পয়েন্ট যাই হোক না কেন, এ-গ্রুপের এক নম্বর দল হিসেবে সুপার এইট রাউন্ডে প্রবেশ করবে ভারত। টিম ইন্ডিয়া যদি কোনওভাবে এ-গ্রুপের দ্বিতীয় দল হয়, তা হলেও তারা গ্রুপ চ্যাম্পিয়নের মতোই মর্যাদা পাবে। শুধু ভারতের ক্ষেত্রে নয়, বরং অন্যান্য গ্রুপের এক নম্বর এবং ২ নম্বর দল হিসেবে কারা চলটি টি-২০ বিশ্বকাপের সুপার এইট রাউন্ডে উঠবে, তা আগে থেকেই নির্ধারণ করে রেখেছে আইসিসি।
বিষয়টা শুনতে অবাক লাগলেও এর মধ্যে কোনও পক্ষপাতিত্ব নেই। আসলে ব়্যাঙ্কিং অনুযায়ী কোন দল গ্রুপের এক নম্বর হবে এবং দুই নম্বর দলের মর্যাদা পাবে কারা, তা স্থির করে রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। বিশ্বব়্যাঙ্কিং অনুযায়ী সেরা ৮টি দলকে রাখা হয়েছে এই বাছাই তালিকায়।
টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর এ-গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, আমেরিকা, আয়ারল্যান্ড ও কানাডা। ব়্যাঙ্কিং অনুযায়ী এই গ্রুপের এক নম্বর বাছাই হল ভারত এবং দুই নম্বর বাছাই হল পাকিস্তান। সুতরাং, ভারত গ্রুপ লিগে কত নম্বরে থেকে সুপার এইটে উঠল, তা বিবেচ্য হবে না। সুুপার এইটে উঠলেই ভারত গ্রুপের ১ নম্বর দলের মর্যাদা পাবে। পাকিস্তান যদি সুপার এইটে না উঠতে পারে, তবে তাদের জায়গায় আমেরিকা এ-গ্রপের দুই নম্বর দল হবে।
মজার বিষয় হল এই যে, যদি এক্ষেত্রে এ-গ্রুপ থেকে পাকিস্তান ও আমেরিকা সুপার এইটে উঠতো, তাহলে পাকিস্তান পূর্ব নির্ধারিত বাছাই তালিকা অনুযায়ী এই গ্রুপে দুই নম্বর দলেরই মর্যাদা পেত। সেক্ষেত্রে ভারতের জায়গায় এ-গ্রুপের এক নম্বর দল হিসেবে সুপার এইটে যেত আমেরিকা।
ঠিক এই কারণেই অস্ট্রেলিয়া বি-গ্রুপে সব থেকে বেশি পয়েন্ট সংগ্রহ করলেও তারা গ্রুপের দুই নম্বর দল হিসেব সুপার এইটে উঠবে। নিউজিল্যান্ড সি-গ্রুপের এক নম্বর বাছাই ছিল। তারা ছিটকে যাওয়ায় তাদের জায়গায় সি-গ্রুপের এক নম্বর দল হবে আফগানিস্তান।
ব়্যাঙ্কিং অনুযায়ী সুপার এইটের বাছাই তালিকা:-
কারা ইতিমধ্যে সুপার এইটের যোগ্যতা অর্জন করেছে:-
এ-গ্রুপ থেকে ভারত সুপার এইটে উঠেছে। বি-গ্রুপ থেকে সুপার এইটের টিকিট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সি-গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান এবং ডি-গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করেছে।
সুপার এইটের গ্রুপ বিভাগ:-
গ্রুপ-১: এ-১ (ভারত), বি-২ (অস্ট্রেলিয়া), সি-১ (আফগানিস্তান), ডি-২ (বাংলাদেশ/নেদারল্যান্ডস/নেপাল)।
গ্রুপ-২: এ-২ (পাকিস্তান/আমেরিকা), বি-১ (ইংল্যান্ড/স্কটল্যান্ড), সি-২ (ওয়েস্ট ইন্ডিজ), ডি-১ (দক্ষিণ আফ্রিকা)।
ভারত সুপার এইটে কাদের বিরুদ্ধে মাঠে নামবে:-
ভারত সুপার এইটে লড়াই চালাবে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ, নেদারল্যান্ডস বা নেপালের মধ্যে কোনও একটি দলের বিরুদ্ধে। এক্ষেত্রে দৌড়ে এগিয়ে বাংলাদেশ।