Gautam Gambhir on Jay Shah: ২৭ জুলাই থেকে শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে হবে ভারতকে। শ্রীলঙ্কা রওনা হওয়ার আগে টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর সাংবাদিক সম্মেলন করেন। এই সময়ে তাঁর সঙ্গে ছিলেন দলের প্রধান নির্বাচক অজিত আগরকর। এই সাংবাদিক সম্মেলনে অনেক বিষয় নিয়ে কথা বলেছেন গম্ভীর ও আগরকর। এই সময়ে ভারতীয় দলের নতুন কোচ ও বিসিসিআই-এর সচিব জয় শাহের সঙ্গে সম্পর্কের কথাও উঠে আসে, যার জবাব দিয়েছেন গৌতম গম্ভীর।
এমন প্রশ্ন ওঠার কারণ হল, কোচ হওয়ার আগে অনেক সময়েই গম্ভীর বোর্ডের কর্তাদের দিকে আঙুল তুলেছিলেন। ক্রিকেটারদের ভবিষ্যত যে ঠান্ডা ঘরে বসে থাকা কিছু মানুষ করছেন তা বারবার বলেছিলেন গম্ভীর। এর ইঙ্গিত যে সরাসরি জয় শাহের দিকে ছিল তা সকলেই জানতেন। এবার তাই কোচ হওয়ার পরে বোর্ড সচিবের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে।
আরও পড়ুন… Paris Olympics 2024 পরেই অবসর নেবেন! ভারতীয় হকি দলের অভিজ্ঞ গোলরক্ষক শ্রীজেশের বড় ঘোষণা
আমার আর জয় শাহ মধ্যে খুব ভালো সম্পর্ক- গৌতম গম্ভীর
সাংবাদিক সম্মেলনে গৌতম গম্ভীর বলেন, ‘জয় শাহ এবং আমার মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। জয় শাহ এবং আমার অনেক পুরনো সম্পর্ক। বিভিন্ন সময়ে নানা বিষয় বিতর্ক তৈরি হয়েছে এবং এই সম্পর্ক নিয়ে আজেবাজে খবর রটেছে। আমি মনে করি আমরা সে বিষয়গুলো প্রেসে বলার চেয়ে জিনিসগুলি পরিষ্কার করে নিতে পারি এবং এর ফলে আমরা আরও ভালো কাজ করতে পারব। আমাদের সম্পর্ক অনেক পুরনো। এখন পর্যন্ত, এটি একটি খুব ভালো সম্পর্ক আছে। আশা করি এভাবেই চলবে।’
ভারতীয় ক্রিকেটের উন্নতি জরুরি- গৌতম গম্ভীর
এদিনের সাংবাদিক সম্মেলনে নানা বিষয়ে কথা বললেন গৌতম গম্ভীর। এই সময়ে জয় শাহের সঙ্গে মিলে দলের উন্নতি নিয়েও নিজের মত জানান টিম ইন্ডিয়ার নতুন হেড কোচ। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভারতীয় ক্রিকেটের উন্নতি করা। বাকি বিষয়গুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। আমরা সব সঠিক জায়গায় আমাদের হৃদয় দিয়েছি। আমরা সবাই যদি মনে করি যে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাব, আমরা একই পথে থাকব। এখন পর্যন্ত, তাদের সঙ্গে আমার খুব ভালো কাজের সম্পর্ক রয়েছে, আশা করি ভবিষ্যতেও তাদের সঙ্গে আমার এই সম্পর্ক অব্যাহত থাকবে।’
আরও পড়ুন… রোহিত শর্মা বা বিরাট কোহলি নয়, বাবর আজমের পছন্দের ব্যাটার অন্য কেউ! নাম শুনে খুশি এবি ডি'ভিলিয়ার্স
শ্রীলঙ্কায় রওনা দিয়েছে ভারতীয় দল
সোমবার মুম্বইয়ে সাংবাদিক সম্মেলন শেষ করে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে ভারতীয় ক্রিকেট দল। যেখানে তারা তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ২৭ জুলাই, ২৮ জুলাই এবং ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। এরপর ১ অগস্ট থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে।