ক্যানবেরায় প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে অ্যাডিলেডে পৌঁছল টিম ইন্ডিয়া। ৬ ডিসেম্বর থেকে সেখানেই শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচটি। তবে এবার লাল বলে নয়, খেলা হবে গোলাপি বলে। প্রথম টেস্টে ২৯৫ রানে জিতে বেশ চনমনে ভারতীয় শিবিরে। প্রস্তুতি ম্যাচেও জয় পেয়েছে তারা। এবার দ্বিতীয় টেস্ট জেতার ব্যাপারেও যথেষ্ট আশাবাদী রোহিতরা। ভারতীয় ক্রিকেটারদের ফুরফুরে মেজাজই বলে দিচ্ছে তাঁরা বেশ আত্মবিশ্বাসী। ক্যানবেরা থেকে অ্যাডিলেডের উদ্দেশ্যে বিমান ধরার আগে তাই টুপি কেনায় মাতলেন ভারতীয় ক্রিকেটাররা। সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে BCCI-এর তরফে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাসে করে বিমানবন্দরে পৌঁছনোর পর নিজেদের বিমানের অপেক্ষায় থাকা ভারতীয় দল একে অপরের সঙ্গে মজায় মেতেছেন। ঠিক তখনই ওয়াশিংটন সুন্দর টুপি কেনায় উদ্যোগী হন। তাঁর সঙ্গী হয়েছিলেন সরফরাজ খান। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ঘুরে ঘুরে সরফরাজ এবং ওয়াশিংটন টুপে দেখছিলেন। তখনই একে অপরের সঙ্গে খুনসুটিতে মাতেন দুই ক্রিকেটার। ওয়াশিংটনকে ‘মোগাম্বোর মতো লাগছে’ বলে অভিহিত করেন সরফরাজ। এরপর নিজের জন্যেও টুপি দেখতে থাকেন তিনি। সেই সময় অশ্বিন তাঁকে জানান, ‘ভালো লাগছে।’ সরফরাজ ভাবতে থাকেন তিনি মজা করছেন। কিন্তু অশ্বিন জানান, সত্যিই তাঁকে ভালো দেখাচ্ছে। যদিও শেষ পর্যন্ত টুপি কেনেন শুধু ওয়াশিংটন সুন্দর।
প্রসঙ্গত, ভারত অ্যাডিলেড টেস্টে নামার আগে ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি দু'দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল। কিন্তু প্রথম দিন বৃষ্টিতে নষ্ট হওয়ায় সেটি একদিনের ক্রিকেটে পরিণত হয়। ম্যাচে ৬ উইকেটে জয় লাভ করে ভারত। বল হাতে ভালো পারফর্ম করেন হর্ষিত রানা। ৪৪ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। অন্যদিকে ব্যাট হাতে ভালো খেলেন শুভমন গিল (৫০), নীতিশ কুমার রেড্ডি (৪২) এবং ওয়াশিংটন সুন্দর (৪২*) । এর আগে পার্থে প্রথম টেস্টেও জয় লাভ করে ভারত। প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়ে যাওয়ার পর বোলারদের দুরন্ত বোলিংয়ের সুবাদে ম্যাচে কামব্যাক করে টিম ইন্ডিয়া। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন জসপ্রীত বুমরাহ। তিনি এই টেস্টের অধিনায়কও ছিলেন। রোহিত শর্মা প্রথম টেস্টটি পারিবারিক কারণে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে দ্বিতীয় টেস্টে খেলতে দেখা যাবে তাঁকে।