Tamim Iqbal rushed to hospital: হঠাৎ বুকে ব্যথা, বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবালকে হাসপাতালে নিয়ে যাওয়া হল। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের একটি ম্যাচ চলাকালীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তামিম ইকবাল। এরপরেই তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মহমেডান স্পোর্টিং ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচের মাঝপথে এই ঘটনা ঘটেছে।
প্রথমে তামিমকে হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়ার জন্য একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু বিকেএসপি মাঠ থেকে তাকে উড়িয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরে তাঁকে ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ম্যাচ রেফারি দেবব্রত পাল ESPNcricinfo-কে এ তথ্য নিশ্চিত করেছেন। এই ঘটনাটি ম্যাচের প্রথম ইনিংসে ঘটেছিল। সেই সময়ে তামিম ফিল্ডিং করছিলেন।
আরও পড়ুন … IPL 2025 CSK vs MI: ধোনিকে ছক্কা মারতে দিলেন না কেন? ম্যাচ জয়ী ইনিংস খেলেও ‘ভিলেন’ রাচিন রবীন্দ্র!
আরও পড়ুন … IPL 2025: ইশানের সেলিব্রেশন শুধু শতরানের জন্য ছিল না, এটা MI-কে… কিষানের সেঞ্চুরি নিয়ে মাইকেল ভন
তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করেছেন লিটন দাস। নিজের সোশ্যাল মিডিয়াতে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘দ্রুত সুস্থ হন, তামিম ভাই। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আপনার জন্য প্রার্থনা রইল।’
প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, বুকে ব্যথা অনুভব করায় তামিম ইকবালকে বিকেএসপির পাশে ফজিলাতউন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে বিসিবির চিকিৎসা বিভাগের প্রধান দেবাশিস চৌধুরী জানিয়েছেন, হার্ট অ্যাটাক হয়েছিল তামিমের। বর্তমানে কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন আছেন।
বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশিস চৌধুরি সর্বশেষ কী বলেছেন?
তামিম ইকবালকে নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশিস চৌধুরি বলেন, ‘তিনি মাঠে পরপর দুটি হার্ট অ্যাটাকের শিকার হন। বর্তমানে তাঁকে লাইফ সাপোর্ট থেকে সরানো হয়েছে এবং ক্যাথ ল্যাবে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি!’
আরও পড়ুন … IPL 2025: LSG-র বিরুদ্ধে কি খেলবেন রাহুল? ও দলে যোগ দিয়েছে… বড় আপডেট দিলেন DC ক্যাপ্টেন
তামিমের দল মহমেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানিয়েছেন, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে ফজিলাতউন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তামিম ইকবালের অসুস্থতার খবর পেয়েই বিসিবির বোর্ডসভা স্থগিত করা হয়েছে। দুপুরে ১৯তম বোর্ডসভা শুরু হওয়ার কথা ছিল। তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।
ডিপিএলের কর্তা সাব্বির আহমেদ রুবেল জানালেন, তামিম ইকবালকে ঢাকায় নিয়ে আসার জন্য মাঠে হেলিকপ্টার নিয়ে আসার চেষ্টা করা হলেও, তারকা ব্যাটারের শারীরিক অবস্থা বিবেচনার পরে সিদ্ধান্ত পাল্টাতে হয়েছে। বর্তমানে সাভারের ফজিলাতুননেসা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক।