তু, টি-টোয়োন্টি বিশ্বকাপের সময়ে কোনও স্ট্র্যাটেজিক টাইম আউট থাকে না। বরং, সেখানে ড্রিঙ্কস ব্রেক থাকে।