বাংলা নিউজ > ক্রিকেট > ENG vs IRE: ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, প্রতিপক্ষ আয়ারল্যান্ড অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের

ENG vs IRE: ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, প্রতিপক্ষ আয়ারল্যান্ড অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের

ইংল্যান্ডের ওপেনার ট্যামি বিউমন্ট একা করলেন ১৫০ রান। ছবি- গেটি।

England vs Ireland: আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে রেকর্ড ব্যবধানে জয় তুলে নেয় ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল। সেই সুবাদে সিরিজ জয় নিশ্চিত করে তারা।

ইংল্যান্ডের ওপেনার ট্যামি বিউমন্ট একা করেন দেড়শো রান। প্রতিপক্ষ আয়ারল্যান্ড দল অল-আউট হয়ে যায় মাত্র ৪৫ রানে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে রেকর্ড ব্যবধানে জয় তুলে নেয় ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল।

সোমবার বেলফাস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩২০ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ওপেন করতে নেমে ট্যামি বিউমন্ট ৬টি বাউন্ডারির সাহায্যে ৬৩ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকান ৯টি বাউন্ডারির সাহায্যে ১১৭ বলে।

শেষমেশ ১৩৯ বলে ১৫০ রানের অসাধারণ ইনিংস খেলে নট-আউট থাকেন বিউমন্ট। মারেন ১৬টি চার ও ১টি ছক্কা। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে ওপেন করতে নেমে এই নিয়ে তিনবার ১৫০ রানের গণ্ডি ছুঁলেন বিউমন্ট। এই নজির আর কারও নেই।

এছাড়া ৪৭ বলে ৬৫ রান করেন ফ্রেয়া কেম্প। তিনি ৭টি চার ও ২টি ছক্কা মারেন। এমা ল্যাম্ব ১৮, হলি আর্মিটেজ ১৯, ম্যাডি ভি'লিয়র্স ১৪, কেট ক্রস ৮ ও ইসি ওং ১৫ রানের যোগদান রাখেন। আয়ারল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন আর্লেনা কেলি ও ফ্রেয়া সার্জেন্ট। ১টি করে উইকেট নেন অ্যালিস টেক্টর, জেন মাগুইর ও অ্যামি মাগুইর।

আরও পড়ুন:- India vs Syria: জিতলেই খেতাব নিশ্চিত ছিল, সিরিয়ার কাছে হেরে ইন্টারকন্টিনেন্টাল কাপে লাস্টবয় ভারত

জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ১৬.৪ ওভারে ৫০ রানের কমেই গুটিয়ে যায়। ২৭৫ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে ইংল্যান্ডের মেয়েরা। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের এটিই সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়। এর আগে ১৯৯৩ সালে ডেনমার্কের বিরুদ্ধে ২৩৯ রানে ম্যাচ জিতেছিল ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দল। এতদিন সেটিই ছিল রানের নিরিখে তাদের সব থেকে বড় জয়।

আরও পড়ুন:- Who is Himanshu Singh: বোলিং অ্যাকশনে অশ্বিনের কার্বন কপি! টিম ইন্ডিয়ার প্রস্তুতি শিবিরে ডাক পাওয়া কে এই হিমাংশু সিং?

আয়ারল্যান্ডের হয়ে ওপেন করতে নেমে সব থেকে বেশি ২২ রান করেন রেমন্ড। দলের বাকি ১০ জন ব্যাটারের কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। খাতা খুলতে পারেননি আয়ারল্যান্ডের চারজন ব্যাটার।

আরও পড়ুন:- Sanju Samson Becomes Franchise Owner: খেলতে খেলতেই খেলার দল কিনে ফেললেন সঞ্জু স্যামসন, হয়ে গেলেন ফ্র্যাঞ্চাইজি মালিক

ইংল্যান্ডের হয়ে ৪ ওভার বল করে ৮ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন কেট ক্রস। ৬ ওভারে ১০ রান খরচ করে ৩টি উইকেট দখল করেন লরেন ফিলার। এছাড়া ২টি করে উইকেট পকেটে পোরেন ফ্রেয়া কেম্প ও জর্জিয়া ডেভিস। ম্যাচের সেরা হন বিউমন্ট। এই জয়ের সুবাদে ১ ম্যাচ বাকি থাকতেই ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

শনিতে বৃষ্টি ১৪ জেলায়! ভারী বর্ষণেও ভাসবে বাংলা? লক্ষ্মীপুজোয় একই অবস্থা হবে কি? শততম বর্ষে কুমারী পুজো জয়রামবাটিতে, দেবী দুর্গার আরাধনা মা সারদার জন্মভিটেয় বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.