ব্যাটাররা ম্যাচ জেতান, আর বোলাররা জেতান টুর্নামেন্ট- সেই প্রবাদটা তো কখনও পুরনো হবে না। তাই কোন ব্যাটার সবথেকে বেশি রান করলেন, সেটা নিয়ে যেমন আলোচনা চলে, তেমন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে বোলারদের পারফরম্যান্সও। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারী হলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। যিনি ২০০৭ সালের উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটের প্রতিটি বিশ্বকাপে খেলেছেন। ২০০৭ সাল, ২০০৯ সাল, ২০১০ সাল, ২০১২ সাল, ২০১৪ সাল, ২০১৬ সাল, ২০২১ সাল, ২০২২ সাল, ২০২৪ সাল। ২০২৪ সালের বিশ্বকাপ ধরলে তিনি মোট ন'টি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন। ২০২২ সালের বিশ্বকাপ পর্যন্ত উইকেট শিকারীর তালিকার শীর্ষে আছেন শাকিব। সেই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন শাহিদ আফ্রিদি। তিনে আছেন লাসিথ মালিঙ্গা। চারে আছেন সইদ আজমল। ২০২২ সালের বিশ্বকাপ পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী, ভারতীয় বোলারদের মধ্যে প্রথম দশে আছেন একমাত্র রবিচন্দ্রন অশ্বিন। ২৪টি ম্যাচে ৩২টি উইকেট নিয়েছেন তিনি। অনেকটা পড়ে আছেন রবীন্দ্র জাদেজা এবং হার্দিক পান্ডিয়া। তারপর আছেন আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ, ইরফান পাঠান, হরভজন সিং, আশিস নেহরা, আরপি সিং, মহম্মদ শামি, যুবরাজ সিং, জাহির খানরা। এবার বিশ্বকাপে নিজেদের পরিসংখ্যান আরও ভালো করার সুযোগ পাবেন আর্শদীপ, হার্দিক, বুমরাহ, জাদেজারা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের দলে সুযোগ পাননি অশ্বিন। তিনি সম্ভবত নিজের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে ফেলেছেন। শামিও চোটের জন্য নেই। চোট না পেলে শামি হয়তো দলে থাকতেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর উইকেটের সংখ্যা বৃদ্ধি পেত। তাছাড়া হরভজন, নেহরা, আরপি, যুবরাজ, জাহিররা তো আগেভাগেই অবসর নিয়ে ফেলেছেন।