কয়েকদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে মেজাজ হারাতে দেখা যায় ক্রিকেটার তামিম ইকবালকে। বিপক্ষ দলের খেলোয়াড় অ্যালেক্স হেলসের দিকে তেড়ে গিয়েছিলেন তিনি। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন তামিম। অ্যালেক্স হেলস অভিযোগ করেছিলেন তামিম তাঁকে ড্রাগস সেবন করা নিয়ে বিদ্রুপ করেছিল। এমনকী তামিমের ব্যবহার খুবই আগ্রাসী ছিল বলে দাবি করেন ইংরেজ ক্রিকেটার। এবার এই ঘটনার প্রেক্ষিতে জবাব দিলেন তামিম। তিনি অভিযোগ করেছেন, হেলস ১৮ বছরের বাংলাদেশি ক্রিকেটার ইকবাল হোসেন ইমনকে ‘গালাগালি’ করেছে।
ঘটনাটি কী ঘটেছিল?
BPL-এ রংপুর রাইডার্স বনাম বরিশাল ফরচুন মুখোমুখি হয়েছিল। সেখানে কার্যত জেতা ম্যাচে পরাজিত হয় তামিমের দল বরিশাল। স্বভাবতই বেশ হতাশ ছিলেন তিনি। ফলে মেজাজ যে মোটেও ঠিক ছিল না তাঁর তা বলার অপেক্ষা রাখে না। এরকম পরিস্থিতিতে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা যখন একে অপরের সঙ্গে করমর্দন করছিলেন, সেই সময় রংপুর রাইডার্সের প্লেয়ার অ্যালেক্স হেলস তামিমকে উদ্দেশ্য করে কিছু বলেছিলেন। তারপর আর কে দেখে! হেলসের দিকে তেড়ে যান তামিম। যদি না রংপুরের অধিনায়ক সোহান তাঁকে আটকাতেন তাহলে হয়তো হেলসকে মেরেই দিতেন তিনি। ভাইরাল হয় সেই ভিডিয়ো।
কী বলছেন তামিম ইকবাল?
তামিমের অভিযোগ হেলস তাঁর দলের ১৮ বছরের ক্রিকেটারকে লক্ষ্য করে গালাগাল করেছিলেন। এক ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘আপনি যদি সেলিব্রেশনের ভিডিয়োটি দেখেন, তাহলে লক্ষ্য করবেন যে হেলস আমার দিকে তাকিয়ে ছিল এবং আমাকে উপহাস করছিল। মনে হচ্ছিল সে লড়াই করতে চায়। পরে আবার ও ইমনকে অপমান করে। তখনই আমি সতীর্থের পাশে দাঁড়াই। এনিয়ে আমার কোনও অনুশোচনা নেই। আমি একা নয়, সেও অনেক খারাপ কথা বলেছিল।’
কী বলেছিল অ্যালেক্স হেলসে?
অ্যালেক্স হেলস দাবি করেন, অতীতের তাঁর মাদক নেওয়ার ঘটনার কথা উল্লেখ করে প্রশ্ন তুলেছিলেন তামিম। এই কথাটা মোটেও ভালো ভাবে নেননি বলেও জানান হেলস। ২০১৯ সালে ড্রাগস নেওয়ার অভিযোগে ইংল্যান্ডের এই ব্যাটারকে দল থেকে বাদ দেয় ইসিবি। ফলে তাঁর কেরিয়ারও শেষ হয়ে আসে। কারণ তিনি নির্বাসিত হন। হেলসের দাবি, তাঁর দাবি, 'তামিম জিজ্ঞাসা করছিল, আমি কি এখনও মাদক খেয়ে আছি?' স্বাভাবিকভাবে বিষয়টা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও বেশ চাঞ্চল্য ছড়িয়েছিল। সমালোচনা শুরু হয়েছিল তামিমকে নিয়ে।