টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক আমেরিকার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনল শ্রীলঙ্কা। তাদের দাবি, আমেরিকা এক একটি দলের সঙ্গে এক এক রকম আচরণ করছে। তারা জানিয়েছে যে, তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে এই নিয়ে অভিযোগও দায়ের করেছে।
চাঞ্চল্যকর অভিযোগ শ্রীলঙ্কার
শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো দাবি করেছেন যে, অন্যান্য দলগুলি ভালো সুযোগ-সুবিধে পেলেও, শ্রীলঙ্কা তা পাচ্ছে না। শ্রীলঙ্কাকে ইচ্ছা করে অপদস্থ করা হচ্ছে। ফ্লোরিডা বিমানবন্দরে সাত ঘণ্টা দেরিতে বিমান ছাড়া নিয়ে আগেই আইসিসি-কে অভিযোগ জানানো হয়েছে। ফার্নান্দোর দাবি, হোটেল থেকে ৯০ মিনিট দূরে শ্রীলঙ্কার অনুশীলনের মাঠ রয়েছে। সেখানে ভারতের হোটেল থেকে অনুশীলনের মাঠ বেশ কাছাকাছি।
আরও পড়ুন: রোহিতের চোট নিয়ে জল্পনা বাড়ালেন বুমরাহ পত্নী
প্রসঙ্গত, নিউইয়র্কে সোমবার নিজেদের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। ফার্নান্দো সংসদকে বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট আইসিসির কাছে ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছে। বিভিন্ন দেশের সঙ্গে ভিন্ন ভিন্ন আচরণ করা হচ্ছে। আমরা টুর্নামেন্টের আয়োজকদের কাছ থেকে এর ব্যাখ্যা চেয়েছি।’ ফার্নান্দো যোগ করেছেন, শ্রীলঙ্কা ক্রীড়ামন্ত্রকের এক কর্তাকে আমেরিকায় পাঠানো হয়েছে, ক্রিকেট দলের দেখভাল করার জন্য।
বিরোধী দলীয় নেতা সজিথ প্রেমাদাসা আবার দাবি করেছেন যে, শ্রীলঙ্কার ক্রিকেটের প্রতি যে অবিচার হচ্ছে, তার বিরুদ্ধে গোটা সংসদই ঐক্যবদ্ধ। তিনি বলেছেন, ‘আমরা এই অন্যায়ের বিরুদ্ধে সকলে মিলে একসঙ্গে দাঁড়িয়েছি, আমাদের এটি হতে দেওয়া উচিত নয়।’
আরও পড়ুন: গোল্ডেন ডাক করে আউট, তার উপর আবার সমর্থকের উপর চড়াও, বিতর্কে ১২৫ কেজির আজম খান- ভিডিয়ো
ক্রিকেটাররাও সরব
অ্যাঞ্জেলো ম্যাথিউস, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক এবং শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের বর্তমান সদস্য, স্থানীয় সম্প্রচারকারী অ্যাডা দেরানা টিভিতে দেওয়া একটি সাক্ষাৎকারে দাবি করেছেন, গত কয়েক দিন তাঁদের কাছে ‘সবচেয়ে চ্যালেঞ্জিং’ ছিল।
তিনি বলেছেন, ‘অনুশীলনে ঠিক মতো সুবিধে পাওয়া যাচ্ছে না। উইকেট ভালো নয়। গত চার-পাঁচ দিন আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। এমন কী ফ্লাইট বিলম্বিত হওয়ায় আমাদের অনুশীলন বাতিল করতে হয়েছিল। আমরা এটিকে অজুহাত হিসেবে ব্যবহার করতে যাচ্ছি না, আমরা এমন একটি দল, যারা বাধা সত্ত্বেও জিতেছি। আমরা এই সব আমাদের পিছনে রাখতে চাই এবং পরের ম্যাচে ভালো করতে চাই।’
আরও পড়ুন: ভারত-পাকিস্তান ম্যাচ কি ভেসে যাবে? বৃষ্টির ভ্রুকুটি কিন্তু রয়েইছে
হার দিয়ে অভিযান শুরু
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই তিক্ত অভিজ্ঞতা হল প্রাক্তন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন রানে অলআউট হওয়ার লজ্জার নজিরের পাশাপাশি ৬ উইকেটের বড় হারের মুখে পড়তে হয় ওয়ানিন্দু হাসারাঙ্গাদের। তারা ৭৭ রানে গুটিয়ে যায়। পরে বোলিংয়ে তারা কিছুটা লড়াই করলেও, ২২ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। শনিবার শ্রীলঙ্কা তাদের পরবর্তী গ্রুপের ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে।