টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি রানের মালিক হলেন বিরাট কোহলি। ক্রিকেটের সংক্ষিপ্তমতম ফর্ম্যাটে তাঁর রেকর্ড অবিশ্বাস্য। তাঁর যা গড়, সেটার ধারেকাছেও কেউ আসতে পারেন না। ২০১২ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। ২০২২ সালের বিশ্বকাপ পর্যন্ত তাঁর যে ধারাবাহিকতা, সেটা কেউ ছুঁতে পারবেন না। ২০২২ সালের বিশ্বকাপ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় নাম হল মাহেলা জয়বর্ধনে। তিনি ১,০১৬ করেছেন। ২০২২ সাল পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ১,০০০ রানের গণ্ডি দু'জন পার করতে পেরেছেন - বিরাট এবং জয়বর্ধনে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই সুযোগ আছে অনেকের কাছে। বিরাট এবং রোতিহের পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় অনেক পরে আছেন যুবরাজ সিং। তাঁদের মধ্যে আর কেউ নেই। ২০০৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে মোট ৫৯৩ রান করেছেন যুবরাজ। তিনি ৩১টি ম্যাচ খেলেছেন। গড় হল ২৩.৭২। স্ট্রাইক রেট ১২৮.৯১। যুবরাজের পরে ভারতীয়দের তালিকায় আছেন ধোনি। তিনি ৩৩টি ম্যাচে ৫২৯ রান করেছেন। গড় হল ৩৫.২৬। স্ট্রাইক রেট ১২৩.৮৮। তারপর আছেন গৌতম গম্ভীর। তিনি ২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। ২১টি ম্যাচে করেছেন ৫২৪ রান। গড় ২৬.২। স্ট্রাইক রেট ১১৮.০১। ২০২২ সালের বিশ্বকাপ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, গম্ভীরের পরে আছেন সুরেশ রায়না, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, বীরেন্দ্র সেহওয়াগ, ঋষভ পন্তরা। এবার বিশ্বকাপে ভারতীয় দলে আছেন সূর্যকুমার, হার্দিক এবং পন্ত। অন্যদিকে, বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে রান সংগ্রাহক তালিকার শীর্ষে আছেন শাকিব আল হাসান। যিনি এবার বিশ্বকাপেও আছেন। রোহিতকে বাদ দিয়ে তিনিই একমাত্র এমন একজন খেলোয়াড়, যিনি সব টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন।